কুইজঃ কার লেখা কে লেখে? (উত্তর প্রকাশিত)



উৎস গুগল ইমেজেস


নিচের তালিকাটা দেখলেই গোলমালটা স্পষ্ট হয়ে যাবে। যিনি ক তিনি এক নম্বর লেখা লেখেননি, (ইন ফ্যাক্ট, তিনি দু’নম্বর লেখাটিও লেখেননি, তিন নম্বরটিও . . . নাঃ, আর হিন্ট দেওয়াটা বাড়াবাড়ি হয়ে যাবে), যিনি খ তিনি দু’নম্বরটি লেখেননি, ইত্যাদি প্রভৃতি। ক খ-র সঙ্গে এক দুই ঠিকঠাক ম্যাচিং করে তালিকার গোলমাল সারানোই আপনাদের আজকের খেলা।

খেলা শুরু হল এখন থেকে, শেষ হবে ঠিক চব্বিশ ঘণ্টা পর। দেশে সোমবার রাত আটটায়। ততক্ষণ আমি কমেন্ট পাহারা দেব। অল দ্য বেস্ট।


*****


ক) প্রেমেন্দ্র মিত্র
১। বোবা কাহিনী
খ) রমাপদ চৌধুরী
২। বারো ঘর এক উঠান
গ) বিমল মিত্র
৩। বালিকা বধূ
ঘ) বিমল কর
৪। সাহেব বিবি গোলাম
ঙ) জ্যোতিরিন্দ্র নন্দী
৫। শিবুর ডায়রি
চ) জসিমুদ্দিন
৬। হুগলীর ইমাম বাড়ি
ছ) লীলা মজুমদার
৭। বাঙালি জীবনে রমণী
জ) সন্দীপন চট্টোপাধ্যায়
৮। খারিজ
ঝ) নীরদ সি চৌধুরী
৯। পাঁক
ঞ) স্বর্ণকুমারী দেবী
১০। ডাবল বেডে একা
ট) সতীনাথ ভাদুড়ী
১১। অরণ্যের অধিকার
ঠ) শিবরাম্ চক্রবর্তী
১২। মোৎজার্টের স্বরলিপি
ড) নবনীতা দেবসেন
১৩। চার ইয়ারি কথা
ঢ) উৎপল দত্ত
১৪। আমি রাসবিহারীকে দেখেছি
ণ) বুদ্ধদেব বসু
১৫। ডোডো তাতাই পালাকাহিনী
ত) নারায়ণ সান্যাল
১৬। বিজলীবালার মুক্তি
থ) তারাপদ রায়
১৭। বাড়ি থেকে পালিয়ে
দ) মহাশ্বেতা দেবী
১৮। গোলাপ কেন কালো
ধ) প্রমথ চৌধুরী
১৯। ঢোঁড়াই চরিত মানস
ন) মতি নন্দী
২০। মঁসিয়র হুলোর হলিডে


*****


উত্তর


ক) প্রেমেন্দ্র মিত্র
৯। পাঁক
খ) রমাপদ চৌধুরী
৮। খারিজ
গ) বিমল মিত্র
৪। সাহেব বিবি গোলাম
ঘ) বিমল কর
৩। বালিকা বধূ
ঙ) জ্যোতিরিন্দ্র নন্দী
২। বারো ঘর এক উঠান
চ) জসিমুদ্দিন
১। বোবা কাহিনী
ছ) লীলা মজুমদার
৫। শিবুর ডায়রি
জ) সন্দীপন চট্টোপাধ্যায়
১০। ডাবল বেডে একা
ঝ) নীরদ সি চৌধুরী
৭। বাঙালি জীবনে রমণী
ঞ) স্বর্ণকুমারী দেবী
৬। হুগলীর ইমাম বাড়ি
ট) সতীনাথ ভাদুড়ী
১৯। ঢোঁড়াই চরিত মানস
ঠ) শিবরাম্ চক্রবর্তী
১৭। বাড়ি থেকে পালিয়ে
ড) নবনীতা দেবসেন
২০। মঁসিয়র হুলোর হলিডে
ঢ) উৎপল দত্ত
১২। মোৎজার্টের স্বরলিপি
ণ) বুদ্ধদেব বসু
১৮। গোলাপ কেন কালো
ত) নারায়ণ সান্যাল
১৪। আমি রাসবিহারীকে দেখেছি
থ) তারাপদ রায়
১৫। ডোডো তাতাই পালাকাহিনী
দ) মহাশ্বেতা দেবী
১১। অরণ্যের অধিকার
ধ) প্রমথ চৌধুরী
১৩। চার ইয়ারি কথা
ন) মতি নন্দী
১৬। বিজলীবালার মুক্তি



