সাপ্তাহিকী







The most frequent question writers are asked is some variant on, “Do you write every day, or do you just wait for inspiration to strike?” I want to snarl, “Of course I write every day, what do you think I am, some kind of hobbyist?” But I understand the question is really about the central mystery – what is inspiration? Eternal vigilance, in my opinion. Being on the watch for your material, day or night, asleep or awake.
                                                                                                             ---Hilary Mantel


কোনও বই অনুবাদের জন্য অনুপযুক্ত বিবেচিত হওয়ার অনেক কারণ থাকতে পারে, কিন্তু এই কারণটা?   

এই সমস্যাটার কথা প্রথম আমার মা আমাকে বলেছিলেন। বলেছিলেন, তিনি নাকি পুজো প্যান্ডেলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক চেষ্টা করেছেন কানের পর্দা ফাটানো ‘মহুয়ায় জমেছে আজ মৌ গো’-র সঙ্গে তাল না মিলিয়ে হাঁটতে, কিছুতেই পারেননি। স্পিড বাড়িয়েছেন, কমিয়েছেন, সম্পূর্ণ থেমে গিয়ে আবার হাঁটতে শুরু করেছেন, লম্বা স্টেপের পর বেঁটে স্টেপ ফেলেছেন, সব প্রচেষ্টা মাটি করে শেষমেশ আশা ভোঁসলের তালজ্ঞানের কাছে তাঁকে হার মানতে হয়েছে। তালের সান্নিধ্যে বেতালা হওয়া নাকি অসম্ভব। আমি প্রথমে ভেবেছিলাম এটা আমার মায়ের নানারকম উদ্ভট অভিজ্ঞতার একটা, কিন্তু বিজ্ঞানীরাও যখন বললেন তখন আমার সব সন্দেহ দূর হয়ে গেল। 

কে না ভালোবাসে (টেকনোলজিহীন) শৈশব? (লিংক পাঠিয়েছেন সুগত)

এই লিংকটা দিলাম শুধু শেষ ছবিটার জন্য। 




Comments

  1. eta best..pujor pandel...mohuay jomeche aj mou go..sondhebela...
    link gulo mojar..bhalo laglo

    prosenjit

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, প্রসেনজিৎ।

      Delete
  2. আমার তো এই গানটার তালে হাঁটতে কোন অসুবিধা হয় না !

    ReplyDelete
    Replies
    1. হাহা, আমারও হয় না, সোমনাথ।

      Delete

Post a Comment