আপনার সাপ্তাহিক টু ডু লিস্টের সঙ্গে কোনও মিল খুঁজে পাচ্ছেন কি?



(লিওনার্দো দা ভিঞ্চির নোটবুক থেকে)



Comments

  1. Replies
    1. হাসছ কি রুণা! আমার তো কান্না পেয়ে যাচ্ছে।

      Delete
  2. Replies
    1. বাবা রে-ই বটে, কুহেলি।

      Delete
  3. Hmm. Hardly unexpected. Milan-e enar diary-r original dyakhar shoubhagyo hoyechhilo!!

    iti
    Shuteertho

    ReplyDelete
    Replies
    1. সিরিয়াসলি। আমি যদি মানুষ হই তাহলে ইনি অন্য গ্রহের প্রাণী, আর ইনি যদি মানুষ হন তাহলে আমি পোকাটোকা কিছু একটা হব।

      Delete
  4. আমার সাথে খানিক মিল আছে ..
    Calculate যা পয়সা আছে তাতে সংসার চলবে কি না !
    Find বই এর ফাকে বউ এর জমানো ( আমারই পকেট মেরে ) টাকা !
    Measure পেট এর মাপ আর নিজের ওজন .. আর পরের দিন থেকেই ওজন কমানোর শপথ নেওয়া ... ইত্যাদি !!!!

    ReplyDelete
    Replies
    1. হাহা, মিলগুলো ভালো বার করেছেন তো, আত্মদীপ।

      Delete
  5. tomar blog besh enjoy korchi... eta dekhe ritimoto bhoy peye gelam :)

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, মধুজা। অবান্তরে স্বাগত জানাই। আশা করি ভালোলাগা দীর্ঘজীবী হবে।

      ভয় পাওয়ার মতোই জিনিস তো!

      Delete
  6. Replies
    1. ভয়ানক বলে ভয়ানক, ভট্টা।

      Delete
  7. ডা ভিঞ্ছি'স ডেমন বলে একটা সিরিজ আছে।দেখতে পারেন।বেশ লাগবে।
    আর আপনার মেল আইডি টা একটু দিন দিদি।কালো কেটলি গল্পটা থেকে শর্ট ফিল্মের জন্যে আপনার কন্সেন্ট চেয়ে একটা মেল করবো ।

    ReplyDelete
    Replies
    1. এই রে, গল্পটা তো আমার লেখা নয় ,ঋতম। টিম মেসি-র একটা গল্পের অনুবাদ, বা ছায়া অবলম্বনেও বলতে পার। যাই হোক, আমার ইমেল আই ডি-টা নিচে দিলাম। তুমি একটু খোঁজ নাও যে তোমার আমার অনুমতি লাগবে না টিম মেসির।

      abantorprolaap@gmail.com

      Delete
  8. bapre.. ekta pata e matha kharap korar jonno jothesto..!!!!

    ReplyDelete
    Replies
    1. যা বলেছিস, ঊর্মি।

      Delete
  9. bhoyanok... dekhe nijeke total okejo mone holo

    ReplyDelete
    Replies
    1. আরে সেভাবে ভেবো না, চুপকথা। ভাবো যে ইনি মানুষ নন, অন্য কিছু।

      Delete

Post a Comment