কুইজঃ জোড়ায় জোড়ায়





জোড়ার একজন ক, খ স্তম্ভে, আরেকজন ১, ২, ৩ স্তম্ভে। আপনাদের কাজ হল দু’জনকে মেলানো। সময় চব্বিশঘণ্টার কিছু বেশি। উত্তর বেরোবে সোমবার রাত আটটায়। ততক্ষণ কমেন্ট মডারেশন চালু থাকবে। 

কিছু জোড়া কাল্পনিক। 

অল দ্য বেস্ট। 

*****


১) রাজ্যশ্রী                             ক) অডিসিউস

২) উইলিয়াম                          খ) বনলক্ষ্মী/সুনয়না/নৃত্যকালী

৩) আনন্দীবাঈ                      গ) মণীন্দ্র

৪) টেড                                   ঘ) এলেন

৫) মণিকর্ণিকা                        ঙ) বঙ্কিম

৬) সুনীল                               চ) মাধবীলতা

৭) রাধিকা                              ছ) হাভিয়ার (Javier)

৮) রাজলক্ষ্মী                          জ) হর্ষবর্ধন

৯) এলেন ‘নেলি’ টারনান        ঝ) প্রণয়

১০) ভ্লাদিমির                          ঞ) স্বাতী

১১) অনিমেষ                          ট) সিলভিয়া 

১২) গৌতম                              ঠ) গোপালরাও

১৩) রাজ                                ড) অহল্যা

১৪) পেনেলোপি                       ঢ) আর্থার

১৫) পেনেলোপি                      ণ) চার্লস

১৬) পোর্শিয়া                          ত) সিমরণ

১৭) কচ                               থ) অ্যান হ্যাথাওয়ে

১৮) মলি                                দ) ভেরা

১৯) দেবারতি                         ধ) গঙ্গাধর

২০) ভুজঙ্গধর                         ন) দেবযানী



উত্তর

১) রাজ্যশ্রী  জ) হর্ষবর্ধন
২) উইলিয়াম (শেক্সপিয়ার)  থ) অ্যান হ্যাথাওয়ে
৩) আনন্দীবাঈ জোশী (ভারতের প্রথম মহিলা ডাক্তারদের মধ্যে একজন) ঠ) গোপালরাও
৪) টেড (হিউস)  ট) সিলভিয়া (প্ল্যাথ)
৫) মণিকর্ণিকা (লক্ষ্মীবাঈ)   ধ) গঙ্গাধর
৬) সুনীল (গাঙ্গুলি) ঞ) স্বাতী (ব্যানার্জি)
৭) রাধিকা (রায়)  ঝ) প্রণয় (রায়) (এনডিটিভি)
৮) রাজলক্ষ্মী  ঙ) বঙ্কিম(চন্দ্র চট্টোপাধ্যায়)
৯) এলেন ‘নেলি’ টারনান  ণ) চার্লস (ডিকেন্স)
১০) ভ্লাদিমির (নাবোকভ)  দ) ভেরা (নাবোকভ)
১১) অনিমেষ  চ) মাধবীলতা (কালবেলা/সমরেশ বসু)
১২) গৌতম  ড) অহল্যা (ভারতীয় পুরাণ)
১৩) রাজ  ত) সিমরণ (ডিডিএলজে)
১৪) পেনেলোপি   ক) অডিসিউস (গ্রীক পুরাণ)
১৫) পেনেলোপি (ক্রুজ)  ছ) হাভিয়ার (Javier) (বার্ডেম)
১৬) পোর্শিয়া (ডে রসি)  ঘ) এলেন (ডেজেনেরাস)
১৭) কচ  ন) দেবযানী (ভারতীয় পুরাণ)
১৮) মলি  (উইসলি)  ঢ) আর্থার (উইসলি) (হ্যারি পটার)
১৯) দেবারতি (মিত্র)  গ) মণীন্দ্র (গুপ্ত)
২০) ভুজঙ্গধর   খ) বনলক্ষ্মী/সুনয়না/নৃত্যকালী (চিড়িয়াখানা/শরদিন্দু বন্দ্যোপাধ্যায়)



