The Proust Questionnaire



আজ মার্সেল প্রুস্তের জন্মদিন। মার্সেল প্রুস্ত সম্পর্কে আমি যে তিনটে কথা জানি সেগুলো হচ্ছেঃ

১. ভদ্রলোক À la recherche du temps perdu বা ‘ইন সার্চ অফ লস্ট টাইম’ নামে বত্রিশশো পাতার (অনুবাদভেদে চার হাজার তিনশো পাতা) একটি উপন্যাস লিখেছিলেন।

২. সুস্থ মস্তিষ্কে আমার উপন্যাসটি পড়তে বসার সম্ভাবনা শূন্য।

৩. ভদ্রলোকের নামাঙ্কিত একটি বিখ্যাত প্রশ্নপত্র আছে, দ্য প্রুস্ত কোয়েশ্চেনেয়ার। উনবিংশ শতকে ব্রিটেনে ‘কনফেশন অ্যালবাম’ বা ‘কনফেশন বুক’ নামে একটি অটোগ্রাফ বই খুব জনপ্রিয় হয়ে ওঠে। ফেভারিট সং, ফেভারিট রং, ফেভারিট মুভিস্টার গোছের প্রশ্ন ছিল সেই বইতে। আঠেরোশো ছিয়াশি সালে চোদ্দ বছর বয়সী প্রুস্ত, নিতান্তই খেয়ালবশত সেই প্রশ্নগুলোর উত্তর দেন। এরপর তিনি বড় হয়ে মস্ত বড় সেলিব্রিটি লেখকে পরিণত হন এবং তাঁর মৃত্যুর পর লোকে তাঁর অতীত হাঁটকে সেই উত্তরপত্র উদ্ধার করে আনে। প্রশ্নগুলোর সঙ্গে প্রুস্তের কোনও সম্পর্ক না থাকলেও সেগুলোর নাম হয়ে যায় প্রুস্ত কোয়েশ্চেনেয়ার। দু’হাজার তিন সালে এই উত্তরপত্র চৌত্রিশ হাজার ডলারে নিলাম হয়।

প্রুস্ত প্রশ্নপত্র প্রায় প্রুস্তের মতোই বিখ্যাত হয়ে যায়। ফ্রেঞ্চ টক শো চালক বার্নার্ড পিভো তাঁর অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের এই প্রশ্নগুলো করতেন। পিভোর দেখাদিখি জেমস লিপটন, যিনি আমার অন্যতম প্রিয় অনুষ্ঠান 'ইনসাইড দ্য অ্যাকটরস স্টুডিও'-র সঞ্চালক, তিনিও তাঁর অতিথিদের এইরকমই একটি প্রশ্নপত্রের মুখোমুখি ফেলতেন। জেমস লিপটনের প্রশ্নগুলো অবশ্য যাকে বলে অ্যাডাপ্টেড ফ্রম প্রুস্ত কোয়েশ্চেনেয়ার। আপনাদের মনে আছে কি না জানি না, আমিও অবান্তরে সে প্রশ্ন করেছি আপনাদের।

অবশ্য খাঁটি প্রুস্ত প্রশ্নপত্র যে কোনটা সেটা বলা মুশকিল। গত দেড়শো বছরে তার এতরকম সংস্করণ হয়েছে যে সাত নকলে আসল খাস্তা হয়ে উবে গেছে বহুদিন। যেমন ধরুন উইকিপিডিয়া যে প্রশ্নগুলো কোয়েশ্চেনেয়ারের বলে দাবি করছে, ভ্যানিটি ফেয়ার তার থেকে সম্পূর্ণ আলাদা একগুচ্ছ প্রশ্ন নিজেদের পত্রিকায় প্রকাশ করে আসছে। আমি দেখেশুনে ভ্যানিটি ফেয়ারের প্রশ্নগুলোই এখানে দেওয়া মনস্থ করলাম। উইকির প্রশ্নের থেকে ওদের প্রশ্নগুলো আমার বেশি মনে ধরেছে সেটা একটা কারণ তো বটেই, আর এই সুযোগে একগাদা সেলিব্রিটির উত্তরের সঙ্গে নিজের উত্তর মিলিয়ে দেখা যাবে সেটাও আরেকটা বড়সড় কারণ। প্রশ্নগুলো আমি ইংরিজিতেই রাখছি, পাছে রসভঙ্গ হয়। কিন্তু এত উত্তর ইংরিজিতে দিতে গেলে আমার অর্ধেক দাঁত ভেঙে যাবে, কাজেই উত্তর বাংলাতেই দিচ্ছি।

*****
     
What is your idea of perfect happiness? ফাঁকা বাড়ি + একখানা ভালো ও না-পড়া গোয়েন্দা গল্পের বই + একবাটি ধোঁয়া ওঠা ম্যাগি + বাইরে ঝমঝম বৃষ্টি।

What is your greatest fear? মায়ের না থাকা।

Which historical figure do you most identify with? মিস মার্পল। বাস্তব কোনও চরিত্রের সঙ্গে মিল পাচ্ছি না।

Which living person do you most admire? আমার মা।  

What is the trait you most deplore in yourself? মনের জোর/জেদের অভাব। 

What is the trait you most deplore in others? দম্ভ।

What is your greatest extravagance? মেট্রো কিংবা বাস থাকতেও অটো চড়ে যাতায়াত।

What is your favorite journey? সন্ধ্যে নামার মুখে, হাওয়ার দিকে, কাটা জানালার পাশে বসে লোকাল ট্রেনে চেপে হাওড়া থেকে রিষড়া ফেরা।

On what occasion do you lie? নিজের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষার জন্য মিথ্যে কথা বলি। ইমেজ রক্ষার জন্যও বলি মাঝে মাঝে।

What is your greatest regret? একটা ভুল সম্পর্কের খাতে জীবনের অত্যন্ত দামি, হয়তো সবথেকে দামি, পাঁচটি বছর বইয়ে দেওয়া।

What or who is the greatest love of your life? এই মুহূর্তে অর্চিষ্মান। 

When and where were you happiest? দু’হাজার সাতের মোটামুটি গোটা বছরটাই। জায়গাটা বলছি না।

