থ্যাংকসগিভিং ২০১৫
আমি থ্যাংকফুল . . .
ভালোমন্দ, উচিতঅনুচিত, সততাঅসততা, আয়, ব্যয়, সঞ্চয়ের প্রতি একই রকম দৃষ্টিভঙ্গিসম্পন্ন, যে মাসের ক্রেডিট কার্ডের বিল সে মাসেই শোধ করার জন্য একইরকম প্যানিকগ্রস্ত, চায়ের প্রতি একই রকমের নেশাগ্রস্ত এবং অন্যান্য নেশার প্রতি একইরকম উদাসীন জীবনসঙ্গীর জন্য।
রান্নাঘরে ইলেকট্রিক কেটলি আর টি ব্যাগের জন্য।
জীবনের প্রথমদিককার বোকাবোকা প্রেমগুলো ভেঙে যাওয়ার জন্য। সেগুলো হওয়ার জন্য।
খাওয়াপরা নিয়ে কোনওদিন কষ্ট না পাওয়ার জন্য।
এই পৃথিবীর রূপরসগন্ধ উপভোগ করার মতো পাঁচটি কর্মক্ষম ইন্দ্রিয়ের মালিক হওয়ার জন্য।
আত্মবিশ্বাসী মায়ের জন্য। ভ্রমণবিলাসী বাবার জন্য।
দাদু, ঠাকুমা, পিসি, কাকুপরিবৃত শৈশবের জন্য।
সবাইকে ছেড়ে একা থাকতে শেখার জন্য।
রোজ সকালে বাড়ি থেকে বেরিয়ে একটা জায়গায় গিয়ে সারাদিন কাটাতে পারার জন্য। সে জন্য মাসের শেষে মাইনে পাওয়ার জন্য।
অনলাইন ব্যাংকিং-এর জন্য।
মোবাইলে ইন্টারনেটের জন্য। ভালো কোয়ালিটির হেডফোনের জন্য। অফিসে, বাড়িতে, মেট্রোয় বসে নিমেষে বাকি দুনিয়ার সঙ্গে সমস্ত সংযোগ ছিন্ন করতে পারার জন্য।
কোনওদিন কোনও খরা, বন্যা, দুর্ভিক্ষ, মন্বন্তর, ভূমিকম্প বা যুদ্ধের মাঝখানে পড়তে না হওয়ার জন্য।
প্রায় তিরিশ ছুঁইছুঁই বয়সে পৌঁছে একটা ভালোলাগার কাজ খুঁজে পাওয়ার জন্য। গত ছ'বছর ধরে সে কাজটা একনাগাড়ে করে যাওয়ার জন্য। আর সেটা সম্ভব করায় যাদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ, সেই আপনাদের জন্য।
আগের বছরের ক্যান্ডি ক্রাশ এর নেশা টা গেছে মনে হচ্ছে ... আগের বার ওটা লেখা ছিল .. সবকটা লাইন পড়েই মনে হচ্ছে এইত আমার এই পয়েন্ট টাই বলার ছিল ... তুমি না সত্যি ... তোমাকে তো থ্যাংকস দিয়েই আছি অবান্তর এর জন্য ... যতদুর মনে হচ্ছে সাহানাদির একটা ফেসবুক এর লিংক থেকে এইটার সন্ধান পেয়েছিলাম ... ভাগ্যিস ... নেট খুলে অনেক ফালতু কাজ করার থেকে বেঁচে গেছি ...
ReplyDeleteহাহা, নেশা কি অত সহজে যায় রে, ঊর্মি? এখনও আছে। কিন্তু লজ্জার মাথা খেয়ে বছর বছর আর ওই এক কথা লিখতে ইচ্ছে করে না বলে এবার বাদ দিয়েছি। তোকে আমার তরফ থেকে অনেক থ্যাংকস, সাহানার লিংক থেকে অবান্তরে এসে পৌঁছনো আর থেকে যাওয়ার জন্য। বড় দিদিদের কথা এভাবেই সারাজীবন মেনে চল, এই আশীর্বাদ করি।
Deleteআমি যখন আমার ব্রাউজারে aba টাইপ করছি, তখনি জানতাম যে থ্যাঙ্কসগিভিং নিয়ে পোস্ট থাকবেই।
ReplyDeleteআমিও অবান্তরের পাঠকপাঠিকা এবং অবান্তরের জননীর প্রতি থ্যাঙ্কফুল।
বুঝুন, দেবাশিস। আমি ভুলেই গিয়েছিলাম থ্যাংকসগিভিং-এ পোস্ট লেখার কথা। সকালে উঠে মনে পড়ল, হুড়মুড়িয়ে লিখে দিলাম। একেই বলে টেলিপ্যাথি।
DeleteAro onek kichu-r songe ami thankful abantor thakbar jonyo.
ReplyDeleteঅবান্তরের দিক থেকেও ব্যাপারটা সেরকমই, ঘনাদা।
Deleteএকটা মনে হচ্ছে বাদ পরে গেছে - ম্যাগির পুনরুত্থান |
ReplyDeleteঠিক ঠিক, হংসরাজ। ওটার জন্য থ্যাংকফুল তো বটেই। বিশ্রী ভুল।
Deletebaba ma aar jeebonsongir point gulo fatafati...ami jhepe dilam kintu..besh impress kora jabe sobaikei..bere lekha..darun..aar tomar sathe match korlo online banking ta..ki hoto baloto na thakle online banking..
ReplyDeleteaar last point tar janyo thanks aamr o sob pathok/pathika der theke...
prosenjit
অনেক ধন্যবাদ, প্রসেনজিৎ। প্রত্যেকবার যখন ক্লিক করে এদিকেওদিকে টাকা নয়ছয় করি, ব্যাংকে যেতে কত খারাপ লাগত সেটা মনে পড়ে আর হাঁফ ছেড়ে বাঁচি।
Deleteআমাকে যে অবান্তর-এর খোঁজ দিয়েছিল, সে যে এখানে কী নামে আছে কে জানে! আমার ধন্যবাদ তাকে। সেই যে এনে ছেড়ে দিয়ে গেছে, এখনও ঘুরঘুর করে যাচ্ছি :)
ReplyDeleteভেরি গুড, শীর্ষ।
Delete