10 types of co-passengers one meets in uberPool or OLA Share
১। সন্দিগ্ধ টাইপঃ
হ্যালোর উত্তরে কুঁকড়ে যান। যেন এর পরের প্রশ্নটা হতে চলেছে, “দশটা টাকা হবে, দাদা?”
২। চক্ষুলজ্জাহীন টাইপঃ
“ভাইয়া আপ কাহাঁ হো? কিতনা টাইম লাগেগা? জলদি আইয়ে”
বুকিং আসার এক সেকেন্ড পর থেকে ওঁর পিক আপ পয়েন্টে পৌঁছনোর মাঝের দশ মিনিটে অন্তত তিনবার ফোন করেন। হুমকি টোনের গলা এত উঁচু তারে বাঁধা থাকে যে পেছনের সিট থেকে স্পষ্ট শোনা যায়। গন্তব্যে পৌঁছলে, অফ কোর্স, ইনভেরিএবলি, দশ মিনিট পর হেলতেদুলতে উদয় হন।
৩। বিবেচক টাইপ
গলির ভেতর বাড়ি হলে এগিয়ে এসে মোড়ের মাথায় অপেক্ষা করেন। কিংবা মোড়ে নেমে যান।
৪। পয়সা-উশুল টাইপ
গন্তব্যের পাঁচ মিটার দূরে এসে জ্যামে দশ মিনিট ধৈর্য ধরে বসে থাকেন। নামার পর দু’টাকা খুচরো ফেরত নিতে (যেটা ড্রাইভার ভাইসাব শার্টের পকেট, প্যান্টের পকেট, ড্যাশবোর্ডের ওপর স্মিতমুখে বসে থাকা সাঁইবাবার পকেট হাঁটকেও পাচ্ছেন না) আরও দশ মিনিট দাঁড়িয়ে থাকেন।
৪। যারা কোন গ্রহ থেকে এসেছে বোঝা দুষ্কর টাইপঃ
পুল বা শেয়ারে সজ্ঞানে বুকিং করে উঠে তারপর যতবার অন্য বুকিং আসে ততবার ভাইয়াকে ক্যান্সেল করে দিতে অনুনয় করেন। কারণ? ওঁর দেরি হয়ে যাচ্ছে।
৫। ভদ্র টাইপঃ
হাসির উত্তরে হাসেন, হ্যালোর উত্তরে হ্যালো বলেন। পলিউশন নিয়ে দুয়েকটা মন্তব্য ফাউ জুড়ে দিতে কার্পণ্য করেন না।
৬। অতি ভদ্র টাইপঃ
প্রবল বেগে ভাইব্রেট করতে থাকা ফোন হাতে নিয়ে উৎসুক চোখে সহযাত্রীর দিকে তাকিয়ে থাকেন। মে আই টেক দিস কল প্লিজ?
৭। বন্ধুত্বপূর্ণ টাইপঃ
৭। ক) রাজনৈতিক টাইপঃ তো, কে জিতবে বলে আপনার মত?
৭। খ) অ্যাকটিভিস্ট টাইপঃ সো, হোয়াট আর ইকনমিস্টস’ ওপিনিয়ন অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ?
৭। গ) ওপিনিয়নেটেড টাইপঃ হোয়াট! ইউ ডোন্ট হ্যাভ এনি ওপিনয়ন অন এনি অফ দ্য অ্যাবাভ? দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল। ইউ মাস্ট হ্যাভ অ্যান ওপিনিয়ন অন এভরিথিং।
৮। অতিবন্ধুত্বপূর্ণ টাইপঃ
মাই গড! ইয়েওয়ালা বঢ়িয়া হ্যায়। ও মাই গড! ইয়ে তো অর ভি বঢ়িয়া হ্যায়। হাঃ হাঃ হোঃ হোঃ… দেখো দেখো। ঘাড়ের ওপর ঝুঁকে পড়ে হোয়াটসঅ্যাপের চুটকি পড়ান।
নাম, পেশা, ঠিকানা, (ও মা, আমি তো ওর পাশের ব্লকেই, আচ্ছা তোমাদের ধোপার রেট কত? ইশ, জানতাম, আমাদের ধোপাটা একটা ডাকাত) জানার পর একখানা বর আছে সেটাও আবিষ্কার করে ফেলার পর ঝুলোঝুলি করেন, প্লিজ প্লিজ ছবি দেখাও, প্লিইইইইইইইজ…
৯। জীবন্ত জিপিএস টাইপঃ
আরে ভাই, ইয়াহাঁ সে রাইট লে লো না, সিধা জ্যাম হোগা ……কেয়া? জি পি এস?! কামাল হ্যায় ভাইয়া, আপকো সিরিয়াসলি লাগতা হ্যায় কে ও জিপিএস মুঝসে বেটার রাস্তা পহচানতা হোগা?