Which talent would you most like to have? ভালো বাংলা লিখতে পারা।

What is your current state of mind? ৫০% তৃপ্ত + ৩০% দুশ্চিন্তিত + ২০% হতাশাগ্রস্ত।

If you could change one thing about yourself, what would it be? মনের জোর/জেদ বাড়াব।

If you could change one thing about your family, what would it be? দু’হাজার এক সালে কিডনির অসুখে মরে যাওয়া আমার একমাত্র পিসি, যে আমাকে ভীষণ ক্ষেপাত, ভীষণ বকত, ভীষণ জ্বালাতন করত---তাকে সুস্থ দেহে আমাদের মধ্যে ফিরিয়ে আনব।

What do you consider your greatest achievement? গত দশমিনিট ধরে আমার সাড়ে তেত্রিশ বছরের জীবন হাঁটকে আমি একটিও জিনিস বার করতে পারলাম না যেটাকে আদৌ অ্যাচিভমেন্ট বলে চালানো যায়, গ্রেটেস্ট তো দূর অস্ত। কী স্যাড ব্যাপার।

What is your most treasured possession? আমার গানের খাতা।

Where would you like to live? এখানে।

What is your favorite occupation? ফুলটাইম লেখক।

What is your most marked characteristic? লোকের কাছে নিজেকে আপাদমস্তক আনরিমার্কেবল প্রতিভাত করতে পারা।(এমন নয় যে সেটা করতে আমাকে ভীষণ পরিশ্রম করতে হয়।) 

What do you most value in your friends? আমার ব্যক্তিগত জীবন থেকে বন্ধুত্বপূর্ণ দূরত্ব বজায় রাখা।

What are your favorite names? সোনা, ধ্রুব, গদাই, টেঁপি, নটবর, বনোয়ারিলাল।

***** 

প্রশ্ন-প্রশ্ন খেলার কিন্তু কোনও মানেই হয় না, যদি সবাই খেলায় অংশ না নেয়। আমার উত্তর আপনারা শুনলেন, এবার আপনাদের উত্তর আমার শোনার পালা। লজ্জা না পেয়ে শিগগিরি শুরু করুন, আপনাদের দুটি পায়ে পড়ি।


Comments

  1. প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত প্রত্যয়ের সঙ্গে দিতে পারাটাই একটা বড় অ্যাচিভমেন্ট। ৯৯% মানুষ পারবেনা। তাই অ্যাচিভমেন্ট নেই এটা কেন বলছেন? :-)

    ReplyDelete
    Replies
    1. আহা, আপনি আমাকে এক পার সেন্টের দলে ফেললেন দেখে যারপরনাই খুশি হলাম তথাগত। থ্যাংক ইউ থ্যাংক ইউ।

      Delete
  2. uttor debo ki....apnar 'এখানে।' dekhe ami ekdom behus hoye gechi....ki darun jayga!!!

    ReplyDelete
    Replies
    1. আমিও বেহুঁশ হয়ে গিয়েছিলাম সৌমেশ। এখনও স্বপ্নে মাঝে মাঝেই জায়গাটা দেখি। বান্টি অবশ্য বলেছে আটচল্লিশ ঘণ্টা ম্যাক্সিমাম, তারপরই নাকি ওসব জায়গা থেকে 'বাঁচাও বাঁচাও' বলে ছুটে ফের সভ্যতায় ফিরে আসতে হবে। কিন্তু আমার নিজের ওপর বিশ্বাস আছে। ওই যে বেঞ্চের ছবিটা আছে, ওটায় আমি আটচল্লিশ ঘণ্টা কেন, আটচল্লিশ বছর রোজ খানিকক্ষণ করে বসে থাকতে পারি।

      Delete
    2. amar onekdiner ichhe janento....orom ekti dhowa dhowa kuasha makha sobuj jaygay jibon katanor....somostho protijogita...sobrokomer cholchaturi...sokol pawa na pawar simana charia shanto jibon...

      Delete
    3. যদি সত্যিসত্যি চলে যাওয়া যেত্‌ সৌমেশ।

      Delete
  3. কোনো কারণে মনটা একটু খারাপ ছিল ... পড়তে পড়তে .. লিখতে লিখতে .. খানিকটা সময় কেটে গেল ..

    What is your idea of perfect happiness?
    আমার চেনা জানা কাছের সবকটা লোকের হাসি মুখ.

    What is your greatest fear?
    মিলে গেছে ... যখন এ ভাবি এরকম একটা দিন আসবে বুকের ভেতর টা কেমন যেন হাহাকার করে ওঠে|

    Which historical figure do you most identify with?
    রামায়ন এর ভরত

    Which living person do you most admire?
    আমার দিদি।

    What is the trait you most deplore in yourself?
    মনের জোর/জেদের অভাব। উচ্চতম পঞ্চ :)

    What is the trait you most deplore in others?
    অন্য কে অকারণে কষ্ট দেওয়া |

    What is your greatest extravagance?
    শীতের রাতে ফুলকো লুচি, ফুলকপির তরকারী, টমেটো-র চাটনি আর নতুন গুড়ের পায়েস (মা এর বানানো)

    What is your favorite journey? প্রথমবার ছমাস বাড়ির বাইরে থেকে বাড়ি ফেরার সময় এয়ারপোর্ট থেকে বাড়ি পর্যন্ত্য ..

    On what occasion do you lie?
    কারনে অকারণে .. মজা করার জন্য, দুঃখ না দেওয়ার জন্য বা আনন্দ দেবার জন্য বা ভয় পেয়ে বা লোভে ...

    What is your greatest regret?
    পড়াশুনা ঠিক যেমন করার সেরকম না করা ... যা চেয়েছিলাম টা না হতে পারা|

    What or who is the greatest love of your life?
    এই মুহূর্তে ছেলে .. মিঠাই

    When and where were you happiest? আমার ফেলে আসা সমস্ত ছোটবেলা, আর এখন বাড়ি ফিরে ছেলের কচি হাতের আদর|

    Which talent would you most like to have? ভালো বাংলা বলতে পারা আর ভালবাসতে পারা|

    What is your current state of mind?
    কখনো কলিঙ্গ যুদ্ধের আগের অশোক, কখনো বাড়ি ছাড়ার আগের গৌতম বুদ্ধ|
    If you could change one thing about yourself, what would it be? মনের জোর/জেদ বাড়াব। আর কমাব অকারণে চোখে জল আসা!

