রয়েছি বাঙালি হয়ে
নিজেকে যতই কসমোপলিট্যান
হিসেবে চালাতে চাই না কেন, সত্যিটা হচ্ছে আমার মধ্যে বাঙালিভাব প্রবল। যত দিন
যাচ্ছে তত সেটা প্রকট হয়ে উঠছে। সেই ভাবের কাছে নতিস্বীকার করে নিচের তালিকা
বানালাম। তালিকা যথেষ্ট বাঙালি হল কি না সে বিচারের ভার আপনাদের ওপর।
১। সারাদিনের চায়ের গুনতিঃ
আট থেকে দশ কাপ। প্রথম কাপ দুধ সহ। বাকিগুলো দুধচিনি ছাড়া।
২। চায়ের সঙ্গে প্রিয় টাঃ
মারি বিস্কুট। ব্রিটানিয়া মারি। প্রিয়া/পার্লে/বিস্কফার্ম নয়।
৩। মারি না মেরি? মারি।
৪। চায়ে ডুবোনো না শুকনোঃ
লোকসমক্ষে শুকনো, একলা ঘরে ডুবিয়ে।
৫। প্রিয় আওয়াজঃ নিজের গলার
স্বর।
৬। প্রিয় ঋতুঃ বর্ষা
৭। প্রিয় ব্যস্ততাঃ বই পড়া
৮। প্রিয় অবসরঃ দিবাস্বপ্ন।
ঘুম।
৯। প্রিয় খেলাঃ পরনিন্দা
পরচর্চা
১০। সুপ্ত দেমাকঃ
হায়দরাবাদি, আওয়াধি, লখনওয়ি – বিরিয়ানি যদি খেতেই হয় তবে কলকাতা বিরিয়ানি ছাড়া আর
কিছু খাওয়ার মানে হয় না। মাংস আর ভাতটা তো কথা নয়, কথাটা হচ্ছে আলু আর গোটা
ডিমসেদ্ধ।
১১। গুপ্ত ঈর্ষাঃ কলচর যে
দরজায় মাথা খুঁড়ে মরে, কাঞ্চনমূল্য হাসতে হাসতে তা পার করে চলে যায়।
১২। প্রিয় শব্দঃ রুচি
১৩। অপ্রিয় শব্দঃ
ব্যবসাবুদ্ধি
১৪। প্রিয় অসুখঃ অম্বল
১৫। প্রিয় ওষুধঃ জেলুসিল
১৬। প্রিয় ফাংশানঃ পঁচিশে
বৈশাখ সন্ধ্যেবেলায় কচি গলার বেসুরো রবীন্দ্রসংগীত এবং ন্যাড়া মাথায় জুঁইয়ের মালা
পেঁচিয়ে ‘আয় তবে সহচরী’।
১৭। বাঙালি পুরুষের যা
থাকলে তাকে ভালোলাগেঃ চশমা
১৮। বাঙালি নারীর যা থাকলে
তাকে পছন্দ হয়ঃ রসবোধ
১৯। প্রিয় সান্ত্বনাঃ নোবেল
২০। প্রিয় বঞ্চনাঃ নেতাজী
২১। প্রিয় মিষ্টিঃ গরম
রসগোল্লা
২২। প্রিয় লজেন্সঃ আদা
২৩। প্রিয় পুজোঃ পেট
২৪। প্রিয় প্রসাদঃ লুচিসুজি
২৫। প্রিয় দোকানঃ বাটা
২৬। প্রিয় স্লোগানঃ আরে
পড়াশোনা না থাকলে যা হয়
২৭। প্রিয় আচারঃ আমের।
২৮। প্রিয় বিচারঃ দুর্বলের
কাছে সবলের পরাজয়
২৯। প্রিয় সাহেবঃ আইনস্টাইন
৩০। প্রিয় বাঙালিঃ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
আর আড্ডার প্রিয় বিষয়? কোন জন্মে ঠাকুর্দারা ঘি খেয়েছিল, তার গন্ধ শোঁকা, আর বাঙাল হলে তো কথাই নেই, প্রত্যেকেরই দেশে একটা জমিদারি ছিল, তাই গোলা ভরা পুকুর আর মাছভরা ধানের গপ্প।
ReplyDeleteAar tar sathey Padma aar bhagirothir ilish er genetic difference?
