শিওর?





যে ব্যাপারগুলো নিয়ে আমি শিওর
যেগুলো নিয়ে শিওর নই
আমার মা আমাকে ভালোবাসেন।
বাড়ির দরজা বন্ধ করে বেরিয়েছি কি না
অর্চিষ্মান না থাকলে আমি বেঘোরে মারা পড়ব।
ফ্রিজে রান্নার মতো কোনও তরকারি আছে কি না
কর্মফল বলে একটা ব্যাপার আছে।
যিনি লিফটের বোতামের আলো জ্বলছে দেখেও বারবার
 টিপছেন, তিনি কেন এরকম করছেন
ইয়েতি অভিযান দিল্লিতে রিলিজ করলে আমি হলে গিয়ে দেখব।
উক্ত সিনেমাটি আমি কেন দেখব
কেউই সুখী নয়।
যারা জ্যোতিষ চ্যানেলকে দিবারাত্র গালাগালি দেন, তারাই সকালসন্ধ্যে শেয়ার বাজারের ওঠাপড়ার প্রেডিকশন শোনেন কেন
সোশ্যাল মিডিয়া = মন খারাপ
লোকে মুলো কী করে ভালোবেসে খায়
তর্ক করা = বেকার সময় নষ্ট
প্রশংসা লাভজনক না ক্ষতিকারক
মিটিং করে কোনও কাজের কাজ হয় না।
লোকে সারাদিন মিটিং কেন করে
দিস, টু, শ্যাল পাস। 
মর্নিং শোজ দ্য ডে



অনুপ্রেরণাঃ What I Know For Sure


Comments

  1. শিওর না যেগুলো সেগুলো বেশী ভাল্লাগ্লো :D

    ReplyDelete
    Replies
    1. হাহা, থ্যাংক ইউ, প্রদীপ্ত।

      Delete
  2. This shall too pass...hi five kuntala Di

    ReplyDelete
    Replies
    1. হায়েস্ট ফাইভ, প্রিয়াঙ্কা।

      Delete
  3. prothom personal perspective-wala point duto bade general sobkota niyei akebare akmot.
    yeti obhijan ta ki cinema?

    ReplyDelete
    Replies
    1. সেকি, ট্রেলার দেখোনি, কুহেলি! শিগগির এ পাপের প্রায়শ্চিত্ত কর।

      Delete
  4. সোশ্যাল মিডিয়া = মন খারাপ

    hok kotha

    লোকে মুলো কী করে ভালোবেসে খায়

    e amar kintu hevy lage,bishesh kore kuchi kuchi mulo ar mulo shag

    prosenjit

    ReplyDelete
    Replies
    1. ইস, অবান্তরে অনেক মুলো পছন্দ করা লোকজন আছেন দেখতে পাচ্ছি। আমার বাড়িতেও আছে অবশ্য। বেগুন দেখতে পারে না, এদিকে মুলোতে আপত্তি নেই। রহস্যময় ব্যাপার।

      Delete
  5. বেশ মজা লাগল। তবে আমি কিন্তু মুলো ভালোবেসে খাওয়া লোকেদের দলে। আর আপনাদের মিটিং করে কোনও লাভ হয় কিনা জানিনা, আমরা ফ্রী খাবারদাবার পাই।

    ReplyDelete
    Replies
    1. আমার মিটিং-এর প্রতি বিতৃষ্ণা এতই বেড়েছে যে ইটিং দিয়ে মেকআপ হচ্ছে না, সুগত।

      Delete
  6. anek kichhui mile cache. Bratati.

    ReplyDelete
    Replies
    1. ভেরি গুড, ব্রততী।

      Delete

Post a Comment