কুইজঃ সবুজ খাতার ক্লু



উৎস গুগল ইমেজেস


তিরিশ বছরের গোয়েন্দা জীবনে তাঁর বিখ্যাত সবুজ খাতায় অনেক ক্লু লিখে গেছেন এশিয়া’স ((বেস্ট ক্রাইম ডিটেকটিভ। নিচের ক্লুগুলো সে খাতায় ছিল কি না আমরা জানি না, জানার উপায়ও নেই আর। কিন্তু কল্পনা করে নিতে দোষ কোথায়? আপনাদের কাজ হচ্ছে ক্লু দেখে, উঁহু অপরাধী নয়, রহস্য চিহ্নিত করা।

পুরোনো নিয়ম মনে আছে? নাকি ভুলে মেরে দিয়েছেন? আচ্ছা আরেকবার মনে করিয়ে দিচ্ছি। উত্তর দেওয়ার জন্য আপনাদের কাছে সময় থাকবে চব্বিশ ঘণ্টা। দেশে শুক্রবার সকাল সাড়ে দশটায়, অ্যামেরিকায় বৃহস্পতিবার রাত দুটোয়, আর জার্মানিতে শুক্রবার সকাল সাতটায় কুইজের উত্তর বেরোবে। ততক্ষণ কমেন্ট মডারেশন চালু রইল।

আচ্ছা এবার ক্লু-গুলো দেখা যাক।

১।  IP 1625 + U,  U - M

২। “এ স্পাই...” “এ স্পাই...”, কালো স্ট্যান্ডার্ড গাড়ি, লক্ষ্মণাবতী।

৩। ন’টা মাথা, চৌত্রিশটা হাত। সিক মনস্টার। ড্যাং-ও না, ক্যাং-ও না, এ হল গ্যাং-এর গল্প।

৪। ভোটরাজা। নারায়ণী মুদ্রা। ফোকলা ফকিরের গাছ।

৫। হোয়্যার ইজ দ্য ডেড বডি। শম্ভু দুই-পাঁচের বশ। বেঙুর।

৬। রে ধা রে মা নি সা মা দা দা রে।

৭। নিউ কোরিনথিয়ান লজ। মিশিগ্যান ইউনিভার্সিটি। প্রতিশোধ।

৮। সম্রাট অশোক। আম আঁটির ভেঁপু। হ্যাপি বার্থডে। হুকুমচাঁদ।

৯। নবাব সাদাত আলির ফিরিঙ্গি বাবুর্চি। ভিক্টোরিয়ার চিঠি। পার্ক স্ট্রিট।

১০। অসীমের ডাক শুনি কল্লোল মর্মরে
   এক পায়ে খাড়া থাকি একা বালুচরে।

বোনাস প্রশ্নঃ ১০ নম্বর প্রশ্নের কবিতার কবির নাম কী?

অল দ্য বেস্ট।

*****

খেলা শেষ। খেলোয়াড়দের সবাইকে আমার অভিনন্দন। এবার উত্তর। 

১. সোনার কেল্লা
২. বাদশাহী আংটি
৩.গ্যাংটকে গণ্ডগোল
৪. রয়েল বেংগল রহস্য
৫. ছিন্নমস্তার অভিশাপ
৬. সমাদ্দারের চাবি
৭. গোলোকধাম রহস্য
৮. বোসপুকুরে খুনখারাপি
৯. গোরস্থানে সাবধান
১০. হত্যাপুরী


Comments

  1. konodin surprise test dekhe ato khushi hoini :) edeshi kayday bolte ichhe korche yayyy :P
    (jodio likhte giye dekhchi anek guloi sure na :( )
    1. sonar kella
    2. badshahi angti
    3. gangtok e gondogol
    4. royal bengal rohosyo
    5. chhinnomostar obhishaap (?)
    6. radharomon samaddar.. mane samaddarer chaabi
    7. golokdhaam rohosyo (??)
    8. amati behala. orthaat bospukur e khunkharapi? amar abar ei kolkatar koyektar naam ektu guliye jaay..
    9. aha aha. gorosthane sabdhan. ki bhalo golpo. (r ki baje cinema:( )
    10. ei re, eta miss.. apsara theater er mamla na to? okhane deegha gechilo to.. tobe kobi to nirghat atheniam institution er sei boikuntha mallik, na?