Deleteআহা, খাতায় কলমে না হলেও অত মাঠঘাট জমিতে হেসে খেলে বেড়ালে একরকম জমিদার তো হওয়া হল, নাকি? এইভাবে ভাবলেই আর সমস্যা থাকে না।
Deleteeida tumi hok katha koizo, K. Tobe padma y aar bhagirothi re haraya dise
Deleteirrabaddy (arthat ilish of irravadi)
তাই নাকি, শম্পা? খেয়ে দেখতে হবে তো।
DeletePriyo achar: aamer- kono jobab nei!
ReplyDeleteহাই ফাইভ, রাকা।
Deleteerr aro koto ki.. anekgulo millo , anek gulo noi.. rastay kono bangali dekhle, tinte kotha bolar sujog pelei jante chai machh kothai paoa jai! r ekta dekhechhi, j joto diner probasi bangali se toto beshi naak u(N)chu..:Papiya
ReplyDeleteএই পাপিয়া, আমার অনেক দিন পর্যন্ত বিশ্বাস ছিল, যে বাঙালি বাংলাদেশ থেকে যত দূরে থাকে, সে তত ফর্সা। আর এই বাইরে থাকাটা যত পুরোনো হয় ফর্সাটা তত বাড়তে থাকে।
Deletebah bah.. tahole toh markin muluke kono kelo kusthi bangali r thakbei na! Uttam na Soumitra , Konika na Suchitra, eguloi list e thakbe...:Papiya
Deleteআহা থাকবে না কেন, কিন্তু থাকতে থাকতে তার রং ক্রমশ ফর্সা হয়ে আসবে। আর যদি ফর্সা নাও হয়, তাহলেও একটা জেল্লা আসবে যেটাকে আর উজ্জ্বল শ্যামবর্ণ বলে চেপে দেওয়া যাবে না কিছুতেই।
DeletePriyo deerghoshaash: Mohun Bagan.
ReplyDeleteএটা মিলল না। সেটা প্রত্যাশিত বোধহয়। আমার দীর্ঘশ্বাস . . . হেদুয়ার ধারের ফুচকা।
DeleteSotyi oi Biriyani r motoi fuchka.. kolkatar jekono jaigar holei holo.. misti jol diye kikore loke fuchka khai seta bujhina! :Papiya
Deleteঠিক ঠিক, পাপিয়া।
Deleteএই প্রিয় দীর্ঘশ্বাসটা একঘর আমারও। প্রিয় মরসুম ক্রিসমাস। আর দিল্লিতে মাছ কোথায় কোথায় পাওয়া যায়- হাম্কো পতা হ্যায়! :D
ReplyDeleteপাদটীকাঃ আপনার আপাতত দু কপি বই দিল্লি বইমেলায় বিক্রি হয়েছে। আরও হবে। :D মুবারক
বাঃ, সকাল সকাল বেশ ভালো খবর দিলেন, থ্যাংক ইউ, সৌরাংশু।
Deleteইকি, বাঙালিদের নিয়ে অ্যাত্তো বড় একটা লিস্টে সৌরভ গাঙ্গুলি নেই?
ReplyDeleteআরে, এ লিস্টটা তো এই অধম বাঙালির পছন্দঅপছন্দ দ্বারা প্রভাবিত হয়েছে, দেবাশিস।
DeleteBiryani ta ekghor, ar priyo sobde "R" er jaigai "L" hobe!!
