সাপ্তাহিকী
বার্লিন শহরের রাজমিস্ত্রি। উৎস
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি
অবান্তরকে এতদিন ফাঁকা ফেলে রাখার জন্য। এ অবহেলার কারণ ছিল, আশা রাখি যথাসময়ে সে
কারণ আপনাদের দর্শাতে পারব। কিন্তু এখনও সে সময় হয়নি। আপাতত এই বিলম্বিত
সাপ্তাহিকী দিয়ে মন ভোলানোর অক্ষম চেষ্টা করলাম। কাল থেকে সত্যিকারের
পোস্ট শুরু হবে। হবেই।
.
. . বা জব ডেসক্রিপশন।
ফ্লোরেন্স বেড়াতে যেতে ইচ্ছে করছে এক্ষুনি।
আপনি মরে গেলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কী হবে ভেবে দেখেছেন?
ব্যান্ডের
গলায় গানটি শুনে মুগ্ধ হয়েছিলাম। মানুষের গলায় শুনে যেন আরও ভালো লাগছে।
Many thanks for the link on Appollo Robbins. Raat 2 to baaje. Kaal shokal-shokal office jaoa bishesh proyojon. Kintu tobu, kichhutei chhada gyalo na! Most interesting article.
ReplyDeleteMagician er shonge Neuroscientist der je bhalo collaboration chole sheta jaana chhilo, kintu pick-pocketing er angle ta bhebe dekhi ni. Ta chhada oi Sleight of Mind boitar reference tao paoa gyalo. Ei rokom boi achhe jaantaam, kintu ei title ta jana chhilo na. Great. Million thanks one more time.
Shuteertho
This is the TED video that was mentioned in the article on Appollo Robbins. Amazing. Puro description ta poda thaka shotteo ami catch-i korte parlam na bhodrolok kokhon ki korchhen!
ReplyDeleteShuteertho
http://www.youtube.com/watch?v=GZGY0wPAnus
ReplyDeleteSorry, link ta dite bhule giyechhilam!
আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ, সুতীর্থ। পকেট মারাটা একটা আর্ট (বিশেষ করে আমার পকেট মারা না গেলে) আর ইনি হচ্ছেন গিয়ে একশো ভাগ আর্টিস্ট। আপনার লিংকটা এক্ষুনি দেখছি না, আমাকেও অফিস ছুটতে হবে এক্ষুনি, কিন্তু বাড়ি ফিরে নিশ্চয় দেখব, প্রমিস। আর আবারও অসংখ্য ধন্যবাদ।
Deleteআমি যাচ্ছি ফ্লোরেন্স সামনের মাসে :)
ReplyDeleteহিংসে হিংসে, সোমনাথ! তোমার ভ্রমণ দারুণ হোক এই কামনা করি।
Deleteফ্লোরেন্স সত্যি অন্য রকম সুন্দর, তবে পাশ থেকে হঠাৎ বাংলাদেশি বাংলা শুনলে একটু হকচকিয়ে যেতে হয়। সেটা অবশ্য মোটামুটি ইটালির সব দর্শনীয় জায়গাগুলোতেই শোনা যায়। প্রায় নাকি ১ লক্ষ বাংলাদেশী আছেন ও দেশে!
ReplyDeleteভালো ভালো, যত বেশি জায়গায় বাংলা শোনা যায় ততই ভালো অদিতি।
Deleteসেরে উঠেছ তো? একটা ব্লগ খুলেছি , গোছগাছ হয় নি । পারলে /সময় পেলে ঘুরে যেও ।
ReplyDeleteমিঠু
www.jonakimela.blogspot.com
নতুন ব্লগের জন্য অনেক অভিনন্দন মিঠু। ভালো করে পড়ে তারপর কমেন্ট করব।
Deleteঅভিনন্দন, সেরে ওঠার জন্য। সাবধানে থাকবেন, আর অফিসের এসি যারা "রেংলিট্" করে তাদের একটা চিঠি লিখে অবিলম্বে ঠান্ডা কমাতে বলবেন। ফ্লোরেন্সের ছবিগুলো অসাধারণ। আর আমি হলাম amazing!
ReplyDeleteথ্যাংক ইউ, সুগত। অফিসের এসি টা যাচ্ছেতাই। গা এত বেশি ঠাণ্ডা হয় যে আমার মাথা গরম হয়ে যেতে থাকে।
Delete