অফিসফেরতা + সাপ্তাহিকী





*****

A war doesn’t merely kill off a thousand or a hundred thousand young men. It kills off something in a people that can never be brought back. And if a people goes through enough wars, pretty soon all that’s left is the brute, the creature that we - you and I and others like us - have brought up from the slime….. There are wars and defeats and victories of the human race that are not military and that are not recorded in the annals of history. 
                                                                                —— John Williams, Stoner


এই মুহূর্তে যেখানে যেখানে বাজ পড়ছে।

বড়লোক আর সভ্য দেশেও এ রকম হয়।

ফার্স্ট এডিশন চিনবেন কীভাবে?

আমি একসময় ভাবতাম “হাঁটুর বয়সী” কথাটার কোনও মানে নেই। হাঁটুর বয়স তো বাকি শরীরটার মতোই। এখন দেখছি সেরকম নয় মোটেই।

ব্যথার স্কেল এতদিন দুঃখের স্মাইলি দিয়ে হতে দেখেছি, এটা বেশ অভিনব রকমের।


এক নম্বর আগাথা ক্রিস্টি, দু’নম্বর জুল ভার্ন, তিন নম্বর শেক্সপিয়ার, চার নম্বর এনিড ব্লাইটন … কীসের লিস্ট বলে মনে হচ্ছে আপনার?



Comments

  1. Onek din dhore megh kore achhe. Kintu brishti hocche na. Delhi te ki er modhhe brishti hoyechhe?

    ReplyDelete
    Replies
    1. গত দুই রাতেই তো হল, রণদীপ। শুক্রবার বাড়ি ফেরার পথে হল। সারা রাত ধরে হল। শনিবার রাতেও হল। কাল রাতেও ঘুমোতে যাওয়ার সময় দেখলাম খুব মেঘ টেঘ ডেকে বিদ্যুৎ চমকাচ্ছে, সকালে উঠে দেখি চারদিক ভেজা।

      Delete
  2. saptahiki te kichu comment kora hoyna amar... ajke photogulo dekhe besh sundor laglo... thik kolkatar photo mone hocche... friday theke erokom e cholche... gorom komeche.. ar rastay jol joma suru... :)

    ReplyDelete

Post a Comment