ReplyDeleteহাহা অর্ণব, আমিও লিখতে লিখতে সেটাই ভাবছিলাম।
Deleteপাপিয়ার কমেন্টের শেষ লাইনটা একেবারে সত্যি। পড়তে পড়তে সম্প্রতি ঘটা একটা অভিজ্ঞতা মনে হল। একটা রান্নার শোতে এক মহিলা এসেছেন, দশবছর ধরে আমেরিকাপ্রবাসী। হোস্ট - বাব্বাঃ, দশবছর! বাংলাভাষা মনে আছে? রাঁধুনি হেসে জিব চিবিয়ে অবাঙ্গালী ঢংএ উত্তর দিলেন, হ্যাঁ--, ভুলিনি--, তবে ওখানে তো সব সময় ইংরাজী বলতে হয়, তা--ই বাংলাটা --মানে--, এখন ঠিক--। অমর্ত্য সেন, কেতকী কুশারী-- এঁদের কথা তো বাদই দিলাম, আমাদের ঘরের ছেলেপুলেরা, যারা বহুদিন ধরে দেশে না এসেও তোড়ে আড্ডা দেয় বাংলায়, ঝগড়া বা প্রেম - সবই বাংলায় চালিয়ে যায়, তারা বোধহয় আর মানুষ হল না।
ReplyDeleteআমার বিশ্বাস, মালবিকা, দশবছর আগেও ওঁর বাংলাটা --- মানে ----, ঠিক---
Delete১। সারাদিনের চায়ের গুনতিঃ শূন্য। আট-দশ কাপ ব্ল্যাক কফি।
ReplyDelete২। চায়ের সঙ্গে প্রিয় টাঃ মুখরোচকের ঝাল চানাচুর।
৬। প্রিয় ঋতুঃ গ্রীষ্ম
৮। প্রিয় অবসরঃ দিবাস্বপ্ন
৯। প্রিয় খেলাঃ ক্রিকেট
১২। প্রিয় শব্দঃ লুচি
১৩। অপ্রিয় শব্দঃ ডিভিডেন্ড ও ডিবেঞ্চর
১৪। প্রিয় অসুখঃ নেই
১৫। প্রিয় ওষুধঃ নেই
১৬। প্রিয় ফাংশানঃ নেই
১৭। বাঙালি পুরুষের যা থাকলে তাকে ভালোলাগেঃ ?
২১। প্রিয় মিষ্টিঃ রাবড়ি
২৩। প্রিয় পুজোঃ পেট
২৪। প্রিয় প্রসাদঃ পাঁঠা
২৫। প্রিয় দোকানঃ যেকোনও বূকশপ
২৬। প্রিয় স্লোগানঃ Watched cricket. Passed exams. Got a job.
২৭। প্রিয় আচারঃ লঙ্কার।
২৯। প্রিয় সাহেবঃ ডগলাস অ্যাডামস
বাপির টক মিষ্টি চানাচুর যে বলনি এই জন্য হাই ফাইভ। চানাচুর হবে নাকেচোখে জল এনে দেওয়া, পষ্টাপষ্টি ঝাল, টকমিষ্টি আবার কীসের? রাবড়ি বড় ভালো জিনিস, সত্যি। আর গরমকাল ভালোলাগে দেখে সত্যি হাঁ করেছি। ভালো লাগে ওই প্যাচপেচে ঘামে চটচটে হয়ে বসে থাকতে?
DeleteIye mane pithe kulo r kane tulo gu(N)je bolchhi, amar o fav kaal gorom kaal.. tobe oi bhadra aswin er oirokom roddur noi, ekdom cha(N)di fata roddur, gham ta shukiye omni balti balti jol dhalar ki aram, r dupur belay ghor andhokar kore matite shoya.. apochhonder kaal borsha r sheet.. :Papiya
Deleteআমি বুক ঠুকে বলছি, বাঙালিদের মধ্যে এই পাপিয়া আর অভিষেক ছাড়া তিনটে লোক পাওয়া যাবে না, যাদের গরমকাল ভালো লাগে। তার ওপর আবার বর্ষা খারাপ লাগে!
