সাপ্তাহিকী
উনিশশো
সাতষট্টি সালের সেই সকাল, যেদিন সুইডেন প্রথম ডানদিক থেকে বাঁদিকে গাড়ি চালাতে
শুরু করল। উৎস
No man ever believes that the Bible means what it says: He is always convinced that it says what he means.
--- জর্জ বার্নার্ড শ
রবিবার সকালটা একটা গল্প দিয়ে শুরু করা যাক।
চোখের দেখা। মনের দেখা।
আপনি কি ইন্টারনেট “অ্যাডিক্ট”? আমার ধারণা আমি বর্ডারলাইন কেস।
Autonomous Sensory Meridian Response. এই
রেসপন্স আপনার হরদম হয়, যখন কেউ মাথায় বিলি কেটে দেয় বা আচমকা কানের খুব কাছে এসে
ফিসফিস করে কথা বলে। এই সব পরিস্থিতিতে চোখ কেমন আপনা থেকেই বুজে আসে খেয়াল করেছেন
নিশ্চয়? কী, শুধু চোখই বোজে না, সঙ্গে সঙ্গে সারা শরীরে একটা শিরশিরানিও হয়? হুম্ম্ম্।
ওই মুহূর্তগুলো অমনোযোগে ফেলেছড়িয়ে দেবেন
না। মনে রাখবেন, তখন আপনার অরগ্যাজম হচ্ছে।
মোটামোটা গালওয়ালা, থাকথাক ঊরুওয়ালা, থাবার মতো হাতওয়ালা বাচ্চা দেখলেই কি আপনার মনে হয় চটকেমটকে একাকার করে দিই বা খচমচ করে খানিকটা গাল খেয়ে ফেলি? কেন মনে হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা এই রইল।
দাদাদিদি থাকার আর এক রকম উপযোগিতা।
প্রকৃতিপ্রেম বুঝি। তাই বলে এই রকমটা সত্যি বুঝি না।
কালোয়াতির সঙ্গে মাধুর্যের যে কোনও বিরোধ নেই এই ভদ্রলোকের প্রতিটি গান তার
জ্বলন্ত প্রমাণ।
Comments
Post a Comment