সাপ্তাহিকী






“Why is it we want so badly to memorialize ourselves? Even while we're still alive. We wish to assert our existence, like dogs peeing on fire hydrants.” 
                                                         ---Margaret Atwood, The Blind Assassin


প্রথম ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, কল্পনায় আকাশের ভাগটা কত বেশি। দ্বিতীয় ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, ইন্টারনেট কোত্থাও নেই। লিংক পাঠিয়েছে শ্রীমন্তী।

অফিসে আমিও কাজ করি না, তা বলে এ রকম বুক ফুলিয়ে কাজে ফাঁকি?

সব ভুলে যাওয়ার পর মানুষের যে ক’টা ভাষা মনে থাকবে তার মধ্যে হিন্দি একটা।

পালং শাক আর তরমুজ খরমুজ ভারতে প্রথম উৎপন্ন হয়েছিল সেটা মেনে নিতে রাজি আছি, তা বলে লেটুস?

এইরকম ছাতা বাজারে বেরোলে আমি কিনব।

এ মাসের গান। শুনে যদি বৃষ্টি নামে। 


Comments

  1. "সব ভুলে যাওয়ার পর মানুষের যে ক’টা ভাষা মনে থাকবে তার মধ্যে হিন্দি একটা।" আমি তো কোথাও হিন্দি দেখতে পেলাম না!

    লেটুস: আপনি বসে বসে ওই অতগুলো সিম্বল ট্রাক করেছেন! ধন্য!

    ইতি
    সুতীর্থ

    ReplyDelete

Post a Comment