কুইজঃ বইটা কী? (উত্তর প্রকাশিত)





এই কুইজটা দেখে থেকে ইচ্ছে হচ্ছিল বাংলা বই নিয়ে এরকম একটা কুইজ অবান্তরে ছাপার। অবশেষে হল। নিচে দশটা বইয়ের নাম (উপন্যাসের, প্রবন্ধ সংকলনের, ভ্রমণকাহিনির, আত্মজীবনীর) স্বরবর্ণ এবং স্পেস মুক্ত করে দেওয়া হল। আপনাদের আসল নামটা বার করতে হবে। (রচয়িতার নাম বললে এক্সট্রা হাততালি)। 

প্রশ্নপত্র সোজা হয়েছে প্রতিবারের মতোই। তবু একটা ছোট টিপ দিয়ে রাখি, শব্দগুলো জোরে জোরে উচ্চারণ করলে আসল নামটা ঝপ করে নাগালে এসে যাবে। উত্তর বেরোবে বুধবার সকাল আটটায়, ততক্ষণ কমেন্ট মডারেশন চালু থাকবে। 

অল দ্য বেস্ট। 

*****


১। দবচধরন

২। বষদসনধ 

৩। সজনহরবল 

৪। পলম 

৫। তনকড়দশ

৬। সপরবনরসর* (এই হিন্টটা আগে "সপরগছরসর" ছিল, যেটা ভুল। অসুবিধের জন্য ক্ষমাপ্রার্থী।)

৭। জগর

৮। পথরদব

৯। ললশল

১০। শনবরনর

*****

উত্তর

১। দেবী চৌধুরানী/ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২। বিষাদসিন্ধু/ মীর মোশারফ হোসেন
৩। সুজন হরবোলা/ সত্যজিৎ রায়
৪। পালামৌ/ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
৫। তিন কুড়ি দশ/ অশোক মিত্র
৬। সুপুরিবনের সারি/ শঙ্খ ঘোষ
৭। জাগরী/ সতীনাথ ভাদুড়ী
৮। পথের দাবী/ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৯। লালশালু/ সৈয়দ ওয়ালীউল্লাহ্‌
১০ শুন বরনারী/ সুবোধ ঘোষ


Comments

  1. - debi chaudhurani - BC
    - bishadsindhu - mir mosharraf
    - sujan harbola - SR
    - palamou - sanjib chatto
    - tin kori dosh - mone porche na
    - supuri gacher sari - shankha ghosh
    - jagori - satinath bhaduri
    - pather dabi - Sarat babu
    - lal shalu - syed walliullah
    - shuno baranari - mone porche na

    Mojar quiz..

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ। আপনি খুবই ভালো খেলেছেন, অভিনন্দন।

      Delete
  2. pratyusa chakrabortyJune 28, 2016 at 10:31 AM

    ১.দেবী চৌধুরাণী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    ২.বিষাদ সিন্ধু - মীর মশাররফ হোসেন
    ৩.সুজন হরবোলা - সত্যজিৎ রায়
    ৪.পালামৌ - সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    ৫.তিন কুড়ি দশ - অশোক মিত্র
    ৬.সুপুরিবনের সারি - শঙ্খ ঘোষ (যদিও ক্যুইজ অনুযায়ী 'সুপুরিগাছের সারি' হচ্ছে)
    ৭.জাগরী - সতীনাথ ভাদুড়ী
    ৮.পথের দাবি - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    ৯.লালশালু - সৈয়দ ওয়ালিউল্লাহ
    ১০.শুন বরনারী - সুবোধ ঘোষ

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, প্রত্যুষা। সুপুরির ব্যাপারটা ধরিয়ে দেওয়ার জন্য আর খেলায় অংশ নেওয়ার জন্যও। আর সব উত্তর ঠিক দেওয়ার জন্য অভিনন্দন।