Comments

  1. ক) প্রেমেন্দ্র মিত্র ১। পাঁক
    খ) রমাপদ চৌধুরী ২। খারিজ
    গ) বিমল মিত্র ৩। সাহেব বিবি গোলাম
    ঘ) বিমল কর ৪। বালিকা বধূ
    ঙ) জ্যোতিরিন্দ্র নন্দী ৫। বারো ঘর এক উঠান
    চ) জসিমুদ্দিন ৬। বোবা কাহিনী
    ছ) লীলা মজুমদার ৭। শিবুর ডায়রি
    জ) সন্দীপন চট্টোপাধ্যায় ৮। ডাবল বেডে একা
    ঝ) নীরদ সি চৌধুরী ৯। বাঙালি জীবনে রমণী
    ঞ) স্বর্ণকুমারী দেবী ১০। হুগলির ইমাম বাড়ি
    ট) সতীনাথ ভাদুড়ী ১১। ঢোঁড়াই চরিত মানস
    ঠ) শিবরাম্ চক্রবর্তী ১২। বাড়ি থেকে পালিয়ে
    ড) নবনীতা দেবসেন ১৩। মঁসিয়ে হুলোর হলিডে
    ঢ) উৎপল দত্ত ১৪। মোৎজার্টের স্বরলিপি
    ণ) বুদ্ধদেব বসু ১৫। গোলাপ কেন কালো
    ত) নারায়ণ সান্যাল ১৬। আমি রাসবিহারীকে দেখেছি
    থ) তারাপদ রায় ১৭। ডোডো তাতাই পালাকাহিনী
    দ) মহাশ্বেতা দেবী ১৮। অরণ্যের অধিকার
    ধ) প্রমথ চৌধুরী ১৯। চার ইয়ারি কথা
    ন) মতি নন্দী ২০। বিজলীবালার মুক্তি

    গুগল দেখি নি, ক্রস মাই হার্ট। দু একটা এলিমিনেশন প্রসেসে বসে গেছে, তবে বেশির ভাগই জানাচেনা!

    ReplyDelete
    Replies
    1. কেয়া বাত, অদিতি। অভিনন্দন। খুব ভালো লাগল খেললে বলে। থ্যাংক ইউ।

      Delete
  2. খ) রমাপদ চৌধুরী - ৮। খারিজ
    গ) বিমল মিত্র - ৪। সাহেব বিবি গোলাম
    ঘ) বিমল কর - ৩। বালিকা বধূ
    জ) সন্দীপন চট্টোপাধ্যায় - ১০। ডাবল বেডে একা
    ঝ) নীরদ সি চৌধুরী - ৭। বাঙালি জীবনে রমণী
    ট) সতীনাথ ভাদুড়ী - ১৯। ঢোঁড়াই চরিত মানস
    ঠ) শিবরাম্ চক্রবর্তী - ১৭। বাড়ি থেকে পালিয়ে
    ত) নারায়ণ সান্যাল - ১৪। আমি রাসবিহারীকে দেখেছি
    থ) তারাপদ রায় - ১৫। ডোডো তাতাই পালাকাহিনী
    দ) মহাশ্বেতা দেবী - ১১। অরণ্যের অধিকার
    ন) মতি নন্দী - ১৬। বিজলীবালার মুক্তি

