সাপ্তাহিকী
ছোট্ট অনুরাগীকে অটোগ্রাফ দিচ্ছেন শন কনেরি। খাতা পাওয়া যায়নি তাই নারকেলই
ভরসা। উনিশশো একষট্টি সালে বাহামায় জেমস বন্ডের একটি ছবির শুটিং চলার সময় ছবিটা
তোলা। কে তুলেছিলেন আমি জানি না। আমি ছবিটা পেয়েছি এখান থেকে।
How we spend our days is, of course, how we spend our lives.
---Annie Dillard
রোগা হওয়ার সহজ উপায় নামে একটি বাংলা সিনেমা আসছে, দিবারাত্র সংগীত বাংলা
চ্যানেলে তার প্রচার দেখছি। সিনেমা নয়, বাস্তবে রোগা হওয়ার সহজ উপায় হিসেবে অনেকে
দিনে একটা নির্দিষ্ট সংখ্যক পা হাঁটার পরামর্শ দেন। দশ হাজার। এই সংখ্যাটা কোথা থেকে
এল? কেন দশ? কেন এগারো নয়? দশ হাজার পা হাঁটা কি রোগা হওয়ার পক্ষে যথেষ্ট? নাকি
সেটা বাড়ানোর দরকার আছে? বিশেষ করে যখন ডোনার গ্রিল হোম ডেলিভারি শুর করেছে? জানতে
হলে ক্লিক করুন।
নালিশ করলে যে বালিশ পেতে হয় সেটা এঁদের ছোটবেলায় কেউ শেখায়নি।
Comments
Post a Comment