সাপ্তাহিকী
শিল্পী: Tatsuo Horiuchi
যদি বলি ওপরের ছবিটা এঁকেছেন একজন তিয়াত্তর বছর বয়সী শিল্পী তাহলে অনেকেই অবাক হবেন না। কিন্তু ওপরের ছবিটা কীসে আঁকা হয়েছে সেটা শুনেও যদি কেউ অবাক না হন, তাঁদের প্রতি আমার প্রণাম রইল।
Time is a created thing. To say 'I don't have time,' is like saying, 'I don't want to.
---Lao Tzu
সারাদিন কে কেমন করে সময় কাটায় সেটা জানার জন্য এ রকম স্টাডি চমৎকার।
আমি এই সবার পরামর্শ শুনে বেশি বেশি জল খেতে শুরু করলাম, এখন এরা বলছে বেশি জল খাওয়ার নাকি কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
বাটার হিসেব অনুযায়ী আমার পায়ের মাপ সাড়ে পাঁচ। কাজেই আমার জুতো কেনা সমস্যাজনক। সে সমস্যা মেটাতে ভাবছি এই জুতোটা কিনব এবারের পুজোয়।
এ সপ্তাহের গান।
bhalo saptahiki... excel painting r youtube video ta share korlam
ReplyDeleteধন্যবাদ, প্রিয়াঙ্কা।
Deleteবলতে বাধ্য হচ্ছি একজন প্রায় চোখবোজা শিল্পী আমার মত অধমের চোখ খুলে দিলেন। খুব কালারফুল।
ReplyDeleteএকমত, অনির্বাণ।
Deleteসবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা লাগলো সেটা হচ্ছে এক্সেলে পেইন্টিং |
ReplyDeleteআর সানলাইট পেইন্টিং টাও |
সত্য সেলুকাস , কি বিচিত্র এই ....
ছবিগুলো সত্যি আশ্চর্য হওয়ার মতোই, হংসরাজ।
Deleteami file download koreo dekhlam .. kono data nei .. kivabe ei chhobiguli aanka holo tar technique ta jante echchhe hochche
ReplyDeleteশিল্পী বোধহয় সে রহস্য ফাঁস করতে চান না, হীরক।
Delete