সাপ্তাহিকী
শান্তি দেবতারই ভোগ্য, মানুষের জীবনকে অর্থ দেয় শুধু প্রচেষ্টা।
---বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্তঃ কবি
কুম্ভমেলায় হারিয়ে যাওয়া যমজ সহোদরের মত আমাদের দুনিয়ারও যদি কোনও সহোদর থাকে?
আর যদি সে দুনিয়ার সবাই বেঞ্জামিন বাটনের মতো হয়? আমরা ছোট থেকে বুড়ো হই, ওরা বুড়ো
থেকে ছোট হয়?
Listen and Nod. শুধু ঘ্যানঘেনে
নালিশ-করিয়েদের জন্য কেন, আমার মতে পৃথিবীর বেশিরভাগ মানুষকে মোকাবিলা করারই এটাই
অস্ত্র।
অ্যামাজনের কর্মী।
তবে মানুষকর্মীদের মতো এরা একঘণ্টার লাঞ্চব্রেককে টেনে আড়াইঘণ্টার বানায় না।
'দ্য লিটল প্রিন্স' সিনেমা হয়ে আসতে চলেছে খুব শিগগিরই। আমাকে অবশ্য সাবটাইটল দিয়ে দেখতে হবে।
বাকিংহাম প্যালেসের
বাসিন্দাদের কারও সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেলে ফস করে তাকে জড়িয়ে ধরতে যাওয়ার আগে
এই নিয়মগুলো পড়ে নিন।
জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। আজকের প্ল্যান কি? আবার কোথাও খেতে যাবেন নাকি?
ReplyDeleteথ্যাংক ইউ, থ্যাংক ইউ, দেবাশিস। খুব ভালো লাগল আপনার শুভেচ্ছা পেয়ে। নাঃ খেতে যাচ্ছি না। এই তো লালশাক, ডালসেদ্ধ, সয়াবিনের তরকারি আর মুরগির ঝোল দিয়ে ভাত খেয়ে উঠলাম।
Deletetomar ajke budday bujhi. happy birthday kuntala di. khub bhalo theko :)
ReplyDeleteআজ না কুহেলি, আগামীকাল। তোমার শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Delete