    If you could change one thing about your family, what would it be?
    জানি না ... খুব ভাগ্যবান বোধহয় আমি .. হয়তো নিজের জীবনটাকে |

    What do you consider your greatest achievement? এক খানা বাম্পার ভালো দিদি পাওয়া |

    What is your most treasured possession? মা আর ছেলে !

    Where would you like to live? বেশি দূর নয় .. ভাইজাগ বা গোয়া বা এমন কোনো জায়গায় .. যেখানে পাহাড় আর সমুদ্র পাশাপাশি|

    What is your favorite occupation? যখন ফুটবল দেখি তখন ফুটবলার, যখন ক্রিকেট দেখি তখন ক্রিকেটার আর যখন অবান্তর পরি তখন লেখক ..
    আর সবসময় না হতে পারা ছোট্ট স্টেশন এর স্টেশন মাষ্টার|

    What is your most marked characteristic? আপনি এখানে চূড়ান্ত মিথ্যা বললেও আমি সত্যি বলছি ... যে কোনো জায়গায় সবথেকে unmarked হয়ে থাকা|

    What do you most value in your friends? আমি কোনো যোগাযোগ রাখার চেষ্টা না করলেও হটাত রাস্তায় চমকে দিয়ে বলা .. কি খবর বল ?

    What are your favorite names? বাববা ...

    ReplyDelete
    Replies
    1. আপনার সব উত্তরই খুব ভালো লেগেছে আত্মদীপ, কিন্তু এই 'কখনো কলিঙ্গ যুদ্ধের আগের অশোক, কখনো বাড়ি ছাড়ার আগের গৌতম বুদ্ধ' মাইন্ড সেটটা জাস্ট দুর্দান্ত। ছোট স্টেশনের স্টেশন মাস্টার নিয়ে আমাদের এই রোম্যান্টিকতা কোত্থেকে আসে বলুন তো? আমারও ছিল, বেশ বড় বয়স পর্যন্তই ছিল। পথের পাঁচালীতে ছিল নাকি? যাই হোক, যেখানেই থাক, আপনার সঙ্গে হাই ফাইভ। মিঠাইয়ের ছোট ছোট হাতের আদরের কথা শুনে খুব হিংসে করলাম, আর নিজেকে ভরতের সঙ্গে আইডেন্টিফাই করেন শুনে একটুও করলাম না। আশা করি দ্রুত আপনার ভরতদশা কেটে যাক। আর চোখে জল আসার ব্যাপারটা বদলানোর দরকার নেই, আমার মতে। বরং আরও কিছু লোককে দু'বেলা ধরে চোখে জল আনানো প্র্যাকটিস করানো উচিত।

      Delete
    2. Station Master hobar amar inspiration Chander Pahar ar amader chittaranjan er ager rupnarayanpur, salanpur ei sob chhoto rukkho station er aro chhotto station master er ghor.
      ..BTW, bhorot dosha ta kharap noi .. oi rokom sthir biswas, driroh sonkolpo ar nirlov choritro ... sottyie hotey parle bortey jetam ..

      -- Atmodip

      Delete
    3. ওহ্‌ সরি সরি আত্মদীপ, দেখেছেন পার্সপেকটিভ কী মোক্ষম জিনিস। ভরত বললেই আমার মনে হয়, খড়ম সিংহাসনে রেখে অনন্ত প্রতীক্ষায় বসে থাকা একটা মানুষ, যে রাজা হয়েও রাজা নয়। ভরতের ভালো ভালো গুণগুলোর কথা সব আমার ওই মারাত্মক অপেক্ষার তলায় চাপা পড়ে যায়। আমি সেই ভেবে লিখেছিলাম আরকি, আপনি প্লিজ কিছু মনে করবেন না।

      Delete
  4. সকাল বেলা অফিস যেতে ইচ্ছে করলো না, তাই সিক declare করে বাড়িতে বসে থেকে কি করি কি করি ভাবতে ভাবতে এই প্রশ্নে-র ঝাঁপি খুলে গেল.. চটপট উত্তরটা দিয়েই দি

    What is your idea of perfect happiness?
    ঘরের সেই কোনটায় বসে আয়েশ করে চা/wine খেতে খেতে romantic গল্পের বই পরা

    What is your greatest fear?
    একাকিত্য

    Which historical figure do you most identify with?
    আমার মতন কেউ নেই

    Which living person do you most admire?
    তোর সাথে আমি ৫০% একমত, আমার উত্তরটা : মা ও বাবা

    What is the trait you most deplore in yourself?
    এটাতে পুরোপুরি একমত

    What is the trait you most deplore in others?
    অকারণে মানুষকে ছোট করা

    What is your greatest extravagance?
    লিস্টটা বেশ লম্বা, ভাবতে বসে নিজেই চমকে যাচ্ছি যে আমি কত অপচয় করি

    What is your favorite journey?
    কলকাতাতে ফেরা

    On what occasion do you lie?
    একটা সময় ছিলো যখন অকারণে প্রচুর মিথ্যা বলতাম, অনেক কষ্টে অভ্যাসটা ছেড়েছি।

    What is your greatest regret?
    Graduation -র সময় যদি আরেকটু সিরিয়াস হতাম

    What or who is the greatest love of your life?
    আমার বর :)

    When and where were you happiest?
    টানা আড়াই বছর পরে যখন বাড়ি গেছিলাম, ২০১২ -র নভেম্বর -এ

    Which talent would you most like to have?
    শান্ত হওয়া

    What is your current state of mind?
    ১০০% খুশি


    If you could change one thing about yourself, what would it be?
    অলসতা বর্জন করব।

    If you could change one thing about your family, what would it be?
    মা বাবা শাশুড়ি সবার সাথে এক জায়গায় থাকব, কলকাতা হোক বা San Jose

    What do you consider your greatest achievement?
    জীবনের মাত্র অর্ধেকটা পেরিয়েছি, এখনো পর্যন্ত কাজের কাজ কটা করেছি সেটাই sure নই। Achievement -ও খুঁজে পাওয়া যাচ্ছে না। নাহ, life -এ কিছু করতে হবে।