Deleteকিন্তু কিন্তু করে বলব কি? তিন নং লোকটা হলাম আমি। আমারও বরং গরমের হাঁস্ফাস্ পছন্দসই, শীতের ঠক্ঠকি থেকে। তবে বর্ষা অপছন্দের নয়।
Deleteনাঃ, বাঙালিদের কিছুই চিনি না দেখা যাচ্ছে।
DeleteGaram kal bhalo lage. Chhotobelay bistor Football khele ghemeneye eksha hotam... Sei theke bodhhoy subconscious a ghormakto howar protii taan tairi hoyechhilo.....seta ekhon garam kaale chhara hoyna. :)
Deleteহাহাহা, ঘাম ভালো লাগার এই কারণটা জব্বর। ঠিকই বলেছেন, খেটেখুটে যে ঘাম হয় সেটা মন্দ নয়। কিন্তু ঘুরন্ত ফ্যানের তলায় বসে বসেও যে ঘামটা দরদর করে কপাল থেকে গড়াতে থাকে সেটার থেকে জঘন্য ব্যাপার আর কিছু হয় না।
DeleteKi jani amaro gorom ta kharap lage na. Age, jokhon college e portam, pichgola rod e ek km here, dokane ruti- soya bin kheye train e these mess e firtam. Ek der bochhor room e fan rakhini. Asole gorom na porle na, Ami kaj korte Pari na. Tha tha gorom, ar ekmone kaj... Kothay jeno mil achhe.
Deleteআরে হীরক, আমার এক বন্ধুও তোমার মতো বলত। বলত ফ্যান চালালে বইপত্রের পাতা ফরফর করে উড়লে পড়তে অসুবিধে হয়, তাই সে জ্যৈষ্ঠ মাসেও ফ্যান চালাত না।
DeleteAbhishek, hoi ni, hoi ni, fail!
Deleteএই হচ্ছে আমার লিস্ট। আমার পোস্ট করা লঙ্গেস্ট কমেন্ট এভার।
ReplyDelete১। সারাদিনের চায়ের গুনতিঃ শুন্য।
২। চায়ের সঙ্গে প্রিয় টাঃ নট অ্যাপ্লিকেব্ল।
৩। মারি না মেরি? ব্রিটানিয়া-মারি বলি আর ওদিকে মেরি-বিস্কুট বলি।
৪। চায়ে ডুবোনো না শুকনোঃ ডুবিয়ে। মায়ের চায়ের কাপে। (ইফ অ্যাভেইলেব্ল)
৫। প্রিয় আওয়াজঃ সুমন।
৬। প্রিয় ঋতুঃ বর্ষা
৭। প্রিয় ব্যস্ততাঃ ল্যাপটপ খুলে আধ-শোয়া হয়ে কিছু না করা।
৮। প্রিয় অবসরঃ ল্যাপটপ খুলে আধ-শোয়া হয়ে কিছু না করা।
৯। প্রিয় খেলাঃ ক্রিকেট
১০। সুপ্ত দেমাকঃ বাঙাল রান্নার অ্যাভারেজ কোয়ালিটি।
১১। গুপ্ত ঈর্ষাঃ কবিতা মুখস্ত রাখতে পারার গুণটা।
১২। প্রিয় শব্দঃ রবিবার।
১৩। অপ্রিয় শব্দঃ ফাইল/করেস্পন্ডেন্স।
১৪। প্রিয় অসুখঃ হালকা জ্বর।
১৫। প্রিয় ওষুধঃ নেই।
১৬। প্রিয় ফাংশানঃ নেই।
১৭। বাঙালি পুরুষের যা থাকলে তাকে ভালোলাগেঃ অ্যাবসেন্স অফ মাতব্বরি