      Delete
    2. pratyusa chakrabortyJune 29, 2016 at 9:12 AM

      ক্যুইজ টা খুব মজাদার। সেজন্য ধন্যবাদ তোমাকেও।'সুপুরিবনের সারি' আমার 1st year-এ পাঠ্য ছিল।তাই ওটা তো পারতেই হত।�� তবে সুপুরি এবং বনের মধ্যে space টা নেই।উড়িয়ে দিও।��

      Delete
    3. দিলাম, প্রত্যুষা। থ্যাংক ইউ।

      Delete
  3. matro tinte perechi :( :(

    3. Sujon Horbola
    4. Palamou
    8. Pother Daabi

    ReplyDelete
    Replies
    1. কী যেন বলে, জেতা হারা আসল নয়, অংশগ্রহণই সব? খেলার জন্য অনেক ধন্যবাদ, ইন্দ্রাণী। পরেরবার সব পারবেন, আমি এখনই দেখতে পাচ্ছি।

      Delete
  4. Debi choudhurani, bishadsindhu,sujan harbola, palamou, tin kuri dash, supurigachersari, jagori, pother dabi, laal salu,seshta parchina

    ReplyDelete
    Replies
    1. শেষটা যেটা ভাবছিলি সেটাই। অভিনন্দন আর থ্যাংক ইউ।

      Delete
  5. বড়ই খটোমটো। খিদেও পেয়েছে, খালি পেটে এত চিন্তা করা যায় না। উত্তরগুলো দিয়ে গেলাম

    ১ দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (মূর্ধন্য ণ নয়, দন্ত্য ন)
    ৩ সুজন হরবোলা - সত্যজিৎ রায়
    ৪ পালামৌ - সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    ৮ পথের দাবি - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    ৯ লাল শালু - আন্দাজে মারলাম, এর'ম বই আছে নাকি?

    ReplyDelete
    Replies
    1. আছে আছে। বানান ঠিক করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর খেলার জন্য তো বটেই।

      Delete
  6. 2. Bishad Sindhu
    3. Sujan Horbola
    4. Palamau
    5. Tinkori Das
    7. Jagari
    8. Pather Dabi
    10. Suno Bor Nari

    ReplyDelete
    Replies
    1. বাঃ অনেকগুলো হয়েছে তো রুণা। অভিনন্দন। আর খেলার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  7. কুন্তলাদি, ব্যস্ততার ফাঁকে টুক করে এসে উত্তরটা দিয়ে গেলাম ...

    দেবী চৌধুরানী (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
    বিষাদসিন্ধু (মীর মশাররফ হোসেন)
    সুজন হরবোলা (সত্যজিৎ রায়)
    পালামৌ (সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়)
    তিন কুড়ি দশ (অশোক মিত্র)
    সুপুরি বনের সারি (শঙ্খ ঘোষ)
    জাগরী (সতীনাথ ভাদুড়ী)
    পথের দাবী (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)
    লাল শালু (সৈয়দ ওয়ালীউল্লাহ)
    শুন বরনারী (সুবোধ ঘোষ)

    ReplyDelete
    Replies
    1. কেয়া বাত কেয়া বাত, পিয়াস। আশা করি সব ভালো চলছে।

      Delete
    2. একটু চাপ যাচ্ছে। আশা করি আর ক'দিনের মধ্যেই কেটে যাবে। এই চক্করে খানকতক কুইজ মিস-ও করে গেছি। :-(

      Delete
    3. তুমি শীঘ্র চাপমুক্ত হও, এই কামনা করি, পিয়াস।

      Delete
  8. 1. দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    2. বিষাদ সিন্ধু - মীর মশাররফ হোসেন
    3. সুজন হরবোলা - সত্যজিৎ রায়
    4. পালামৌ - সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    5. তিন কুড়ি দশ - অশোক মিত্র
    7. জাগরী - সতীনাথ ভাদুড়ী
    8. পথের দাবি - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    9. লাল শালু - সৈয়দ ওয়ালিউল্লাহ