    What is your most treasured possession?
    তোরটা খাতা আমার টা collection, বিষয় বস্তু টা এক

    Where would you like to live?
    সান ফ্রান্সিসকো তে বসন্তে ও গরমে। কলকাতা তে বর্ষাকালে। White মাউন্টেন -এ Fall -এ। Hawaii এ শীতকালে।

    What is your favorite occupation?
    বহুভাষী।

    What is your most marked characteristic?
    অসম্ভব চেঁচামেচি করা

    What do you most value in your friends?
    আমার যে কজন বন্ধু আছে তারা যে এত যাতনার পরেও আমার সাথে বন্ধুত্য রেখেছে তাতেই আমি ধন্য।

    What are your favorite names?
    বৈশালী

    ReplyDelete
    Replies
    1. বৈশালী, উত্তর পেয়ে খুব ভালো লাগল। হান্ড্রেড পার সেন্ট খুশির ব্যাপারটা শুনে দারুণ খুশি হলাম। এখনও যে কেউ, তাও আবার আমার এতদিনের চেনা কেউ, এ মোক্ষলাভের ক্ষমতা ধরে জেনে শান্তি পেলাম। মানুষকে ছোট করাটা সত্যিই ঘৃণ্য, দম্ভর পাশাপাশি ওটাও আমার অন্যতম বিশ্রী লাগা বিষয়। তোর এই বিভিন্ন সিজনে বিভিন্ন জায়গায় থাকার আইডিয়াটা আমার দারুণ লেগেছে, এভাবেও যে উত্তরটা দেওয়া যায় এটা আমার মাথাতেই আসেনি। তাহলে আরও অনেক জায়গা নিজের উত্তরে গুঁজে দেওয়া যেত।

      তোর সিক লিভ ভীষণ আরামে, আনন্দে (এবং সুস্থ দেহে) কাটুক, এই কামনা করি।

      Delete
  5. Bhebechinte egulor uttor debo khon. Kintu tomar perfect happiness er songe amar perfect happiness ta pray purotai miley gachhe. Shudhu dhnowa otha maggir bodoley dhnowa otha ada cha, ebong lunchey khichuri-ilish machher sombhabona hobe.

    Na pora, bhalo goyenda golpo pawa je ki dushkor ki bolbo.

    ReplyDelete
    Replies
    1. ইস, আমারও চা বলা উচিত ছিল বিম্ববতী। আসলে কাল অনেএএএএকদিন বাদে ম্যাগি খেয়ে এত ভালো লাগল যে আমি হ্যাপিনেসের ছবিটায় ম্যাগিকে ঢুকিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, তোমার হ্যাপি-দুপুরের খিচুড়ি ইলিশ কে রাঁধবে? তুমি নিজে কি?

      সিরিয়াসলি, একটা পদস্থ খুনখারাপির বই পেতে ঘাম ছুটে যায়। তোমার কিছু রেকমেন্ডেশন থাকলে দিও তো বিম্ববতী, প্লিজ।

      Delete
  6. What is your idea of perfect happiness? ঘড়ি বিহিন সময় কাটানো, কড়া কফি বা বিয়ার খেতে খেতে পেপার বা ভালো বই পড়ে বা গান শুনে কি সিনেমা দেখে, কিম্বা সুধুই ঘুমিয়ে, আরো সহজ করে বলতে হলে যা প্রানে চায় করতে পারা ঘড়ি কে কাঁচকলা দেখিয়ে

    What is your greatest fear? আমার নিজের মানুষদের কোন সঙ্কট

    Which historical figure do you most identify with? কিছুই মনে আসছে না

    Which living person do you most admire? মা মা আর মা

    What is the trait you most deplore in yourself? রাগ

    What is the trait you most deplore in others? অন্যকে ব্যবহার করা

    What is your greatest extravagance? বাড়িতে যথেষ্ট খাবার থাকতেএ এবং কেউ আমার সাথে ভাগ করবে না জেনেও সপ্তাহে অন্তত দুবার একটা নির্দিষ্ট দোকানের দু প্লেট মালাই কাবাবের অর্ডার দেওয়া

    What is your favorite journey? বাড়ি ফেরা...গোটা রাস্তা (যার অর্ধেকটা দুপাশের ক্ষেতের মাঝখানের রাস্তা) অটোয় বসে হুহু করে হাওয়া খেতে খেতে ঋদ্ধি, আমার কন্যার, মুখ মনে করতে করতে ফেরা

    On what occasion do you lie? তোমার সাথে মিলে গেছে

    What is your greatest regret? লাইফকে সিরিয়াসলি না নেওয়া...আর একটু ভালো করে পড়াশুনোটা না করা

    What or who is the greatest love of your life? আমার কন্যা

    When and where were you happiest? যতদিন কোন দায়িত্ব ছিল না অন্য কারুর...

    Which talent would you most like to have? আমার মায়ের মত হওয়া...মা হল আমার মুসকিল আসান

    What is your current state of mind? 80% ক্লান্ত +20% শান্ত

    If you could change one thing about yourself, what would it be? রাগটা কমাতে

    If you could change one thing about your family, what would it be? ১৯৯৪ এর মার্চ পর্যন্ত আমাদের বাড়িতে একটা খুশির লহর বইত, ছোড়দার একটা দুর্ঘটনায় মৃত্যুতে সব বদলে যায়, যদি পারতাম সেই সুরটা ফেরত আনতাম

    What do you consider your greatest achievement? বেস টেন্সড সিচুয়েশনে শান্ত থাকা

    What is your most treasured possession? প্রতি বছর আমার স্টুডেন্টসদের দেওয়া এপ্রিসিয়েশন লেটার

    Where would you like to live? সমুদ্রের ধারে একটা ছোট বাড়ী বাগানওয়ালা যেখানে সকাল বিকাল ঢেউয়ের গর্জন শুনতে শুনতে দূরে পাহাড় দেখতে দেখতে ামি অবসর কাটাতে পারব

