সাপ্তাহিকী






The way a person does one thing is the way they do everything.
                                                                                                      —Zen Proverb 

আপনার কফির কাপ দিনে ক’বার ধোওয়া উচিত? এদের উত্তরটা আমাকে অবাক করেছিল, দেখুন তো আপনাকে করে কি না। 

ভয়ার্ত মাধুরী দীক্ষিতের পেছনে গোটা কলেজ নিয়ে গান গাইতে গাইতে ছুটতে থাকা আমির খানকে দেখে বড় হলেও এ জিনিস হৃদয়ঙ্গম না করার একটা সম্ভাবনা থেকে যেতে পারে।  


এ সপ্তাহের গান। শুনলেই স্ট্রেস হুড়হুড় করে কমবে। 


Comments

  1. Ei coffee-r byaparta amio shunechhi. Mojar jinish holo je keu etar kono proof dyay na, shudhu claim kore je coffee te kicchui grow korbe na. As a microbiology person, this sounds unbelievable to me. Jeebanu-ra pray shomosto organic jinish-potror opor grow korte pare bolei amar bishwas.

    Anyway, ontoto bharotborshe, dudh-chini chhada coffee kom lok i khan. Ontoto article ta eita to likhechhe je dudh chini thakle oder ei theory kaaj korbe na!! Mujtabar bhashay Yallogei shukriya!

    iti
    Shuteertho

    ReplyDelete
    Replies
    1. ঠিকই, সুতীর্থ। ব্ল্যাক কফি বেশি লোককে খেতে দেখিনি। আমিও খাই না। কাজেই কাপ মাজার খাটুনিটা এখনই বাঁচানো যাচ্ছে না।

      Delete
  2. Stress neme jabe? 'Weightless' gaan ta hoyto bhalo, kintu amar to video (oi drone wala Alien type) ta scary laglo :D

    Anyway, Delhi'r lok jon to sweater porte suru kore diyeche..

    ReplyDelete
    Replies
    1. আমি গানটা দেখিনি, রণদীপ। শুধু শুনেছি। একবার দেখার চেষ্টা করেছিলাম, ভয়ানক বোরিং।

      সোয়েটারের ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি। সকাল সন্ধ্যেয় গা শিরশির করে, সত্যি। কিন্তু তা বলে ভরদুপুরে সোয়েটার পরে ঘোরাঘুরি করাটা একটু বাড়াবাড়ি বলেই মনে হয়েছে আমার।

      Delete
  3. achha, have you been to 'Cha Bar' at Oxford Book Stall in CP? it's very near to Rajeev Chowk metro station.

    Khub bhalo jayga, college crowd + 500 rokom variety er chaa..English tea cake..

    ReplyDelete
    Replies
    1. আরে ওটা আমার খুব প্রিয় দোকান, রণদীপ। ওখানেই তো চায়ের কাপের হোল্ডারের হনুমান ডিজাইন, তাই না? আমার তো ওদের স্ন্যাক্সও খুব ভালো লাগে। আর অ্যামবিয়েন্সটা ভালো। গমগমে কিন্তু লাউড না।

      Delete
  4. স্ট্রেস কমানোর গানটা ইউটিউব থেকে ডাউনলোড করলাম।কাল থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। রাতের দিকে ১/১:৩০ এর দিকে গানটা এয়ারফোন লাগিয়ে শুনলাম। যতক্ষণ শুনছিলাম ম্যাজিকের মত মাথা ব্যাথা ছিলনা। গান থামার কয়েক মিনিট পর আমার শুরু হল। কি ভেবে ঐরকম হেডেক রিলিফ আরো দুটো মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে ফেললাম (৩০/৩৫ মিনিটের) ও রাত দুটো-আড়াইটে অবধি ঐ শুনলাম। কিন্তু এও তাই, যতক্ষণ শুনছি একটুও মাথা যন্ত্রনা থাকছেনা আর শেষ হওয়ার ৫ মিনিট পরেই আবার শুরু হচ্ছে।

    ReplyDelete
    Replies
    1. আরে, তার মানে গানটা সত্যি সত্যি কাজে দেয়!

      Delete
    2. শুধুমাত্র ঐ গানটিই না, ইউটিউব থেকে আরো কয়েকটা অডিও ডাউনলোড করে শুনেছিলাম ২/৩ মিনিটেই মাথাযন্ত্রণা উধাও। শেষ হলেই ফেরৎ।
      যাইহোক, সেদিন রাতে অনেকটাই উপকৃত হয়েছিলাম।
      😊

      Delete

Post a Comment