    ReplyDelete
    Replies
    1. কান ঘেঁষে বেরিয়ে গেল স্বাগতা। অনেক অভিনন্দন।

      Delete
  2. বড্ড সোজা। সবাই দশে দশ পাবে। চেষ্টা করছি না।

    ReplyDelete
  3. ১. সোনার কেল্লা
    ২. বাদশাহী আংটি
    ৩. গ্যাংটকে গন্ডগোল
    ৪. রয়েল বেঙ্গল রহস্য
    ৫. ছিন্নমস্তার অভিশাপ
    ৬. সমাদ্দারের চাবি
    ৭. গোলোকধাম রহস্য - এইটা একটু ভুগিয়েছে।
    ৮. বোসপুকুরে খুনখারাপি
    ৯. গোরস্থানে সাবধান
    ১০. হত্যাপুরী - বৈকুন্ঠনাথ মল্লিক

    একটা ব্যোমকেশ কোরো দি, কখনো।

    ReplyDelete
    Replies
    1. কনগ্র্যাচুলেশনস, কনগ্র্যাচুলেশনস আবির। ব্যোমকেশ? আচ্ছা মনে রাখব।

      Delete
  4. বোনাস প্রশ্নের উত্তর কি বৈকুণ্ঠ মল্লিক ?

    ReplyDelete
  5. সত্যি সোজা, সবগুলোই পারবো মনে হচ্ছে।

    ১ সোনার কেল্লা
    ২ বাদশাহি আংটি
    ৩ গ্যাংটকে গণ্ডগোল
    ৪ রয়েল বেঙ্গল রহস্য
    ৫ ছিন্নমস্তার অভিশাপ
    ৬ সমাদ্দারের চাবি
    ৭ গোলোকধাম রহস্য
    ৮ বোসপুকুরে খুনখারাপি
    ৯ গোরস্থানে সাবধান
    ১০ হত্যাপুরী। কবির নাম বৈকুণ্ঠ মল্লিক

    ReplyDelete
    Replies
    1. মনে হওয়া ঠিক। একশোয় একশো পাওয়ার জন্য অনেক অভিনন্দন দেবাশিস।

      Delete
  6. আহা! কতদিন পর আবার ...

    ১. সোনার কেল্লা

    ২. বাদশাহী আংটি

    ৩. গ্যাংটকে গণ্ডগোল

    ৪. রয়েল বেঙ্গল রহস্য

    ৫. ছিন্নমস্তার অভিশাপ

    ৬. সমাদ্দারের চাবি

    ৭. গোলোকধাম রহস্য

    ৮. বোসপুকুরে খুনখারাপি

    ৯. গোরস্থানে সাবধান

    ১০. হত্যাপুরী

    বোনাস প্রশ্নঃ এথেনিয়াম ইনস্টিটিউশনের বাংলার শিক্ষক বৈকুণ্ঠ মল্লিক

    ReplyDelete
    Replies
    1. সকলেই একশো পেয়েছে, কিন্তু তুমি বোনাস প্রশ্নের উত্তরটা সবার থেকে ভালো দিয়েছ। তাই তোমাকে আধ পয়েন্ট এক্সট্রা দিলাম পিয়াস। কনগ্র্যাচুলেশনস।

      Delete
  7. সিরিয়াসলি ! এটা বড্ড সোজা । আমিও কাটিয়ে দিলাম। ঃ)

    ReplyDelete
  8. tomar quiz er uttor dite giye ki kando korechi shono :
    ami to baar baar scroll up kore kore clue gulo dekhi aar niche ans likhi, erokom korte oshubide hochilo bole tokhon ekta draft likhchilam , taar e last page e gie copy paste korechi ans gulo, tarpor kon youtube video te aatke gechi die aar kheyal nei, tar por shei uttor ekhane na post hoe, draft shomet chole geche sir er kache :(((
    bhaggish sir bangla bujhte parben na, royal bengal tiger ta bujhben hoeto, aar last e shob an parini bole ekta sad smiley- o chilo! ki kando bolo to! :(

    ReplyDelete
    Replies
    1. সর্বনাশ করেছে পরমা। ইউটিউব হচ্ছে সব নষ্টের গোড়া। এটা আমি অনেকদিন থেকেই টের পেয়েছি।

      Delete

Post a Comment