    What is your favorite occupation? কখনো গবেষক, কখনো শেফ

    What is your most marked characteristic? তোমার সাথে মিলে গেছে

    What do you most value in your friends? এটাও

    What are your favorite names? মামন, বুনিপ, ফুলটুসি, পায়েল, তিতলি, শ্রী, ঘুঁচু

    ReplyDelete
    Replies
    1. দেবশ্রী, তুমিও আমার মতই রাগীপ্রকৃতির দেখছি। হাই ফাইভ হাই ফাইভ। মায়ের ব্যাপারটাতেও বলাই বাহুল্য। তুমি পড়াও বুঝি? এটা আমার খুব পছন্দের পেশা ছিল একসময়, তালেগোলে কাজটা করা হয়ে ওঠেনি কখনও, এখন করার ইচ্ছেটাও চলে গেছে। আমাদের সবারই বাড়িতে বোধহয় একটা না একটা দুর্ঘটনার ইতিহাস থাকে, যেটাকে যুক্তিবুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না।

      তোমার উত্তর পেয়ে খুব ভালো লাগল। ওহ্, ঘুঁচু নামটা চুরি করে নিলাম।

      Delete
    2. lok-e bale rag-ta bad dile amar mato bhalo naki r ekjon-o ei prithibi-te ashe ni aaj obdi :) anek-e abar boleche rege gele bale 100 theke 1 gunte...jakhan rege jai takhan egulo kicchui mone thake na...rag jemon thakar sherakam-i thake...ami parai bolte ami ekti sarkari scientific societyr R&D te achi. amader kichu postgrad diploma courses ache shekhane parai. r echara baccha-ra ashe Ph.D-r age short term proj ba internship ba summer school/proj korte takhan tader research guide kori, ei r ki...full time parano nay...

      Delete
    3. আরে রাগী লোকেরা এসেনশিয়ালি ভালো লোক হয় দেবশ্রী, এ নিয়ে আমার কোনও সন্দেহ নেই। খুব বেশি ঠাণ্ডা মাথা হওয়াও কোনও কাজের কথা নয়। রক্তগরম প্রাণী হয়ে জন্মেছি যখন মাঝে মাঝে মাথাও গরম হবে বৈকি। রেগে গেলে অত গোনাগুনির কথা মনে থাকে নাকি, তখন শুধু মনে হয় যার ওপর রাগ হয়েছে তার গলা টিপে ধরে ঝাঁকাই। সেটা না করা গেলে নিজের মাথার চুল টেনে পটাং পটাং ছিঁড়ি।

      আহা, পড়ানো ইস পড়ানো, তার আবার ফুল টাইম হাফ টাইম কী।

      Delete
  7. What is your idea of perfect happiness?
    megh bristir modhye pahari sohore ghure berano .

    What is your greatest fear?
    etate tomar uttor porei bhoi lagchhe.ei diner kotha ami bhabteo parina...

    Which historical figure do you most identify with?
    nei nei.. karor songe mil nei. ami ekkebare amar nijer moton.

    Which living person do you most admire?
    obossoi ma. (etateo mil)

    What is the trait you most deplore in yourself?
    etao kichhuta mile gachhe, oi moner jor, sahoser obhab. bujhe gechhi e jonme ar hobena

    What is the trait you most deplore in others?
    okarone mithye bola.

    What is your greatest extravagance?
    eta age chhilo , ekhon onek samlechhi... okarone taxi dhore neoa.

    What is your favorite journey?
    Je kono somoi howrah theke durpallar rater train.. aha ... monta hu hu korchhe.. kobe je abar berate jabo.

    On what occasion do you lie?
    khub proyojon porle.. mithye kotha ta thik sohoyi korte parina.. otirikto sotti kotha
    bolata onek somoi onek bipode phelechhe.. ajkal tai nijeke bnachate boli ektu adhtu.

    What is your greatest regret?
    somoimoton porashunote mon na deoa. :-D

    What or who is the greatest love of your life?
    ekhonto ... amar Meye.

    When and where were you happiest?
    Jedin amar meye jonmalo... jibonta onnokhate boite laglo.

    Which talent would you most like to have?
    bhalo chhobi tulte para.

    What is your current state of mind?
    amar sobsomei 50% nana bhoi moner modhye ghore... ar baki 50 % happy happy thake.. dutote mile balance kore
    dai ar ki.

    If you could change one thing about yourself, what would it be?
    sahos barabo.

    If you could change one thing about your family, what would it be?
    amar didake phirie anbo.

    What do you consider your greatest achievement?
    nei nei... ekkebare shunyo...

    What is your most treasured possession?
    amar camera.


    Where would you like to live?
    uff onyo somoi hole boltam pahar ar somudro ghera chhoto kono sohor e... kintu tumi ja ek khana link diechho,
    apatato besh beeesh kichhudin amar oikhanei ghora phera cholbe... thakte hole okhane.


    What is your favorite occupation?
    aha !! eita to onek achhe... ami ei boyeseo thik monke bojhate parlam na kon occupation amar jonye best hoto.ekhon to
    mone hoi oi Photographer.


    What is your most marked characteristic?
    nei nei...

    What do you most value in your friends?
    tader bondhutyo.


    What are your favorite names?
    ek ek somoi ek ek nam dhore meyeke daki.. oi sobi amar favorite names.. tar modhye duto
    bollam ... "gamla", "Koala" .

    ReplyDelete
    Replies
    1. আপনার সঙ্গে মা, বেড়াতে যাওয়া, সাহস ও মার্কড ক্যারেস্টিকিসের অভাব---অনেক কিছু মিলে গেছে ইচ্ছাডানা, যেটা মেলেনি সেটা হচ্ছে ওই মিথ্যের জায়গাটা। তবে আমি তড়িঘড়ি সাফাই গেয়ে রাখি, আমার বলা মিথ্যেগুলো এতই তুচ্ছাতিতুচ্ছ কারণে যে সে দিয়ে আমার কোনও লাভ বা অন্যের কোনও ক্ষতি হওয়া সম্ভব নয়।

      সবাই এত ভালো ভালো নাম বলছে যে আমি খুশি হয়ে যাচ্ছি। ভালোবাসার লোককে 'গামলা'র মতো এত ভালো একটা নাম ধরে ডাকার আইডিয়াটা আমার মাথায় কেন আসেনি, সেইটাই ভাবছি বসে বসে।