Comments

  1. রাজ্যশ্রী – হর্ষবর্ধন
    ২। উইলিয়াম শেক্সপিয়ার – অ্যান হ্যাথওয়ে
    ৩। আনন্দিবাঈ – গোপালরাও
    ৪। টেড –সিলভিয়া প্লাথ
    ৫। মণিকর্ণিকা (লক্ষ্মীবাঈ) – গঙ্গাধর (গুগল  )
    ৬। সুনীল গঙ্গোপাধ্যায় –স্বাতী
    ৭। রাধিকা – প্রণয় রয় (এন ডি টি ভি)
    ৮। রাজলক্ষ্মী – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    ৯। নেলি টারনেন – চার্লস ডিকেন্স
    ১০। ভ্লাদিমির নবোকভ – ভেরা
    ১১। অনিমেষ – মাধুরীলতা (কালবেলা )
    ১২। গৌতম – অহল্যা
    ১৩। রাজ – সিমরন ( ডিডিএলজে)
    ১৪। পেনেলপি – ওদিসিউস (ওডিসি )
    ১৫। পেনেলপি - (আলেন / আরথার / জাভিয়ার)
    ১৬। পোরসিয়া – ব্যাসানিও (??) (আলেন / আরথার / জাভিয়ার)
    ১৭। কচ – দেবযানী (পৌরাণিক )
    ১৮। মলি – (আলেন / আরথার / জাভিয়ার)
    ১৯। দেবারতি – মণীন্দ্র (মেথড অফ এলিমিনেসন, চিন্তে পারছি না  )
    ২০। ভুজঙ্গধর – বনলক্ষী / সুনয়না / ন্রিত্যকালী

    ReplyDelete
    Replies
    1. বাঃ, খুবই ভালো পারফরম্যান্স, অস্মিতা। পোর্শিয়া হচ্ছেন এলেন ডেজেনেরাসের স্ত্রী। আর দেবারতি মিত্র আর মণীন্দ্র গুপ্ত হচ্ছেন স্বামী স্ত্রী, আর দুজনেই বাংলা সাহিত্যের মস্ত বড় কেউকেটা। খেলার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  2. 1> Rajyashree & Harshavardhan
    2> William & Anne Hathaway
    3> Anandibayi & GopalRao
    4> Ted & Sylvia
    5> Manikarnika & Gangadhar
    6> Sunil and Swati
    7> Radhika & Pranoy
    8> Rajlakshmi & Bankim
    9> Elen & Charles
    10> Vladimir & Vera
    11> Animesh & Madhabilata
    12> Goutam & Ahalya
    13> Raj & Simra
    14> Penelope & Javiar
    15> Penelope & Odysseus
    16> Portia & Ellen
    17> Koch & Debjani
    18 Molly & Arthur
    19> Debarati & Manindra
    20> Bhujangadhar & Banalakshmi

    ReplyDelete
    Replies
    1. কেয়া বাত, অর্পণ। নাজুক, নাজুক (এই ডায়লগটা কার থেকে টুকলাম সেটা জিজ্ঞাসা করে আর হাত গন্ধ করছি না)। খুবই ভালো হয়েছে খেলা আর খেলার জন্য অসংখ্য ধন্যবাদ।

      Delete
  3. ১) রাজ্যশ্রী জ) হর্ষবর্ধন (এটা তো মনে হচ্ছে odd man out ... বাকি সবকটা যে রোমান্টিক জুটি বেরোল )

    ২) উইলিয়াম থ) অ্যান হ্যাথাওয়ে

    ৩) আনন্দীবাঈ ঠ) গোপালরাও

    ৪) টেড ট) সিলভিয়া

    ৫) মণিকর্ণিকা ধ) গঙ্গাধর

    ৬) সুনীল ঞ) স্বাতী

    ৭) রাধিকা ঝ) প্রণয়

    ৮) রাজলক্ষ্মী ঙ) বঙ্কিম

    ৯) এলেন ‘নেলি’ টারনান ণ) চার্লস

    ১০) ভ্লাদিমির দ) ভেরা

    ১১) অনিমেষ চ) মাধবীলতা

    ১২) গৌতম ড) অহল্যা

    ১৩) রাজ ত) সিমরণ

    ১৪) পেনেলোপি ক) অডিসিউস

    ১৫) পেনেলোপি ছ) হাভিয়ার (বানানটা Javier হবে কি ?)

    ১৬) পোর্শিয়া ঘ) এলেন

    ১৭) কচ ন) দেবযানী

    ১৮) মলি ঢ) আর্থার

    ১৯) দেবারতি গ) মণীন্দ্র

    ২০) ভুজঙ্গধর খ) বনলক্ষ্মী/সুনয়না/নৃত্যকালী

    ReplyDelete
    Replies
    1. বানানটা e দিয়েই হবে বটে, পিয়াস। পারফরম্যান্স যথারীতি পিয়াসসুলভ। খেলার জন্য ধন্যবাদটা পুরোনো, কিন্তু খাঁটি, তাই আবারও জানালাম।

      Delete
  4. ja ja ami khelte eshe dekhi khela sesh :(

    ReplyDelete
    Replies
    1. যাঃ। পরের বার, চুপকথা।

      Delete

Post a Comment