১৮। বাঙালি নারীর যা থাকলে তাকে পছন্দ হয়ঃ অ্যাবসেন্স অফ মাতব্বরি
১৯। প্রিয় সান্ত্বনাঃ রবীন্দ্রনাথ।
২০। প্রিয় বঞ্চনাঃ সৌরভ গাঙ্গুলি।
২১। প্রিয় মিষ্টিঃ রসগোল্লা। নর্মাল টেম্পারেচারের। ফ্রিজেরটা একদম নয়।
২২। প্রিয় লজেন্সঃ আদা (কোইনসাইডিং উইথ অবান্তর)
২৩। প্রিয় পুজোঃ দুর্গা
২৪। প্রিয় প্রসাদঃ খিচুড়ি বেগুনভাজা ফুলকপির তরকারী।
২৫। প্রিয় দোকানঃ আদি সুতৃপ্তি, দেশপ্রিয় পার্ক।
২৬। প্রিয় স্লোগানঃ এই/ওই আর কী।
২৭। প্রিয় আচারঃ আমের মিষ্টি আচার। শুধু খাওয়ার জন্যে।
২৮। প্রিয় বিচারঃ সঙ্গীত।
২৯। প্রিয় সাহেবঃ আর্থার কনান ডয়েল। সম্ভবত।
৩০। প্রিয় বাঙালিঃ সত্যজিৎ রায়।
ভীষণ দেরি করে উত্তর দিচ্ছি, কিন্তু সে দোষ তোমার উত্তরের নয়, তন্ময়। ফাইল/করেসপন্ডেন্স শুনে মনে হছে, সরকারি চাকরি কি? আমার একবার তালেগোলে কিছুদিন এক সরকারি অফিসে কাজ করতে হয়েছিল, বাপরে বাপরে বাপ, ফাইলের ঠ্যালায় অন্ধকার। বর্ষা হাই ফাইভ, বাঙাল রান্না হায়ার ফাইভ, মাতব্বরির প্রতি বিরাগ হায়েস্ট ফাইভ। খুব ভালো লাগল তোমার লিস্ট পড়ে।
Deleteপ্রবাসে থাকলে বাঙালিত্বটা বোধহয় বেড়ে যায়, অন্তত অনেকের ক্ষেত্রে। তখন নিজের বাঙালি পরিচয়টা জাহির করার জন্য অনেক কিছু করি আমরা (আমি তো করিই)। কলকাতায় থাকতে কোনদিন আনন্দবাজার-বর্তমান ছুঁয়েও দেখতামনা। নাক উঁচু স্টেটসম্যানই ছিল পছন্দ। এখন রোজ ইন্টারনেটে অন্তত একবার আনন্দবাজারে চোখ না বোলালে ভাত হজম হয়না।
ReplyDeleteহাহা, এটা ঠিক বলেছেন, তথাগত।
Deleteএকটু অদল বদল করে:
ReplyDelete১। সারাদিনের চায়ের গুনতিঃ দুই থেকে চার. দুধ ছাড়া চিনি দিয়ে!
২। চায়ের সঙ্গে প্রিয় টাঃ মারি বিস্কুট।
৩। মারি না মেরি? মারি।
৪। চায়ে ডুবোনো না শুকনোঃ লোকসমক্ষে লুকিয়ে লুকিয়ে একটু ডুবিয়ে নিয়াওয়া, একলা ঘরে ডুবিয়ে।
৫। প্রিয় আওয়াজঃ গান
৬। প্রিয় ঋতুঃ শীত
৭। প্রিয় ব্যস্ততাঃ বই পড়া
৮। প্রিয় অবসরঃ দিবাস্বপ্ন। ঘুম।
৯। প্রিয় খেলাঃ ক্রিকেট
১০। সুপ্ত দেমাকঃ হায়দরাবাদি, আওয়াধি, লখনওয়ি – বিরিয়ানি যদি খেতেই হয় তবে কলকাতা বিরিয়ানি ছাড়া আর কিছু খাওয়ার মানে হয় না। মাংস আর ভাতটা তো কথা নয়, কথাটা হচ্ছে আলু আর গোটা ডিমসেদ্ধ। High five!
