হাহা, ওটাতে আলোকপাত করার মতো কিছু নেই, ব্রততী। অফিসের বাগানের মানি প্ল্যান্টের একটা ডাল ছিঁড়ে এনে কেভেন্টারস-এর বোতলে পুরে রেখেছি। যতখানি বাড়ার কথা ছিল ততখানি বাড়ছে না। দেখি কী করা যায়।
ভারি সুন্দর টেবিল হয়েছে। একটা ব্যাপারে ক্ষমা ছাওার আছে, এর আগে আপনার লেখা পড়ে আমার ধারনা ছিল, আপনার ঘর অগোছালো, কিন্তু এই ছবি দেখে নিজের কান নিজেই মুলে দিলাম ভুল ধারনা করার জন্যে :(
Baah table ese gechhe....sundar lagchhe porar/lekhar jaiga
ReplyDeleteহাহা, নতুন টেবিল বলে উৎসাহ বেশি, সুস্মিতা। দু'মাস যাওয়ার পর পরিস্থিতি কী দাঁড়ায় সেটাই দেখার।
DeleteBah besh misti teble. Ebar kintu jhotpot notun lekha chai.
ReplyDeleteধন্যবাদ, চুপকথা।
Deleteবাঃ, ভাল লাগছে। বাড়তি জিনিস রাখার জায়গা নেই এটা একটা ভাল ব্যাপার।
ReplyDeleteধন্যবাদ, সুগত। ওটাই আমার পূর্বশর্ত ছিল।
Deletetable size ta clutter free rakhar jonyo adorsho ekkebare...gaachhgulo sombondhe aalokpat koro ektu..- Bratati.
ReplyDeleteহাহা, ওটাতে আলোকপাত করার মতো কিছু নেই, ব্রততী। অফিসের বাগানের মানি প্ল্যান্টের একটা ডাল ছিঁড়ে এনে কেভেন্টারস-এর বোতলে পুরে রেখেছি। যতখানি বাড়ার কথা ছিল ততখানি বাড়ছে না। দেখি কী করা যায়।
DeleteBaaah. Darun table hoyeche to! :)
ReplyDeleteথ্যাংক ইউ, সায়ন। এবার টেবিলে বসে কাজ হলেই হয়।
Deleteki sundor! kotha theke kinle???
ReplyDeleteবানালাম, কুহেলি। মানে শান্তিবাবু বানিয়ে দিলেন। আমি মাপটাপ বলে দিলাম।
DeleteMone poreche, ei table tar kotha kichudin age likhechile! Shundor hoyeche.. ar aalo-r aabesh ta besh thandar moton!
ReplyDeleteMahua
ঠাণ্ডার কথা আর মনে করাবেন না, মহুয়া। গত তিনদিন ধরে মনে হচ্ছে একটা জ্বলন্ত আগুনের পিণ্ডের ওপর বসে আছি।
Deleteভারি সুন্দর টেবিল হয়েছে। একটা ব্যাপারে ক্ষমা ছাওার আছে, এর আগে আপনার লেখা পড়ে আমার ধারনা ছিল, আপনার ঘর অগোছালো, কিন্তু এই ছবি দেখে নিজের কান নিজেই মুলে দিলাম ভুল ধারনা করার জন্যে :(
ReplyDeleteআরে না না, কান মোলার কিচ্ছু নেই, অস্মিতা। আমার ঘর মারাত্মক গোছালোও নয়, মারাত্মক অগোছালোও নয়। এই ব্যাপারেও আমি বাকি সব ব্যাপারের মতোই, মিডিওকার।
Delete