পনেরোটি মিথ্যে . . .
উৎস গুগল ইমেজেস
. . . যা আমি নিজেকে অহরহ বলে থাকি।
১। কালকের দিনটা আজকের দিনের
থেকে লম্বা হবে। আজকের দিনটা চব্বিশ ঘণ্টার ছিল, কালকের দিনটা অন্তত ছাব্বিশ ঘণ্টার হবে।
কারণ আজ আমি যে কাজগুলো সময়ের অভাবে করে উঠতে পারিনি - রেওয়াজ, ব্যায়াম এবং পড়াশুনো - সেগুলো সব আমি কাল করব।
২। প্রতি বছর
শারদীয়া আনন্দমেলা আমাকে কিনতেই হবে, কারণ শারদীয়া
আনন্দমেলার সঙ্গে আমার শৈশব কোনও না কোনও ভাবে জড়িয়ে আছে।
৩। আমি দিনের পর দিন ঠাকুমাকে
ফোন না করলেও ঠাকুমা ঠিকই বুঝবেন যে আসলে আমি তাঁর কথা রোজ ভাবি। তাঁর চোখের সামনে
যখন ছিলাম, তখনকার মতোই, কিংবা তার
থেকেও বেশি ভালোবাসি।
৪। অর্চিষ্মান আমাকে যতখানি
মাতৃমুখী এবং মাতৃনির্ভর মনে করে আমি আসলে অতখানিও নই।
৫। আমার
প্রতিশোধস্পৃহা নেই।
৬। আমি এখন আমার জীবনের অন্যতম
সুখের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। অতীতের পরাজয়ের স্মৃতি আমাকে আর অবিরত ধাওয়া করে
না।
৭। পরের লং উইকএন্ডে আমি বাড়ি
গোছাব। বিলোনোর জন্য যে জামাকাপড়গুলো গত একবছর ধরে গুছিয়ে রাখা আছে সেগুলো
যথাস্থানে পৌঁছব।
৮। এই শেষ। পরের বার হলে সিনেমা
দেখতে এসে তিনশো টাকা দিয়ে তিন মুঠো পপকর্ন আমি আর কিনব না। এ জিনিস করা মানে
অন্যায়কে প্রশ্রয় দেওয়া। অন্যায় যে করে আর অন্যায় যে সহে . . .
৯। এক প্যাকেট ক্রিম ক্র্যাকার
রীতিমত বৈধ ডিনার। বিশেষ করে বাড়িতে একা থাকলে।
১০। পৃথিবীতে পড়ার জন্য এত বই
আছে, আর সময় এত কম।
আগাথা ক্রিস্টি আর সত্যজিৎ রায়ের একশোবার পড়া বইগুলো আবার পড়ে সে দুর্মূল্য সময়
আমি নষ্ট করব না।
১১। আমি যদি আমার সমস্যাগুলোকে
সমস্যা বলে স্বীকার না করি তবে তারা নিজে নিজেই সমাধান হয়ে যাবে।
১২। মগজের থেকে মনের কথা শুনে
চলা সবসময়েই ভালো।
১৩। স্বত্ব আর সত্ত্ব-র বানান
এবং অর্থের পার্থক্য নিয়ে আমি আত্মবিশ্বাসী। প্রতিবার ব্যবহার করার আগে অভিধান
খুলে দেখার কোনও প্রয়োজনই বোধ করি না।
১৪। আমার সময় আছে। যদিও আর দু’মাস পর আমার
পঁয়ত্রিশ হবে। যদিও আমি জানি গত পঁয়ত্রিশ বছর যে গতিতে কেটেছে আগামী পঁয়ত্রিশ বছর
তার থেকে পঁয়ত্রিশ গুণ দ্রুত কাটবে। তবু আমার সময় আছে। দায়িত্ব পালন করার,
স্বপ্ন পূর্ণ করার। অনেক, অনেক সময় আছে।
১৫। আমি চেষ্টা করছি। আমার
যতটুকু সামর্থ্য আছে, যতখানি সময় আছে, যে পরিমাণ সদিচ্ছা আছে, সবটুকু দিয়ে আমি যথাসাধ্য চেষ্টা করছি।
Ha ha.. Eta just durdanto
ReplyDeleteদুর্দান্ত কি না জানি না, তিন্নি, তবে নিখাদ সত্যি।
Deleteবাহ্, বেশ সুন্দর ও গোছাল মিথ্যা। এসব মিথ্যার একটা বড় গুণ হল, এগুলো ব্যর্থ হওয়ার কষ্টের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করে।
ReplyDeleteসেটাই উদ্দ্যেশ্য, আরাফ।
Delete১৫ নম্বরেরটা। মানে জাস্ট ...