১২। প্রিয় শব্দঃ রুচি
১৩। অপ্রিয় শব্দঃ ব্যবসাবুদ্ধি
১৪। প্রিয় অসুখঃ অম্বল
১৫। প্রিয় ওষুধঃ জেলুসিল/Nux Vomica
১৬। প্রিয় ফাংশানঃ Gaaner function
১৭। বাঙালি পুরুষের যা থাকলে তাকে ভালোলাগেঃ চশমা/Gonfh
১৮। বাঙালি নারীর যা থাকলে তাকে পছন্দ হয়ঃ রসবোধ/ ধলো ধলো কাঁচা অঙ্গের লাবনী
১৯। প্রিয় সান্ত্বনাঃ নোবেল
২০। প্রিয় বঞ্চনাঃ নেতাজী
২১। প্রিয় মিষ্টিঃ গরম রসগোল্লা/নলেন গুড়ের sondesh
২২। প্রিয় লজেন্সঃ আদা/ঝাল logenze
২৩। প্রিয় পুজোঃ পেট
২৪। প্রিয় প্রসাদঃ শিন্নি
২৫। প্রিয় দোকানঃ বাটা
২৬। প্রিয় স্লোগানঃ আরে পড়াশোনা না থাকলে যা হয়
২৭। প্রিয় আচারঃ কুল
২৮। প্রিয় বিচারঃ দুর্বলের কাছে সবলের পরাজয়/বুদ্ধির কাছে শক্তির
২৯। সামনে পেলে গুলি করে মারতাম: Televisioner আবিষ্কর্তা, John L Baird.
৩০। প্রিয় বাঙালিঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
হাহা রুণা, দারুণ লিস্ট। আমি টেলিভিশনের আবিষ্কর্তাকে মারধোর করতাম না, তবে ইদানীং একটা জিনিসের বিজ্ঞাপন দেখছি টিভিতে, রিমোটের সঙ্গে হেডফোন, যেটা কানে গুঁজে দিলে আপনি যা দেখছেন তার আওয়াজ শুধু আপনার কানেই ঢুকবে, বাকিদের জ্বালাবে না---এই বস্তুটা যিনি আবিষ্কার করেছেন তাঁর দু'গালে দুটো চুমু খেতাম।
Deletekoto post jome geche Abantor e. ektu ektu kore updated hochi. erom adyopanto bangali post e comment ta timely korte parini bole ekhoni comment kore dukkho metalam. ebar dekhchi Abantor er jonyoi banglay type ta sikhte habe.. - Bratati
ReplyDelete1. Cha 2 cup with milk only. Black coffee 2 cups.
2. ekhane Marie biscuit or rusk r desh e thakle bishom jhal chanachur.
3. Agree
4. Bhishon bhabe ekmot
5. Amar 3 bochhorer konyar hasi r “ma” daak, bishesh kore jokhon saradin por bikele dekhi
6. Desh e winter, ekhane summer
7. kaaj (jeta nesha + pesha)
8. Boi pora
9. Sudoku
10. Bangal ranna- jodio sobsomoy supto rakhte parina, yey mane ghoti husband ke bole feli r ki, politically correct howa sikhte habe !!
12. agree
13. Ashobhon (eta bhishon apekshik r misused)
14. jwor
18. boyosh e chhoto hole sneho kora
21. rasmalai, nolen gurer rosogolla
23. durga pujo
25. bookshop
26. highest five !! ami ektu palte diye boli: shiksha-diksha na thakle ja hoy r ki
27. aamer mishti achar
29. thik-thik
30. ekmot.
ব্রততী, তোমার কাজ তোমার নেশা ও পেশা জেনে কী যে ভালো লাগছে, আমার যদি এমন হত, হায় রে।
Deleteতোমার বাকি উত্তরগুলোও খুব পছন্দ হয়েছে আমার। বেশিরভাগই তো মিলেছে দেখছি। তবে সুডোকু আমার ভীষণ শক্ত লাগে। অবান্তর পড়া নিয়ে চিন্তা কোরো না, সময় নিয়ে ধীরেসুস্থে পোড়ো। আর বাংলায় টাইপ করা নিয়ে বলি, ওটা শেখার কিছু নেই, খুব সোজা ব্যাপার। একবার অভ্যেস করে নাও, দেখবে আর এই বাংরেজির দিকে তাকাতেই ইচ্ছে করবে না।