      Delete
  8. চার হাজার পাতার উপন্যাস এ জন্মে আর পড়া হচ্ছেনা। লস্ট টাইম কে ফেরত দেবে মশাই? যাক, এবার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি, যদিও কয়েকটা বেশ শক্ত।

    What is your idea of perfect happiness? একখানা ভালো ও না-পড়া গোয়েন্দা গল্পের বই + শীতের সন্ধ্যে + চিনেবাদাম + কোনওরকম ডেডলাইন নেই

    What is your greatest fear? সফল না হওয়া।

    Which historical figure do you most identify with? হিস্টরিকাল ফিগার মানেই তাঁরা গুরুত্বপূর্ণ কিছু করেছিলেন। আমি সেরকম কিছুই করিনি কাজেই মিল খোঁজা বৃথা। কাল্পনিক চরিত্র বলতে গেলে আমি বাতিকের দিক দিয়ে পোয়ারো আর বুদ্ধির দিক দিয়ে হেস্টিংস-এর মিশ্রন।

    Which living person do you most admire? আমার বাবা ।

    What is the trait you most deplore in yourself? মনের জোর/জেদের অভাব।

    What is the trait you most deplore in others? দ্বিচারিতা।

    What is your greatest extravagance? একা একটা ওয়ান বেডরুম বাড়ি ভাড়া নিয়ে থাকা। হায়েদ্রাবাদে রুমমেট নিয়ে খারাপ অভিজ্ঞতার পর থেকেই। বিশেষ করে পি এইচ ডি করার সময়ে তো এটা নিয়ে আমায় অনেক কথা শুনতে হয়েছে, কারণ আমার বন্ধুরা সবাই বাড়ি শেয়ার করত।

    What is your favorite journey? এলাহাবাদ টু হুগলি ওভার নাইট ট্রেন জার্নি। সঙ্গে মায়ের করা লুচি আর সাদা সাদা আলু চচ্চড়ি।

    On what occasion do you lie? ইমেজ রক্ষার জন্য বলি মাঝে মাঝে। নিজের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষার জন্য বলাটা প্রয়োজন, কিন্তু দুঃখের বিষয় সবসময় সেটা পারিনা।

    What is your greatest regret? ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষার জন্য যেগুলো বলা যাবেনা সেগুলো বাদ দিয়ে বলতে গেলে, আই সি এস ই তে অঙ্কে ফুলমার্কস না পাওয়া।

    What or who is the greatest love of your life? আমার ছোট বোন।

    When and where were you happiest? আমি এমনিতে হ্যাপি থাকারই চেষ্টা করি, তবে দুটো সময়ের কথা বিশেষ ভাবে মনে পড়ে। প্রথম, তিনটে সপ্তাহ যখন আমার চিকেন পক্স হয়েছিল ক্লাস টু এর ফাইনাল পরীক্ষার পর। দুই, আমার পৈতের পর তিনদিন দণ্ডিঘরে ছিলাম যখন। দুটো ক্ষেত্রেই আমি একটা ঘরে বন্দী। কোনও কাজ নেই, আর ঘর ভর্তি রাশি রাশি না পড়া গল্পের বই।

    Which talent would you most like to have? কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারা।

    What is your current state of mind? ৫০% তৃপ্ত + ৩০% দুশ্চিন্তিত + ২০% হতাশাগ্রস্ত। এটা একেবারেই মিলেছে।

    If you could change one thing about yourself, what would it be? মনের জোর/জেদ বাড়াব। টু থিংস হলে আরেকটু লম্বা হব।

    If you could change one thing about your family, what would it be? ওয়ান থিং... হয়ত আমার কাকা, যিনি ২০০৫ সালে হঠাত মারা যান, তাকে ফিরিয়ে আনতে চাইব।

    What do you consider your greatest achievement? আপনি অবিশ্যি ভয়ানক বিনয়ী, কারণ একজন পাবলিশড অথর যদি বলে যে তার কোনও অ্যাচিভমেন্ট নেই তাহলে আমরা কিই বা লিখতে পারি? তবে আমার পি এইচ ডির শেষ বছরে কিছু সমস্যা সত্তেও যে আমি সময়ে সেটা শেষ করতে পেরেছি আর আমার বাবা মা কে আমেরিকা ঘোরাতে পেরেছি সেটা আমার কাছে অনেক।

    What is your most treasured possession? আমার দাদুর এবং বাবার জমানো ডাকটিকিটের অ্যালবাম, যেগুলো এখন আমার হয়েছে, আর তাতে আমার জমানো টিকিট যোগ হয়েছে।

    Where would you like to live? হুগলি।

    What is your favorite occupation? ন্যাশনাল জিওগ্রাফিক এর ফটোগ্রাফার।

    What is your most marked characteristic? জ্ঞান দেওয়া। আজ বিকেলেই একজনকে দু দিনে নিউ ইয়র্ক ঘোরা নিয়ে এক ঘন্টা জ্ঞান দিয়েছি।

    What do you most value in your friends? আমার স্পষ্টবাদিতা, জ্ঞান দেওয়ার স্বভাব এবং একা থাকার প্রবণতা সত্তেও তারা যে আমার বন্ধু আছে তাতেই আমি ধন্য।

    What are your favorite names? খেয়েছে! এটা নিয়ে তো ভাবিনি কখনও! তবে আমার নিজের ডাকনামটা আমার প্রিয় নামগুলোর মধ্যে একটা। আরেকটা প্রিয় নাম হলো রোদ্দুর - আমার ভাইপোর ডাকনাম।

    ReplyDelete
    Replies
    1. ইস, কত মিল যে বেরোলো ওপরের উত্তরগুলো থেকে, সে আমি কর গুনে বলতে পারছি না সুগত।

      আমার অবশ্য হাতেকলমে অভিজ্ঞতা হয়নি, কিন্তু পৈতের খারাপ দিকগুলোর (একলা ঘরে বন্দী থাকা যেগুলোর মধ্যে সবথেকে কম খারাপ, আর খামোকা মাথা ন্যাড়া করে দেওয়াটা জাস্ট আনঅ্যাকসেপটেবল) ক্ষতিপূরণ করার জন্য গুচ্ছ গুচ্ছ গল্পের বই, ঘড়ি এবং ঝাঁ চকচকে নতুন একখানা সাইকেল ন্যূনতম শর্ত হওয়া উচিত।