    6 আর 10 টা পারলাম না|

    ReplyDelete
    Replies
    1. তাতে কিছু এসে যায় না, আপনি শক্তগুলোই পেরেছেন, অনীশ। খেলার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  9. আজকের ক্যুইজটা একটু অন্যরকম, কারণ এখানে যে বইয়ের নাম শুনিনি সেটাও একটু ভেবে লিখে দেওয়া যাচ্ছে। ইংরেজীটায় সময়ের একটা ব্যাপার থাকায় ওটা আরও শক্ত ছিল।ইংরেজি ক্যুইজটায় আমি ১৪/১৬ পেয়েছি। আপনারটায় এই হল আমার উত্তর:

    ১। দেবী চৌধুরানী
    ২। বিষাদ সিন্ধু
    ৩। সুজন হরবোলা
    ৪। পালামৌ (এটা দেখে খালি পৌলমী মাথায় আসছিল, শেষে পৌলমী বলল পালামৌ)
    ৫। তিন কুড়ি দশ
    ৬। সুপুরি বনের সারি
    ৭। জাগরী
    ৮। পথের দাবী
    ৯। লাল শালু
    ১০। শুন বরনারী

    ReplyDelete
    Replies
    1. একমত, সুগত। বাংলা ভাষার সঙ্গে মোটামুটি পরিচয় থাকলে আর সামান্য কল্পনাশক্তি খরচ করলে শব্দগুলো দেখে একটা নাম ভাবা খুব একটা কঠিন নয়। ইংরিজি কুইজের ঘড়ির ব্যাপারটাও ঠিকই। তবু আপনার (আর পৌলমীর) প্রচেষ্টা দারুণ হয়েছে। অভিনন্দন আর ধন্যবাদ।

      Delete
  10. ১। দেবী চৌধুরানী
    ২। বিষাদসিন্ধু (এইটা ভারী জ্বালিয়েছে। 'ব' আর 'ষ' দিয়ে বর্ষা, বর্ষ আর বিষ ছাড়া কিছু মনেই আসছিল না।)
    ৩। সুজন হরবোলা
    ৪। পালামৌ
    ৫। তিন কুড়ি দশ
    ৬। সুপারি বনের সারি বা সুপারি বনের আসর (এইটা পুরোপুরি আন্দাজে ঢিল ছুড়লাম। 'গছর' টা 'বনর' হওয়াতে মনে হলো, গাছ থেকে বন, তাই এরকম একটা ঢিল মারলাম।)
    ৭। জাগরী
    ৮। পথের দাবী
    ৯। ... খালি লালশালু আর লালশোলা ছাড়া আর কিছু আসছে না মাথায়।
    ১০। শুন বরনারী

    ReplyDelete
    Replies
    1. তোমার আন্দাজশক্তির প্রশংসা করতেই হচ্ছে আবির। সবকটা ঢিলই লেগেছ। খেলার জন্য অনেক ধন্যবাদ আর এত ভালো খেলার জন্য অনেক অভিনন্দন।

      Delete
    2. এঃ হেঃ ঢিল গুলো এভাবে লেগে গেলো! তবে 'লাল শালু' আর 'সুপুরি বনের সারি' বলে লেখা সত্যিই আছে যখন তখন তো এগুলো পড়তেই হচ্ছে।।

      Delete
    3. লালশালু আমি পড়িনি,আবির, কিন্তু সুপুরিবনের সারি পড়েছি, তুমি পেলে অবশ্যই পড়ে নিও। অসামান্য।

      Delete
  11. দবচধরন debi choudhurani

    ২। বষদসনধ bishadshindhu

    ৩। সজনহরবল sujon harabola

    ৪। পলম palamou

    ৫। তনকড়দশ

    ৬। সপরবনরসর

    ৭। জগর jagori

    ৮। পথরদব pother dabi

    ৯। ললশল lal shalu

    ১০। শনবরনর Shuno boronari

    ReplyDelete
    Replies
    1. ইস, একটু দেরি হয়ে গেল, চুপকথা, কিন্তু খেলেছ তুমি চমৎকার। অনেক ধন্যবাদ আর অসংখ্য অভিনন্দন।

      Delete

Post a Comment