    ReplyDelete
    Replies
    1. স্ট্রাইক রেট ১০০! চমৎকার। অভিনন্দন কৌশিক।

      Delete
  3. দেখেই মনে হল খুব সহজ। দুতিনটে পারতাম না, ভাবলাম সেগুলো পারমুটেশন কম্বিনেশন করে বেরিয়ে যাবে। অকুস্থলে এসে বোঝা গেল, ব্যাপার তত সহজ নয়।

    ক - ৯
    খ - ৮
    গ - ৪
    ঙ - ২
    চ - ১
    ছ - ৫
    জ - ১০
    ঝ - ৭
    ট - ১৯
    ঠ - ১৭
    ণ - ১৮
    ত - ১৪
    থ - ১৫
    দ - ১১

    কুড়ির মধ্যে চোদ্দ।

    ReplyDelete
    Replies
    1. কিন্তু চোদ্দটাই ঠিক হয়েছে। কাজেই অভিনন্দন। খেলার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেবাশিস।

      Delete
  4. বোবা কাহিনী- জসিমুদ্দিন
    সাহেব বিবি গোলাম- বিমল মিত্র
    বালিকা বধূ- বিমল কর
    হুগলীর ইমাম বাড়ি- স্বর্ণকুমারী দেবী
    শিবুর ডায়রি- লীলা মজুমদার
    বাঙালী জীবনে রমণী- নীরদ সি চৌধুরী
    খারিজ- রমাপদ চৌধুরী
    পাঁক- প্রেমেন্দ্র মিত্র
    ডাবল বেডে একা- সন্দীপন চট্টোপাধ্যায়
    অরণ্যের অধিকার- মহাশ্বেতা দেবী
    চার ইয়ারি কথা- প্রমথ চৌধুরী
    বাড়ি থেকে পালিয়ে- শিবরাম চক্রবর্ত্তী
    গোলাপ কেন কালো- বুদ্ধদেব বসু
    ঢোঁড়াই চরিত মানস- সতীনাথ ভাদুড়ী
    মসিঁয়র হুলোর ডায়রি- নবনীটা দেবসেন
    ডোডো তাতাই পালা কাহিনী- তারাপদ রায়
    আমি রাসবিহারীকে দেখেছি- নারায়ণ স্যান্যাল
    বিজলীবালার মুক্তি- মতি নন্দী
    মোৎজার্টের স্বরলিপি- উৎপল দত্ত

    ReplyDelete
    Replies
    1. বাঃ বাঃ, দারুণ হয়েছে খেলা, সৌরাংশু। অভিনন্দন। আমি উৎপল দত্তের বইটার নাম জানতাম না, প্রশ্নপত্র সেট করতে গিয়ে জানা হয়ে গেল।

      Delete
    2. আমার হেব্বি এক্সাইটিং লেগেছে খেলতে। উৎসাহে চোটে নবনীটা হয়ে গেছে

      Delete
  5. shakal theke boring meeting-e bore hocchilam. eta peye besh bhalo holo