      নেহাত আপনার সঙ্গে আমার অনেকদিনের আলাপ তাই আমাকে পাবলিশড অথর বলার নির্মম রসিকতাটা উপেক্ষা করলাম। তবে ভদ্রতা ও সৌজন্যবোধে যে আপনি হেস্টিংসবাবুর সমকক্ষ, সে আমি হাজারবার, লক্ষবার, কোটিবার স্বীকার করি, সারাজীবন করব।

      Delete
  9. What is your idea of perfect happiness? sheeter sandhe,barite amar sab priyo jonera.chayer cup,gaye lep die ami boi porchi

    What is your greatest fear? durarogya asukh ar amar kacher lokjaner na thaka

    Which historical figure do you most identify with? amar moto ache ke ;-)

    Which living person do you most admire? anekei ache .

    What is the trait you most deplore in yourself? Shyness

    What is the trait you most deplore in others? Dishonesty

    What is your greatest extravagance? roj rate fruit flavoured icecream khawa,thanda lagar karane akhon bandho :(

    What is your favorite journey? pahare trek kora

    On what occasion do you lie? kauke erate chaile

    What is your greatest regret? jatheshto parisrami na hawa

    What or who is the greatest love of your life? এই মুহূর্তে sayak

    When and where were you happiest? 2005-07 ,kolkata

    Which talent would you most like to have? bhalo film banate para

    What is your current state of mind? 70% হতাশাগ্রস্ত।

    If you could change one thing about yourself, what would it be? communication skills

    If you could change one thing about your family, what would it be? amar mastuto bhaier sampurno swabhabikata

    What do you consider your greatest achievement? akhono hay ni

    What is your most treasured possession? amar choto belar sada kalo chabi,amar thakumar hate lekha namer talika,thakuma hate anka anek selai er design

    Where would you like to live? pahare

    What is your favorite occupation? filmmaking

    What is your most marked characteristic? লোকের কাছে নিজেকে kyabla pramanito kara

    What do you most value in your friends? honesty

    What are your favorite names? tinai,kalua, chotelaal

    ReplyDelete
    Replies
    1. o hya ...‘ইন সার্চ অফ লস্ট টাইম’ er ptham khandota samprati ami kinechi :) :)..ekjoner suggestion e..apatato pratham kichu pata poreochi ;) eta ke ki achievement bala jay ?

      Delete
    2. অ্যাচিভমেন্ট মানে! আমার তো তোর পায়ের ধুলো নিতে ইচ্ছে করছে তিন্নি। তুই যে বইটা কেনার সাহস দেখিয়েছিস তাতেই আমি মুগ্ধ। নানার হাতে লেখা বংশলতিকাটা দেখতে হবে তো। লেপমুড়ি দিয়ে বই পড়া ব্যাপারটা থিওরেটিক্যালি ভালো আমি বুঝতে পারছি, কিন্তু এখন দিল্লির যা পরিস্থিতি, লেপজাতীয় শব্দ শুনলেই কান্না পাচ্ছে।

      একটা জিনিস খেয়াল করেছিস কি, আমাদের বেশিরভাগেরই আসল পেশা আর প্রিয়তম পেশার মধ্যে তফাৎ আছে, তোর সেটা নেই। এটা খুব প্রশংসনীয় একটা ব্যপার। তোর হতাশা কেটে যাক, সর্দিকাশি সেরে যাক, তুই আবার রোজ আইসক্রিম খেতে শুরু কর, এই শুভকামনা রইল।

      Delete
  10. What is your idea of perfect happiness?
    শান্তি। মনের শান্তি।

    What is your greatest fear?
    কোনদিন এমন একটা বিপদে পড়ব যার থেকে বেরোতে পারব না।

    Which historical figure do you most identify with?
    আমার মত ক্ষ্যাপা লোকের কথা ইতিহাস বইতে লেখেনি, তাই জানি না। দু পাত্তর পেটে পড়লে নিজেকে দুর্যোধন মনে হয়। রাজার ছেলে হওয়া সত্ত্বেও রাজত্ব ছিনিয়ে নিয়ে ভিলেন বানিয়ে দিল।

    Which living person do you most admire?
    ম্যান্ডেলা চলে গেলেন। এখন মা আর মামা।

    What is the trait you most deplore in yourself?
    খুব তাড়াতাড়ি রেগে যাই।

    What is the trait you most deplore in others?
    দায়িত্ব নিতে অস্বীকার করা।

    What is your greatest extravagance?
    ইটিং আউট। পেটুকের মরণ নেই কিনা, ধারধোর করেও ফাইভ স্টারে খাই।

    What is your favorite journey?
    যেকোনো ভ্রমণের শুরু। যখন স্টেশনের বা এয়ারপোর্টের দিকে যাচ্ছি।

    On what occasion do you lie?
    প্রায়শই। আমার অনেক খারাপ দিকের মধ্যে এটা একটা।

    What is your greatest regret?
    কোনও রিগ্রেট নেই।

    What or who is the greatest love of your life?
    মা এবং বৌ। নেহাত এদের মধ্যে ভাব আছে, নইলে কি গ্যাঁড়াকলেই না পড়তাম।

    When and where were you happiest?
    আমি প্রায় সর্বদাই হ্যাপি।

    Which talent would you most like to have?
    গান গাইতে পারা, ক্রিকেট খেলতে পারা।

    What is your current state of mind?
    এই প্রশ্নপত্রটা কমপ্লিট করতে হিমশিম খাচ্ছি।

    If you could change one thing about yourself, what would it be?
    সাহসী হব। মাথা ঠান্ডা রাখব। কর্মঠ হব।

    If you could change one thing about your family, what would it be?
    একটা জিনিস আছে, এখানে বলা যাবে না।

    What do you consider your greatest achievement?
    কোনও এক অজ্ঞাত কারণে আমাকে প্রায় সবাই পছন্দ করে। যদিও এতে আমার কোনও ক্রেডিট নেই।