১০। নরকের কীট টাইপঃ
সারা রাস্তা মুখের সামনে বই খুলে বসে থাকেন, যেন কতই না সরস্বতীর সাধনা চলছে। এদিকে সারাক্ষণ সহযাত্রীদের জরিপ করেন। তারপর বাড়ি এসে তাঁদের নিয়ে ঠাট্টা করে ব্লগে পোস্ট দেন।
শেষ পয়েন্টটা পড়ে অনেকদিন পর বেশ কিছুক্ষন পাগলের মত হাসলাম। থ্যাংক ইউ !
ReplyDeleteআরে থ্যাংক ইউ আমার দেওয়ার কথা, পিয়াস। পোস্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম।
Deletehahhahah , darun darun ..ei pachsho hajarer bajare bejay haslam -PB
ReplyDeleteশুধু কি পাঁচশো হাজার, প্রদীপ্ত, বাজার ভয়ানক খারাপ।
Deletesesher point ta durdanto :D
ReplyDeleteধন্যবাদ, অরিজিত।
Deletehaha , naraker kitder ami khub bhalobashi :) tinni
ReplyDeleteআমিও, তিন্নি।
DeleteAmi hochhi 7 nomborer. just ager din Uber e bose amar co-passenger amake Via te refer kore duto free ride gift korechhe. Koto interesting manushjoner songe alap hoy bokbok korte parle. :)
ReplyDeleteবাঃ, বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা তো বেশ লাভজনক দেখা যাচ্ছে, চুপকথা।
Deletebhison labhjonok, intellectually o. ager din publishing industry er ek litigator er sathe alap holo. Google er sathe book publishers der copyright niye je mamla cholchhey seta niye ekta prochondo interesting discussion holo.
Deleteওলা, উবের, কিছু চড়িনি।. কিন্তু তোমার লেখা পরে কত কি জেনে ফেললাম !
ReplyDeleteদারুন ব্যাপার, আমাদের সময়ের শেয়ার ট্যাক্সি র সঙ্গে অল্প হলেও মিল আছে :)
ar aat number prochondo mojar!!!
Deleteলেখা ভালো লেগেছে শুনে খুশি হলাম, কাকলি। মিল তো থাকবেই, মনুষ্যচরিত্র আর কত বদলাবে।
DeleteAmi arekta nonaccomodating type dekhechi. Dujon e sector V e nambe, duto alada goli te.ke age nambe sei niye ki torko!!
ReplyDeleteওহ, এটা অবশ্য এখানে খুব একটা হতে দেখিনি, প্রিয়াঙ্কা। জি পি এস-এ যা অর্ডার দেখাচ্ছে লোকে সাধারণত বিনা বাক্যব্যয়ে তা মেনে নেয়। না হলে সাংঘাতিক হত। কারণ এখানে তো তর্ক হত না, গালাগালি আর মারামারি হত।
Deleteপড়তে পড়তে হাসছিলাম আর ভাবছিলাম আপনি কোন দলে পড়েন। শেষে এসে উত্তরটা পেলাম। আমি নিজে ৫ আর ১০ এর মধ্যে একটায় পড়ব। তবে অ্যামওয়ে ওলাদের ভয়ে মাঝে মাঝে ১ নম্বরের মতনও করে থাকি।
ReplyDeleteসেলফিশ জিন পড়ছেন দেখে ভাল লাগল। আমার অন্যতম প্রিয় বই, পড়ার পর মনে হয়েছিল পৃথিবীটা যেন পাল্টে গেল।
খুব যে পড়ছি তা নয়, নানা ব্যস্ততায় ছেঁড়া ছেঁড়া পড়া হচ্ছে। তবে এখনও যেটুকু পড়েছি, খুবই ভালো লেগেছে। ভাষাখানা চমৎকার ভদ্রলোকের।
DeleteAsambhab mojar ekta post :-D Janano hoy ni pore. Janate deri holeo janalam. :)
ReplyDeleteধন্যবাদ, সায়ন।
Deleteযদিও আমাদের এখানে ওলা-ইউবার নেই। তবে আমার ঐ ৯ ও ১০ এর দলে।
ReplyDelete১০ এর জন্য হাই ফাইভ, অনুজিৎ।
Deleteএই হাই ফাইব লিখতে আমার ১ সপ্তাহ লেগে গেল।
Delete