গত সাড়ে তিন মাসে
কিছু পছন্দের লিংক জমেছিল, এই রইল। উৎস বন্ধুত্ব । আমার মতে পৃথিবীর সবথেকে ওভারহাইপড সম্পর্ক। আইফেল টাওয়ার এরই মধ্যে বারদুয়েক বিক্রি হয়েছে জানতেন? যিনি বিক্রি করেছেন তাঁর সম্পর্কে জানতে হলে ক্লিক করুন। এরকম একটা সমীক্ষা বাংলায়ও করা যেতে পারে। যে বইগুলো সকলেই পড়েছে দাবি করেছে, কিন্তু আসলে পড়েনি। ক্রাইম রাইটারস’ অ্যাসোসিয়েশন-এর ছশো লেখকের মতে ' বেস্ট ক্রাইম নভেল এভার '? লিংকে ক্লিক করার আগে সমাধান করার চেষ্টা করুন দেখি? ক্লু হচ্ছে, ভেজিটেবল ম্যারো, চার্লস কেন্ট, ডিকটাফোন। পড়ুয়ারা ভালো গোয়েন্দা হয়। পড়ুয়ারা ভালো হিংসুটেও হয়। লাইব্রেরি নিয়ে কত লড়াই হয়েছে ইতিহাসে, পড়ে আমার চোখ কপালে। একে অপরের বই লেখা ডকে তোলার জন্য কাগজের সাপ্লাই বন্ধ করা পর্যন্ত। মেল হ্যারাসিং অ্যাভয়েড করার একটা স্ট্র্যাটেজি। ভ্যাজাইনা আর ভালভার পার্থক্য জানেন? না জানলে জেনে নিন। এই সেদিন বাড়ি পরিষ্কার নিয়ে অত কথা লিখলাম, তাই কিনব না। কারণ ফাইন্যালি এগুলো জঞ্জাল ছাড়া কিছু না। তা যদি না হত, তাহলে আমি মুখ মোছার জন্য এই রুমালটা কিনতাম। আর পেন রাখার জন্য এই পেনদান...