ReplyDeleteঠিকই ধরেছ, সোমনাথ। ওই মিথ্যেটা . . .
Deleteঅনেকগুলোই মিলছে, বলাই বাহুল্য। বিশেষ করে ১, ৭, ১০, ১১, ১৪, ১৫ টা ভীষণ চেনা। ২ নম্বরটা কয়েকবছর আগে পর্যন্ত মিলত, সম্প্রতি কাটিয়ে উঠেছি। খুব ভাল লাগল পড়ে।
ReplyDeleteধন্যবাদ, সুগত।
Delete1, 4, 5, 6, 7, 11, 12, 14, 15. er modhye 6, 14, 15 ta bodhoy ektu beshi beshi convince korte hoy..
ReplyDeleteসে তো করতেই হয়, কুহেলি।
Delete14 ta mithye noy, life starts at 40, kajei tumi ekhono janmao i ni, aneeek time ache :D
ReplyDeleteতোমার মুখে চপ কাটলেট পড়ুক, কাকলি।
Deleteআমার সময় আছে ... যদিও এই আমার তেত্রিশ হল, তবুও সময় আছে...... হে হে হে | ১৪ নম্বরটা সবচেয়ে সত্যি |
ReplyDeleteমোটে তেত্রিশ? তোমার সত্যি সময় আছে, অন্বেষা।
Deletekhub bhalo laglo lekha ta pore - ei mithye gulo na thakle onek shotyi meaningless!
ReplyDeleteতা বটে, কেকা।
Deleteami ajkal anandamelar moha partially katiye uthechhi. Mane magazine ta kinina but online e keu upload korlei down load kore pori.. Tobe eta sotyi e je notun anandamelar theke amader chhotbelar anandamela gulo onek onek bhalo..
ReplyDeleteOn that note ei site ta try korte paro. www.dhulokhela.com prochur purono magazine peye jabe chhotobelar.
থ্যাংক ইউ, চুপকথা। আমি এখনও কিনে পড়ার চেষ্টা করছি। দেখা যাক কদিন পারি।
Deleteঅভাগা! অভাগা! নিশ্চয়ই আমার কপাল অভাগা। নাহলে এরকম একখানা সোনার খনীর খোঁজ এতদিন পাইনি কেন?
ReplyDeleteহাহা মিজানুর, খোঁজ অবশেষে পেয়েই গেছেন যখন, আশা করি আশেপাশেই থাকবেন। অনেক ধন্যবাদ। খুব ভালো লাগল আপনার মন্তব্য পেয়ে।
Deleteআবারো বাণান ভূল। মিজানুর ণই। ওইটী হবে মিযানুর...
Deleteদুঃখিত।
Deleteanek milechhe, tobe ekta boro mithye jodi hoto amar belay "Ami Facebook kori na "... :Papiya
ReplyDeleteএইটা ভালো মিথ্যে, পাপিয়া।
DeleteBarring a few, সবকটি সত্যি
ReplyDeleteগুুড, রাই।
DeleteKuntaladi, Fatafati. Sudhu ei post tar jonyo noy kintu..
ReplyDeleteহাহা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পৃথা বি নাম দেখে আমি যেটা সন্দেহ করছি সেটাই কি ঠিক?
Delete