    What is your most treasured possession?
    সম্পর্ক গুলো। পরিবার এবং বন্ধু।

    Where would you like to live?
    লন্ডন। আমার খুব প্রিয় শহর।

    What is your favorite occupation?
    ডাক্তার।

    What is your most marked characteristic?
    কোনও কিছুতে না বলি না। এটার ভালো খারাপ দুইই আছে।

    What do you most value in your friends?
    যোগাযোগ রাখা, সহমর্মিতা।

    What are your favorite names?
    সের'ম কিছু নেই।

    ReplyDelete
    Replies
    1. সিরিয়াসলি দেবাশিস, দুর্যোধনের প্রতি অন্যায়টা জাস্ট ভাবা যায় না। আমি বেশি মহাকাব্য পড়িনি কিন্তু যে দুটো ওপর ওপর পড়েছি, তাতে হিরো আর ভিলেনের রোলগুলো আমার মাথায় ঢোকেনি। পাজির পাঝাড়া হওয়া সত্ত্বেও এরা কেন হিরো, আর এদের থেকে অন্তত একশোগুণ কম দোষ করা সত্ত্বেও ওরা কেন ভিলেন, ভগবানই জানেন।

      এই কথাটা বলার আগে আমি একেবারে পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনার "ম্যান্ডেলা চলে গেলেন। এখন মা আর মামা।" পড়ে আমি কাল অফিসে বসে অট্টহাস্য করে উঠেছিলাম। অফ কোর্স ম্যান্ডেলাবাবুকে অশ্রদ্ধা করার আমার কোনও বদমতলব নেই, আপনার মা আর মামাবাবুকে করার তো নেইইইই, তবু কেন যে আমার অত হাসি পেয়ে গেল কে জানে। রীতিমত মুখে হাত চাপা দিয়ে হাসি কন্ট্রোল করতে হচ্ছিল। প্লিজ রাগ করবেন না যেন।

      Delete
  11. বেশ, তা হলে নিজের মুখোমুখি হওয়া যাক একবার...

    What is your idea of perfect happiness?
    ডেডলাইনের চাপবিহীন নিশ্চিন্ত দিন, লীলা মজুমদার সমগ্র এবং রান্না করতে না হওয়া।

    What is your greatest fear?
    আমার স্বামীর না থাকা...

    Which historical figure do you most identify with?
    কী জানি, ইতিহাসের সময়গুলো এখনকার থেকে অনেক অন্যরকম, তার সঙ্গে এই যুগের মানসিকতা খাপ খায় কি? ঝাঁসির রানী বলতে পারলে তো খুবই ভালো লাগত!

    Which living person do you most admire?
    জীবন্ত কাউকে খুঁজে পাচ্ছি না।

    What is the trait you most deplore in yourself?
    রুখে দাঁড়াতে না পারা। বা অন্যভাবে বললে শামুকের মত গুটিয়ে যাওয়া

    What is the trait you most deplore in others?
    অকারণে অশ্লীল কথা বলা

    What is your greatest extravagance?
    আমার সাধের ক্যামেরা

    What is your favorite journey?
    এয়ারপোর্ট থেকে আমার বাড়ি

    On what occasion do you lie?
    অন্যকে বাঁচাতে

    What is your greatest regret?
    দুটো আছে, বিয়ে হয়ে যাওয়ার দরুন এম ফিল করতে না পারা, আর শ্বশুরবাড়ি থেকে বাচ্চা দত্তক নেওয়ার অনুমতি না পাওয়া

    What or who is the greatest love of your life?
    বই

    When and where were you happiest?
    যেদিন আমার প্রথম গল্প ছাপা হয়েছিল, সানন্দায়। আদৌ জানতাম না ওই সংখ্যায় বেরোবে, সূচীপত্রে নিজের নাম দেখে কেঁদে ফেলেছিলাম।

    Which talent would you most like to have?
    সত্যিকারের ভালো ফিকশন লিখতে পারা

    What is your current state of mind?
    জটপাকানো


    If you could change one thing about yourself, what would it be?
    লেখার ব্যাপারে সিরিয়াস হব

    If you could change one thing about your family, what would it be?
    পিতৃকুলের টিপিক্যাল বাঙালে ঝগড়ার ট্রাডিশনটা থামাব

    What do you consider your greatest achievement?
    কিচ্ছু না, কিচ্ছু না।

    What is your most treasured possession?
    আমার মায়ের হাতে তৈরি একখানা কাঁথা স্টিচের শাড়ি। মানে সে অনেকগুলোই আছে, কিন্তু এটা করার মাঝখানে মা-র হার্ট অ্যাটাক হয়। খাটের উপর অর্ধেক সেলাই করা শাড়ি ছড়িয়ে ফেলে রেখেই মা কলকাতার হাসপাতালে স্থানান্তরিত হন। তারপরে সেরে উঠে স্বস্থানে ফিরে গিয়ে আবার সেটাকে শেষ করেন।

    Where would you like to live?
    ইনসব্রুক, অস্ট্রিয়া।

    What is your favorite occupation?
    সাহিত্যিক

    What is your most marked characteristic?
    কারো কোনো আচরণ বা কথা পছন্দ না হলে চুপ করে যাওয়া

    What do you most value in your friends?
    লয়ালটি।

    What are your favorite names?
    সে ভাবে কিছু নেই।

    ReplyDelete
    Replies
    1. অকারণে অশ্লীল কথা বলাটা আমারও না পসন্দ, অদিতি। তবে এই নিয়ে আমার অনেক বন্ধুর সঙ্গে আমার মত মেলে না। তাদের দাবি, শব্দব্যবহারের আবার কারণ অকারণ কি। বাঙালে ঝগড়ার ব্যাপারটা একেবারে যা বলেছেন, তবে আপনার যখন অভিজ্ঞতা আছে আপনি নিশ্চয় জানবেন, ও জিনিস থামাবার আশা রাখা বৃথা। তবে উল্টোদিকটাও ভেবে দেখুন, বাঙালে ঝগড়ার মতো বাঙালে ভালোবাসায়ও কিন্তু ভীষণ জোর। তার প্রদর্শন না থাকতে পারে, কিন্তু মনের মধ্যে অবিরাম ফল্গুর মতো প্রবহমান যা আছে, সেটিও হেলাফেলা করার মতো নয় মোটেই।

      Delete

Post a Comment