সাপ্তাহিকী



শিল্পীঃ Eric Standley. শিল্পীর আরও কাজের নমুনা এখানে দেখতে পাবেন। 

It is is better to know one book intimately than a hundred superficially. 
                                                   ---Donna Tartt, The Secret History


1) “Us” and “Them” 2) Obey orders 3) Do “them” harm 4) “Stand up” or “Stand by” 5) Exterminate. Five steps to tyranny.


নেদারল্যান্ডের ট্যুরিজম স্লোগানটা আমার দারুণ লেগেছে। দ্য অরিজিন্যাল কুল। আমাদেরটাও খারাপ না, ইনক্রেডিবল ইন্ডিয়া। অন্য সব দেশের ট্যুরিজম স্লোগান জানতে হলে এই ম্যাপটা দেখুন। 


ক্লিক ক্লিক ক্লিক। আমরা যখন ব্রাউজ করি তখন ব্রাউজার আমাদের সম্পর্কে কী কী ধরে ফেলতে পারে জানাটা বেশ আননার্ভিং

এন্ডলেস মেমোরি। যা যা ঘটেছে জীবনে কিছুই না ভোলা। গিফট কেন হতে যাবে বালাই ষাট, এর থেকে বড় অভিশাপ আর কিছু নেই। 

অন্য কোনও উদ্দেশ্য থাকলে দৌড়তেই পারেন। কিন্তু ফিটনেসের মোক্ষলাভে, হাঁটু মাটি করা ছাড়া দৌড়ের আর বিশেষ ভূমিকা নেই।

ইলেকট্রিক গাড়ি এত নিঃশব্দে চলে যে যখনতখন লোকে চাপা পড়তে পারে। আদালত বলেছে যে এবার থেকে গাড়িতে আওয়াজ করা বাধ্যতামূলক।

জিরাফ আমার অন্যতম প্রিয় জন্তু। লম্বাটে গড়ন, শান্ত চোখ। ওদিক থেকে একদল জিরাফ আসছে। এদিক থেকে একটা জিরাফ যাচ্ছে। এদিকটার জিরাফটার চালচলন বিশেষ ভালো না। ক্যাসানোভা বলা যায়। ওর ইচ্ছে ওদিক থেকে আসা জিরাফগুলোর সবাইকে চুমু খায়। এদিকের জিরাফের একটাই রিডিমিং গুণ, বাছবিচার নেই, যে আসবে তাকেই চুমু খাবে। সমস্যা হল ওদিক থেকে আসা জিরাফদের একেকজনের গলা একেক দৈর্ঘ্যের। আপনার দায়িত্ব হচ্ছে ক্যাসানোভা জিরাফের গলা দরকার মতো বাড়ানো কমানো যাতে সে একটাও চুমু মিস না করে। 


Comments

  1. Nick English (দৌড়ানোর অসুবিধা সম্বন্ধী স্তম্ভলেখক) মনে হয় এই বই টি পড়েন নি

    http://www.amazon.in/Born-Run-Hidden-Superathletes-Greatest/dp/0307279189

    ReplyDelete
    Replies
    1. তা হতে পারে।

      Delete
    2. হয় ওই স্তম্ভলেখক উপরোক্ত বইটি পড়েননি, বা পড়লেও বোঝেননি, বা দৌড়ের মেকানিকস সম্পর্কে তেমন কিছু না পড়েই যা হোক কিছু একটা ছাপিয়ে দিয়েছেন। সঠিক রানিং ফর্ম, ক্রস-ট্রেনিং, স্পীডপ্লে, ইত্যাদি কিছু ব্যাপার মাথায় রেখে দৌড়োলে আঘাতজনিত সমস্যা অনেক কমে যায়, ফলাফল হয় অসাধারণ। This apart, human beings are built and designed to run, and run long distances. We evolved to be natural runners. If lifestyle gets in the way, that is another matter. :-)

      Delete
    3. এসবই ঠিক হতে পারে, সন্ময়, কিন্তু মুশকিল হচ্ছে, ঠিক এর উল্টো কথা এবং এক্স্যাক্টলি এই ভাষায়, যে human beings are NOT built to run, আমি আগে শুনেছি। আমি দৌড়ের মেকানিকস বুঝি না, ইন্টারেস্টেডও নই। দৌড়ে দেখেছি, ভয়ানক হাঁপ ধরে আর কষ্ট হয়। তাই বোধহয় ওই দিকের মতটা বেশি মনে ধরেছে। তবে এ মত ভুল হতেই পারে।

      Delete
  2. উল্টো কথা বা মতামত তো সবসময়ই থাকে এবং থেকেছে, কিন্তু মানুষের এভোলিউশনারী ইতিহাসই বলছে যে মানুষ দৌড়োবার জন্য তৈরী ( সবাইকে দৌড়োবার জন্য জোরজার করে কৃতসংকল্প হতে মোটেও বলছি না ) । সান বুশমেন বা তারাহুমারাদের সম্পর্কে পড়ে দেখতে পারেন। হয়তো কৌতূহল জাগবে। এর সপক্ষে জোরালো প্রমাণ কিছু কম নেই। আপনি ইন্টারেস্টেড নাই হতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আর প্রথম প্রথম হাঁফ ধরে, কষ্টও হয়, কিন্তু অভ্যাসে কি না ভালো হয় বলুন? লেগে থাকলে অনুভূতিটা বদলে যেতেও পারে। এই রইলো দু পয়সা, নাকি পাঁচ!
    আপনি আমার নাম জানলেন কি উপায়ে? :-)

    ReplyDelete
    Replies
    1. আপনি বহুদিন আগে অবান্তরে বারকয়েক মন্তব্য করেছিলেন। আমি আপনাকে স্যানবন্দ্যো সম্বোধন করে উত্তর দিয়েছিলাম তখন আপনিই নিজের নাম জানিয়েছিলেন।

      Delete
    2. হুমম, স্মৃতি আজকাল মাঝে মাঝে বিশ্বাসঘাতকতা করে।

      Delete
  3. বাবাগো, তার মানে আপনি আমার নাম রেখেছেন - শাবসস্লগ (ডাকেন নি কিন্তু ঠিক করে রেখেছেন) :'(

    ReplyDelete
    Replies
    1. উঁহু, আমি আপনার নাম জানি। শুভায়ন। আপনি যেহেতু সে নামটা কখনও ব্যবহার করেননি তাই আমিও সে নামে ডাকিনি আরকি।

      Delete
    2. সেই - মিস মার্পলের একনিষ্ঠ পাঠক ও ভক্ত কে অবমূল্যায়িত করে ফেলেছি হয়তো। মাপ করবেন। :)

      Delete
    3. হাহা, আরে না, সে রকম কিছু না।

      Delete

Post a Comment