Merry Christmas. Sobai Koto anondo korchhe ar Ami vomboler Moto lab pahara dichchi. Bag e cake dhukiye rekhechilam.. Dekhi pipre dhuke khachche.. Ki vaggi laptop tay dhoke Ni..kopal kharap ar Ki.
দিল্লিতে ছিলাম না, তাই উত্তর দিতে অনেক অনেক দেরি হয়ে গেল, হীরক। ভেরি সরি। তুমি বড়দিনের দিন কত পুণ্য করলে বল দেখি? কতগুলো পিঁপড়ে তোমার ব্যাগের কেক খেয়ে তোমাকে কত আশীর্বাদ করল?
হাহাহাহা, এইটা তো জানা ছিল না, সত্যিই তো, শুধু টুপি পরলেই হবে? হাবভাবটা ঠিক ঠিক নকল করতে হবে না? দারুণ বলেছ, দেবশ্রী। তোমাকেও অনেক অনেক বিলম্বিত শুভেচ্ছা। উত্তর দিতে দেরি হল বলে প্লিজ রাগ কোর না। আমি সত্যি সরি।
আপনাদেরও বড়দিন ভালো কাটুক। দিল্লী কি সর্দি এনজয় করুন। আমি আপাতত হুগলিতে বসে বাড়িতে বানানো কেক খাচ্ছি।
ReplyDeleteবাঃ, আপনার তো দারুণ কাটছে শীত তার মানে। অভিনন্দন।
DeleteCaketa baro bhalo dekhte :-)- tinni
ReplyDeleteখেতে আরও ভালো রে, তিন্নি। আমরা এত বেশি খেয়ে ফেলেছি যে দুপুরের লাঞ্চ অনিশ্চিত হয়ে গেছে।
DeleteMerry Christmas and Happy New Year!
ReplyDeleteসেম টু ইউ, রণদীপ! খুব খুব ভালো কাটুক তোমার বড়দিন আর নতুন বছর।
DeleteArre, amrao ekkhuni thik etai khachchhi! Cha at Christmas cake! Lobhey pore onekta cake kheye ekhon lunch khete parbo na mone hochche.
ReplyDeleteMerry Christmas tomader! Ei thanday khub kore lep muri diye cha khao ei kamona kori!
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বিম্ববতী। তোমাদেরও দিনটা ভালো কেটেছে আশা করি।
Deleteশুভ বড়দিন কুন্তলা। :)
ReplyDeleteঅনেক অনেক মজা করুন।
আপনিও, অরিজিত।
DeleteBah! Amrao pratorash e cake khelam. Sathey home made dhokla. Dupure maacher paturi hochhey. Raaater jonyo kabab. Borodin mondo katbey na :) Merry Christmas! Happy Jishupujo!
ReplyDeleteহ্যাপি যিশুপুজো, সোমনাথ! তোমাদের তো আজ দারুণ মেনু সারাদিন। খুব লোভ দিলাম।
Deletemerry christmas to kuntala di ar abantor er baki sobai ke. :)
ReplyDeleteঅবান্তরের সকলের পক্ষ থেকে তোমাকেও বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, কুহেলি।
Deleteআর দিল্লি বইমেলাতেও আসুন আর অবান্তর কিনুন...
ReplyDeleteMerry Christmas. Sobai Koto anondo korchhe ar Ami vomboler Moto lab pahara dichchi. Bag e cake dhukiye rekhechilam.. Dekhi pipre dhuke khachche.. Ki vaggi laptop tay dhoke Ni..kopal kharap ar Ki.
ReplyDeleteদিল্লিতে ছিলাম না, তাই উত্তর দিতে অনেক অনেক দেরি হয়ে গেল, হীরক। ভেরি সরি। তুমি বড়দিনের দিন কত পুণ্য করলে বল দেখি? কতগুলো পিঁপড়ে তোমার ব্যাগের কেক খেয়ে তোমাকে কত আশীর্বাদ করল?
DeleteHmm sei.. Gotokal Amar paperta back korlo kina ..
Deleteএই যাঃ। ঘাবড়িও না, হীরক। এগুলো কী যেন বলে, পার্ট অফ দ্য গেম। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানালাম।
DeleteMerry Christmas tomakeo r abantor-er shabai-ke....amra cake kheye, Santar kach theke gift niye dibbi katalam kal...aar jano to Monkey tupi porle kintu shara ga chulkate hay...eta mone rekhe poro :)
ReplyDeleteহাহাহাহা, এইটা তো জানা ছিল না, সত্যিই তো, শুধু টুপি পরলেই হবে? হাবভাবটা ঠিক ঠিক নকল করতে হবে না? দারুণ বলেছ, দেবশ্রী। তোমাকেও অনেক অনেক বিলম্বিত শুভেচ্ছা। উত্তর দিতে দেরি হল বলে প্লিজ রাগ কোর না। আমি সত্যি সরি।
Deleteকাশ্মীর গিয়ে কেক খেতে হবে -"ইয়ে কলকাতা উইন্টার ঝুঠা হ্যায় !"
ReplyDeleteগ্রেট মেন থিঙ্ক...ইত্যাদি...ইত্যাদি...
Deletehttps://twitter.com/mtanmay/status/547821074218377216
কাশ্মীর যেতে হবে না, দিল্লি চলে আসুন কুন্তল। আপনাকে আমি প্রপার শীতের কেক খাওয়াব।
Deleteবিলেটেড মেরি ক্রিসমাস। দিল্লির ডিসেম্বর নাকি বাঘের বাচ্চা।
ReplyDeleteতোমাকে বাড়াবাড়ি রকম বিলেটেড শুভ ক্রিসমাস, তন্ময়। এ বছর যেমন পড়েছে তাতে আর বাচ্চা মনে হচ্ছে না, ফুলসাইজ কেঁদো বাঘ।
Deletekhubi oniomito hoe porechhi, barodiner shubhechhao somoimoton janate parlam na...
ReplyDeletecake darun.. diner suru dekhei bojha jachhe tomader darun ketechhe... 2015 - notun bachhor khub bhalo katuk.. agam shubhechha rekhe gelam... :-)
আরে আমিও কিছু নিয়মের পরাকাষ্ঠা দেখাইনি, ইচ্ছাডানা। বেশ কিছুদিন ডুব মেরেছিলাম। আপনারও বড়দিন ভালো কেটেছে আশা করি।
Delete