কয়েকটা লিংক
গান্ধী সম্পর্কে অরওয়েল।
মঙ্গলে যাওয়ার প্রস্তুতি চলছে জোর কদমে।
স্পিনস্টার কথাটা যে আর চলে না সেটা জানতাম, দু’হাজার পাঁচ থেকে ব্যাচেলরও নাকি ব্যাকডেটেড।
যে কুমীরের ডায়েট ডাইনোসর, তার সাইজ যে পিলে চমকানো হবে তাতে আর আশ্চর্য কী।
রিসার্চের নামে অ্যাডভাইসরের জলটল বয়ে দিতে শুনেছি, কিন্তু মার্ডার মিস্ট্রি লেখার রিসার্চের নামে সত্যি সত্যি মার্ডারটা একটু বাড়াবাড়ি।
পৃথিবীতে সব রঙের নাম দেওয়ার মতো ভাষা নেই আমাদের।
সবাই এই লিস্ট মেনে চললে আমার হলে গিয়ে সিনেমা দেখার ইচ্ছে আবার ফিরে আসবে, আমি নিশ্চিত।
সবাই এই লিস্ট মেনে চললে আমার হলে গিয়ে সিনেমা দেখার ইচ্ছে আবার ফিরে আসবে, আমি নিশ্চিত।
রোজ সকালে উঠে দশবার বলব আমি, আপনারাও বলা অভ্যেস করুন। এজ ইজ জাস্ট আ নাম্বার। এজ ইজ জাস্ট আ নাম্বার।
Comments
Post a Comment