এখন-তখন
যা যা বদলেছে
|
যা যা একই আছে
|
আগে মহালয়ায় সবাই যে যার নিজের বাড়িতে
রেডিও শুনত। এখন মাইক লাগিয়ে পাড়ার সবাইকে শোনায়।
|
তখনও রেডিওর মহালয়া বেস্ট ছিল, এখনও বেস্ট।
|
আগে এই দিনটা এলে মনে হত, এবার সত্যিই পুজো এসে
গেছে। এখন সেটা খুঁটিপুজোর দিন মনে হয়।
|
তখনও টিভির মহালয়া বেশি এন্টারটেনিং
ছিল, এখনও
তাই আছে। কারণ, ব্রহ্মার দাড়ি। তিরিশ বছর ধরে সমান হাস্যকর।
|
আগে চারপাশে সকলেই মহালয়া খায় না মাথায়
দেয় জানত। "আজ তুমলোগ কেয়া করতে হো?” গোছের অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হতে হত
না। উত্তরটা সোজা, কিন্তু প্রশ্নকর্তার রিঅ্যাকশন গোলমেলে হওয়ার সম্ভাবনা থাকে।
|
তখনও রেডিও শুনে আর টিভি দেখে মহালয়া উদযাপন করতাম, এখনও করি। |
আগে মহালয়া আসতে আসতে জামাজুতো কেনা হয়ে যেত। কারণ তখন বাবামা দায়িত্ব নিতেন। জীবনের ওপর কন্ট্রোল তাঁদের আমাদের থেকে বেশি ছিল।
|
তখনও মহালয়ার দিন পড়ায় মন বসত না, আজও কাজে মন
বসছে না। ফাঁকি দিয়ে বাজে পোস্ট ছাপছি।
|
Hahahaha. Shubho Mahalaya Kuntala di. :)
ReplyDeleteAmar ajke chuti. Ki moja.
ইস, খুব হিংসে করলাম। মহালয়ায় তোমাকেও অনেক শুভেচ্ছা জানালাম।
Deleteপ্রবাসে দৈবের বশে... আজকাল তো ইউটিউবে মহালয়া শুনি।
ReplyDeleteসময়ের সঙ্গে চলাই তো ভালো।
Deleteতখন মহালয়ার আগে পরে হাফইয়ার্লি পরীক্ষা থাকত এখন মহালয়ার আগে পরে এমাসের টার্গেট কমপ্লিট হবে কি না| দুটোই দুঃখজনক| তখন পূজাবার্ষিকী আনন্দমেলা মহালয়ার সময় বেরোত এখন বর্ষামঙ্গল গোয়েন্দামেলা হয়ে গেছে| আপনাদের পুজো খুব ভালো কাটুক|
ReplyDeleteপুজো আপনাদেরও ভালো কাটুক, সৌগত। বর্ষামঙ্গল গোয়েন্দামেলা, নাম হিসেবে কিন্তু চমৎকার।
DeleteBhalo post besh...
ReplyDeleteParai mike niye mahalaya bhore cast kora hoi jantam na. Jotodin deshe chhilam totodin alarm lagiye oi bhor 4 te uthtam. Bochhore bodhhoi oi ekdin i 4 ter somoy uthtam.
Khutipujo bochhor 10 aageo shunechhi bole mone porena.
Jaihok, amar konodino tv r mahalaya bhalo laagto na.
আজকাল পুণ্য কেউ একা একা করতে চায় না, সুস্মিতা, যতক্ষণ না বারোয়ারি হচ্ছে থামবে না। খুঁটিপুজো ব্যাপারটা ওই বছর দশেক আগেই আমিও প্রথম শুনলাম।
Deleteএপার বাংলায় পুজোর ধামাকা কম আর আপনি যে সব বিষয়ের কথা বললেন সেগুলোর বেশিরভাগই আমার অপরিচিত তবুও দুটো সময়কে মেলানোর চেষ্টা করলাম।
ReplyDeleteপুজোর শুভেচ্ছা।
আপনাকেও আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, আরাফ।
Deleteছোটবেলায় টিভির মহালয়া দারুন লাগতো , নাচ ইনক্লুড হবার আগে অব্দি :)
ReplyDeleteহাহা, আমারও।
Delete