বাড়িওয়ালার গাছ, তিনিই পেড়ে দিলেন, চুপকথা। আমি খালি রান্না করেছি। ভেজ তো দুপুরে, তাও একজনের অফিস ছিল বলে। এখন দু'জনেই বাড়িতে এখন পাঁঠার ঝোল দিয়ে ভাত খাওয়া হবে।
এটা সর্ষে পোস্ত দিয়েই বানিয়েছি, ঊর্মি। দিতে তো বলা যাবে না, যা দেবে তাই হাসিমুখে নিয়ে নিতে হবে। তবে অন্য কোথাও সজনেফুলের সন্ধান পেলে নিশ্চয় বাড়ি এনে ভেজে খাব। থ্যাংক ইউ।
danta gulo nije parle gachh theke? By the way eid er dine veg khaowata ki uchut holo? Dhomme soibe na..
ReplyDeleteবাড়িওয়ালার গাছ, তিনিই পেড়ে দিলেন, চুপকথা। আমি খালি রান্না করেছি। ভেজ তো দুপুরে, তাও একজনের অফিস ছিল বলে। এখন দু'জনেই বাড়িতে এখন পাঁঠার ঝোল দিয়ে ভাত খাওয়া হবে।
Deleteaha. tinni
Deleteমনে পড়ে গেল, আমাদের বাড়িতেও ছিল সজনেগাছ, আমাদের অনেক ডাটা ফুল ইত্যাদি খাইয়েছে সে| তবে ভীষণ শুয়োপোকা ধরে বলে কেটে ফেলতে হল|
ReplyDeleteসে সমস্যাটা হয় শুনেছি, অন্বেষা, সুখের কথা আমাদের ঘরে কখনও শুঁয়োপোকা ঢোকেনি।
Deleteবাঙালির সজনের চেয়ে আলু-প্রেম বিশেষভাবে বেশী
ReplyDeleteতা ঠিক, হংসরাজ।
Deletebah bah... khub priyo jinis... posto diyeo khub bhalo hoy... porer baar ful dite bolo... bheje kheo... bhalo lagbe...
ReplyDeleteএটা সর্ষে পোস্ত দিয়েই বানিয়েছি, ঊর্মি। দিতে তো বলা যাবে না, যা দেবে তাই হাসিমুখে নিয়ে নিতে হবে। তবে অন্য কোথাও সজনেফুলের সন্ধান পেলে নিশ্চয় বাড়ি এনে ভেজে খাব। থ্যাংক ইউ।
Deleteami ei prothom data gach dekhlam. amar data khete motei bhalo lage na, chibote boro porishrom.
ReplyDeleteসেটা ঠিকই বলেছ কুহেলি।
Delete