Posts

Showing posts from April, 2015

চেনা সিলেবাসের কুইজ (উত্তর প্রকাশিত)

Image
উৎস গুগল ইমেজেস আমাদের সবার খুব চেনা একটা সিলেবাস থেকে নিচের সাতটা প্রশ্ন রইল আজকের কুইজের জন্য। কোনও স্কুলে এ সিলেবাস মানা হত না, আর তাই এটা কমপ্লিট করতে কোনওদিন কোনও অসুবিধে হয়নি। যদিও অনেকদিন আগে পড়া তবু মনেও আছে দিব্যি। উত্তর দেওয়ার জন্য সময় রইল চব্বিশ ঘণ্টা। উত্তর বেরোবে দেশে শুক্রবার বেলা একটায়। ততক্ষণ আমি কমেন্ট পাহারা দেব। অল দ্য বেস্ট।  ***** ১।। রানী বললেন – কোন লাজে গহনার কথা মুখে আনব? মহারাজ, আমার জন্য পোড়ামুখ একটা _____ এনো। ক) ছাগল খ) বাঁদর গ) বাছুর ২। ____ গির্জের কাছে আপিস। ক) আর্মানি খ) ভবানীপুর কন্‌গ্রেগেশনাল গ) সেন্ট থমাস ৩। উদ্ধব মণ্ডল জাতিতে ____। ক) ব্রাহ্মণ খ) সদগোপ গ) কায়স্থ ৪। নন্টেফন্টের সুপারিনটেনডেনটের নাম ক) রমাকান্ত কামার খ) মুচিরাম গুড় গ) হাতিরাম পাতি ৫। “. . . আমার বয়স পঁয়ষট্টি বৎসর, তাহার পর আমাকে দেখিয়া কেহ বলে না যে, ইনি সাক্ষাৎ কন্দর্প-পুরুষ। নিজের কথা নিজে বলিতে ক্ষতি নাই, - এই দেখ, আমার দেহার বর্ণটি ঠিক যেন দময়ন্তীর পোড়া শোউল মাছ। দাঁত একটীও নাই, মাথার মাঝখানে টাক, তারা চারিদিকে চুল...

কালো কেটলি

মূল গল্পঃ The Brass Teapot লেখকঃ Tim Macy দুটো থেকে তাড়া দিতে শুরু করেছিল সম্বিত। বেরোতে বেরোতে প’নে তিনটে। মামেয়ের গল্পই ফুরোয় না। তিন ঘণ্টার ড্রাইভ রবিবারের সন্ধ্যের ট্র্যাফিকে সাড়ে চার ঘণ্টায় দাঁড়িয়েছে। তাও এখনও আধঘণ্টার রাস্তা বাকি। খানিকটা মেজাজ গরম করেই গাড়িটা পেট্রল পাম্পে দাঁড় করাল সম্বিত। না করালেও চলত। এই গোটা রাস্তাটা অনুরাধা ঘুমিয়েছে। নাকি ঘুমের ভান করেছে? গাড়িটা ব্রেক কষতেই চোখ খুলে যে ভাবে সম্বিতের দিকে তাকাল তাতে সে রকমই সন্দেহ হয়। গভীর ঘুম থেকে উঠলে চোখে অত প্রশ্ন থাকে না। হয়তো ঘুমোচ্ছিল না, হয়তো চোখ বুজে ভাবছিল। কী ভাবছিল? সম্বিত যা ভাবছিল তা-ই? গাড়ি থেকে নেমে থামার সিদ্ধান্তে খুশিই হল সম্বিত। হাত পা ধরে গেছে। শেষ বসন্তের সামান্য উষ্ণ হাওয়ায় পেট্রল পাম্পের চত্বর জুড়ে উড়ছে শুকনো পাতা। তখনই ভিখিরি বুড়িটাকে দেখতে পেল সম্বিত। ঘাঘরা চোলি পরা, মাথা ওড়নায় ঢাকা। খুঁড়িয়ে খুঁড়িয়ে ওদের দিকে আসছে। হাতে একটা ভিক্ষের বাটি। ভিখিরি দেখলে এখনও অস্বস্তি হয় সম্বিতের। সামনে কেউ হাত পেতে দাঁড়ালে নিজেকে ভয়ানক অপরাধী লাগে। এতদিন নিজেকে শুধু অতিরিক্ত সংবেদনশীল ভাবত, সেদিন কোন একটা...