এমা না না দেবাশিস, একেবারেই সে রকম নয়। আমি ভাবছিলাম এই পোস্টটা দেখে নিশ্চয় সবাই ভাববে যে অবান্তরেই এই, বাড়ির ভেতর নির্ঘাত মাথায় লাল কালো হলুদ ফেট্টি বেঁধে হুংকার দিতে দিতে এঘরওঘর লাফালাফি করছে। বিশ্বাস করুন করছি না। যত বুড়ো হচ্ছি, রক্ত তত ঠাণ্ডা হচ্ছে, চিৎকার করে জয়োল্লাস প্রকাশের প্রতি তাচ্ছিল্য তত বাড়ছে। এমনি মজার লাগল তাই দিলাম।
বেশ মজাদার। :)
ReplyDeleteআমারও খুব মজা লেগেছে, অরিজিত। লোকের মাথায়ও আসে।
Deleteবেশ বুঝতে পারছি, মুখে হাসি আর ধরছে না
ReplyDeleteএমা না না দেবাশিস, একেবারেই সে রকম নয়। আমি ভাবছিলাম এই পোস্টটা দেখে নিশ্চয় সবাই ভাববে যে অবান্তরেই এই, বাড়ির ভেতর নির্ঘাত মাথায় লাল কালো হলুদ ফেট্টি বেঁধে হুংকার দিতে দিতে এঘরওঘর লাফালাফি করছে। বিশ্বাস করুন করছি না। যত বুড়ো হচ্ছি, রক্ত তত ঠাণ্ডা হচ্ছে, চিৎকার করে জয়োল্লাস প্রকাশের প্রতি তাচ্ছিল্য তত বাড়ছে। এমনি মজার লাগল তাই দিলাম।
Deletehahaha eta darun toh !!- tinni
ReplyDeleteভালো না?
Deleteব্রাজিল-জার্মানি খেলাটার জায়গায় এসে স্পষ্ট জটায়ুর গলায় ঠাঁঁই-ঠাঁঁই-ঠাঁঁই-ঠাঁঁই-ঠাঁঁই-ঠাঁঁই শুনতে পেলাম!
ReplyDeleteআমিও। এক্স্যাক্টলি ওটাই শুনেছি।
Delete