    ক) প্রেমেন্দ্র মিত্র পাঁক
    খ) রমাপদ চৌধুরী খারিজ
    গ) বিমল মিত্র সাহেব বিবি গোলাম
    ঘ) বিমল কর বালিকা বধূ
    ঙ) জ্যোতিরিন্দ্র নন্দী বারো ঘর এক উঠান
    চ) জসিমুদ্দিন বোবা কাহিনী
    ছ) লীলা মজুমদার শিবুর ডায়রি
    জ) সন্দীপন চট্টোপাধ্যায় ডাবল বেডে একা
    ঝ) নীরদ সি চৌধুরী বাঙালি জীবনে রমণী
    ঞ) স্বর্ণকুমারী দেবী হুগলীর ইমাম বাড়ি
    ট) সতীনাথ ভাদুড়ী ঢোঁড়াই চরিত মানস
    ঠ) শিবরাম্ চক্রবর্তী বাড়ি থেকে পালিয়ে
    ড) নবনীতা দেবসেন মঁসিয়র হুলোর হলিডে
    ঢ) উৎপল দত্ত মোৎজার্টের স্বরলিপি
    ণ) বুদ্ধদেব বসু গোলাপ কেন কালো
    ত) নারায়ণ সান্যাল আমি রাসবিহারীকে দেখেছি
    থ) তারাপদ রায় ডোডো তাতাই পালাকাহিনী
    দ) মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার
    ধ) প্রমথ চৌধুরী চার ইয়ারি কথা
    ন) মতি নন্দী বিজলীবালার মুক্তি

    ReplyDelete
    Replies
    1. দারুণ দারুণ, দেবশ্রী। দারুণ খেলেছ। অসংখ্য অভিনন্দন আর ধন্যবাদ জেনো।

      Delete
  6. Kichuta sahajyo niye complete korlam.

    Premendra Mitra-Pa(n)k
    Ramapada Chaudhury- Kharij;
    Bimal Mitra-Saheb Biwi Golam;
    Bimal Kar: Balika Badhu;
    Jyotirindra Nandi-Baro Ghar ek Uthan;
    Jasimuddin-Boba Kahini;
    Lila Majumdar-Shibur Dairy;
    Nirad C Chaudhuri- Bangali Jibone Ramani;
    Swarnakumari Devi- Hughlir Imambari;
    Satinath Bhaduri-Dho(n)rai Charit Manas;
    Sibram Chakrabarti- Bari Theke Paliye;
    Nabanita Dev Sen-Monseiur Hulor Holiday;
    Utpal Dutt-Double Bede Eka;
    Buddhadeb Bosu- Golap Keno Kalo;
    Narayan Sanyal-Ami Rashbihari ke dekhechhi;
    Tarapada Ray- Dodo Tatai pala kahini;
    Mahasweta Devi-Aranyaer Adhikaar;
    Pramatha Chaudhuri-Char Yaari Katha
    Moti Nandy-Bijolibalar Mukti

    ReplyDelete
    Replies
    1. সাহায্য না থাকলে আমি প্রশ্নপত্রটাই সেট করতে পারতাম না, রুণা। কাজেই ডোন্ট ওয়রি। আমি নিশ্চিত তুমি বেশিরভাগ নিজেই পেরেছিলে। খেলার জন্য অনেক অনেক ধন্যবাদ।

      Delete
    2. Bangla horofe kikore type kore?

      Delete
    3. হয় অভ্র ডাউনলোড করে (https://www.omicronlab.com/avro-keyboard-download.html) নয় সোজা গুগল ট্রান্সলিটারেশন পাতায় লিখে (http://www.google.com/inputtools/try/) সেখান থেকে কপি/কাট পেস্ট করে কমেন্ট বক্সে ছেপে দিতে পার, রুণা।

      Delete
  7. ক) - ৯।
    খ) - ৮।
    গ) - ৪।
    ঘ) - ৩।
    ঙ) - ২।
    চ) - ১।
    ছ) - ৫।
    জ) - ১০।
    ঝ) - ৭।
    ঞ)- ৬।
    ট) - ১৯।
    ঠ) - ১৭।
    ড) - ২০।
    ঢ)- ১২।
    ণ) - ১৮।
    ত) - ১৪।
    থ) - ১৫।
    দ) - ১১।
    ধ) - ১৩।
    ন) - ১৬। -

    googler joi ..

