All Work and No Play






The relationship is non-linear: below an hour’s threshold, output is proportional to hours; above a threshold, output rises at a decreasing rate as hours increase.
---Pencavel, J. (2014), The Productivity of Working Hours. The Economic Journal. doi: 10.1111/ecoj.12166

Comments

  1. কুন্তলাদি, তোমার গ্রাফটার সাথে কোটটা কিন্তু মিলছে না, মানে গ্রাফটা আরো মর্মান্তিক, সেখানে output-এর rise করার কোন চিহ্নই দেখা যাচ্ছে না যে। Pencavel-এর পেপারের গ্রাফগুলোর সাথে অবশ্য কোটটা মিলছে।

    তবে সারমর্মটা খুব পরিষ্কার, দেশের দশের ভাল চাইলে কাজকাম করা অবিলম্বে কমিয়ে দিতে হবে, বন্ধ করে দিতে পারলে তো কথাই নেই। :-)

    ReplyDelete
    Replies
    1. ঠিকই বলেছ, পিয়াস। প্রথম গ্রাফটা অবিশ্বাস্য লাগে সেইজন্য চমকিয়ে দেয়, Pencavel-এর পেপারটা পড়লে মনে হয় অত অবিশ্বাসের কিছু নেই তো, ক্ষমতার বেশি কাজ করতে গেলে সে কাজ যে আখেরে অকাজ হবে এ কথা কে না জানে। আমি চমক আর 'জানা কথা' দুটো একইসঙ্গে রাখার চেষ্টা করছিলাম আর কি।

      Delete
  2. Jonmodiner onek bhalobasha o shubheccha niyo Kuntala ( jodio ekhono jani na thik din ta ... . mone hocche er e moddhey hobey ).

    ReplyDelete
  3. Onekgulo post miss kore giyechi ... eyimatro dekhlam jonmodin eshe chole o giyeche.
    Tobuo, belated holeo onek bhalobasha ar good wishes shara bochor er jonne roilo.

    ReplyDelete
    Replies
    1. আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ, শর্মিলা। দেরিতে কোনও ক্ষতি হয়নি, শুভেচ্ছা নিয়ে কথা। খুব ভালো লাগল তোমার শুভেচ্ছা পেয়ে।

      Delete
  4. Ami aabaar aisle seat-i pachhondo kori, amon ki du ghantar flight holeo. Jodi aisle seat-e aagei lok ese bose thaake taahole aamake take dingiye baa uthiye bhetore giye boste habe ei bhaye.
    Amita

    ReplyDelete
    Replies
    1. একটু ভুল জায়গায় হয়ে গেছে মনে হয় কমেন্টটা, অমিতা। তাতে কোনও ক্ষতি হয়নি অবশ্য, আপনি আমার কথা বুঝেছেন, আমি আপনার কথা স্পষ্ট বুঝেছি। আইল পার্সনরা বলছে খুব আত্মবিশ্বাসী হয়, আপনার সম্পর্কে এই কথাটা জেনে ভালো লাগল, অমিতা।

      Delete

Post a Comment