সাপ্তাহিকী
বিট্ল্সের সাজে হিচকক
Everything in life that’s any fun, as somebody wisely observed, is either immoral, illegal or fattening.--- P. G. Wodehouse
আমার অনেকদিনের পুরোনো সন্দেহটা, লোকের বড় হওয়ার বয়স দিন দিন বাড়ছে, সেটা
আরেকবার প্রমাণিত হল।
রাগ হওয়ারই কথা।
ডায়াবেটিস থাকলে এ ছবি না দেখাই ভালো।
এ সপ্তাহের গান। কঠোর কথা এমন মিষ্টি করে বলতে পারার ক্ষমতা যদি সবার থাকত।
Highly impressed by "listen to Wiki". TCC kemon laglo bolle na to?
ReplyDeleteকুকু'স কলিং-এর পোস্ট আসছে সোমনাথ। উইকিপিডিয়ার গানটা আমারও খুব ভালো লেগেছে।
Deleteসাদাকালো থেকে রঙিন টা খুব ভালো লাগলো। উইকিপিডিয়ার বাজনাটাও।
ReplyDeleteওডহাউস যা বলেছেন সেটা আমি চিরকালই জানি। নেহাত ইল্লিগাল টা করলে পুলিশে ধরবে তাই করিনা, ইম্মরাল আর ফ্যাটেনিং পুরোদমে চালিয়ে যাচ্ছি।
হিন্দিতে একটা কথা আছে, "আপনি গলি মে কুত্তা ভি শের হোতা হ্যায়।" সে হিসেবে কিন্তু ওই চীন দেশের কুকুরটাও সিংহের খাঁচায় ঢোকার অধিকার অর্জন করতে পারে। শুধু দেখতে হবে ওটা ওর গলি কিনা। :)
হাহা, ঠিক বলেছেন। ছবিগুলো আমারও খুব পছন্দ হয়েছে।
Delete