    ReplyDelete
    Replies
    1. এ মা, গুগলের নাম করতে আছে নাকি? বলবে আমি নিজেই পেরেছি। যাই হোক, তোমার সততায় খুশি হয়ে আমি তোমাকেই ফুল মার্কস দিচ্ছি। অনেক অনেক অভিনন্দন।

      Delete
  8. অনেকগুলোই আন্দাজে দিলাম। দেখি কি হয় !
    চ - ১
    ঙ - ২
    ঘ - ৩
    গ - ৪
    ছ - ৫
    ঞ - ৬
    ঝ - ৭
    খ - ৮
    ক - ৯
    জ - ১০
    দ - ১১
    ঢ - ১২
    ধ - ১৩
    ত - ১৪
    থ - ১৫
    ন - ১৬
    ঠ - ১৭
    ণ - ১৮
    ট - ১৯
    ড - ২০

    ReplyDelete
    Replies
    1. কী আবার হবে? একশোয় একশোই হবে। অনেক অনেক অভিনন্দন পিয়াস। আর তুমি যে কুইজে অংশগ্রহণ করলে সে জন্য প্রতিবারের মতোই আন্তরিক ধন্যবাদ।

      Delete
  9. ন) মতি নন্দী ১৬। বিজলীবালার মুক্তি
    ত) নারায়ণ সান্যাল১৪। আমি রাসবিহারীকে দেখেছি
    খ) রমাপদ চৌধুরী ৮। খারিজ
    ঠ) শিবরাম্ চক্রবর্তী ১৭। বাড়ি থেকে পালিয়ে
    গ) বিমল মিত্র৪। সাহেব বিবি গোলাম
    থ) তারাপদ রায় ১৫। ডোডো তাতাই
    ঘ) বিমল কর ৩। বালিকা বধূ
    ছ) লীলা মজুমদার৫। শিবুর ডায়রি
    ধ) প্রমথ চৌধুরী ১৩। চার ইয়ারি কথা
    দ) মহাশ্বেতা দেবী১। অরণ্যের অধিকার
    জ) সন্দীপন চট্টোপাধ্যায়১০। ডাবল বেডে একা
    ঙ) জ্যোতিরিন্দ্র নন্দী ২। বারো ঘর এক উঠান
    ণ) বুদ্ধদেব বসু১৮। গোলাপ কেন কালো

    ট) সতীনাথ ভাদুড়ী১৯। ঢোঁড়াই চরিত মানস eta tukechi..
    চ) জসিমুদ্দিন১। বোবা কাহিনী
    ড) নবনীতা দেবসেন ২০। মঁসিয়র হুলোর হলিডে
    ঝ) নীরদ সি চৌধুরী ৬। হুগলীর ইমাম বাড়ি
    ঞ) স্বর্ণকুমারী দেবী ৭। বাঙালি জীবনে রমণী
    ঢ) উৎপল দত্ত১২। মোৎজার্টের স্বরলিপি
    ক) প্রেমেন্দ্র মিত্র৯। পাঁক
    last 6 ta baniye likhechi.. :)

    ReplyDelete
    Replies
    1. তুই যে দুটো গুলিয়েছিস, সে দুটো গোলানো এতই স্বাভাবিক যে ওটাকে ভুল বলে ধরতে আমার মন চাইছে না, ঊর্মি। খুব ভালো খেলেছিস। কনগ্র্যাচুলেশনস। অবান্তরে এত মন দিয়ে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ তো রইলই।

      Delete
  10. এঃ হে, টাইম জোনের হিসেবটা গোলমাল করে ফেলায় উত্তর দিতে দেরী হয়ে গেল। কিন্তু তাতে কিছু যায় আসেনা, কারণ আমি এটার এত কম উত্তর জানতাম, যে আমার উত্তর হত এইটা:
    “It's better to keep your mouth shut and appear stupid than open it and remove all doubt”

    ReplyDelete
    Replies
    1. এই বিনয়টা একটু বাড়াবাড়ি হয়ে গেল, সুগত। আমি এক্ষুনি গুনে দেখলাম অন্তত বারোটা তো আপনি পারতেনই। সিক্সটি পার্সেন্ট। ফার্স্ট ক্লাস নম্বর।

      Delete

Post a Comment