Things I am Thankful for
ভদ্রতাবোধসম্পন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
নিজের সমস্ত দুশ্চিন্তা,
উদ্বেগের ভার সম্পূর্ণ ন্যস্ত করার মতো শক্তপোক্ত কাঁধওয়ালা দু’জোড়া বাবামা।
ঠাকুমা। কুয়োর পাড়ে উঠে পেয়ারা
পাড়া ঠাকুমা, ক্যাথিটার পরে বিছানায় শুয়ে থাকা ঠাকুমা।
অফিসফেরতা অসামান্য ক্ষিদের মুখে সামান্য ঝালমুড়ি।
ফ্রিজ ভর্তি স্বাস্থ্যকর
খাবার ফেলে রেখে ম্যাগি দিয়ে ডিনার সারার চরম অস্বাস্থ্যকর তাল।
সে তালে সোৎসাহে তাল
মেলানোর মতো সঙ্গী। চব্বিশ ঘন্টার।
ফ্রেন্ডদের উপস্থিতি।
ফ্রেন্ডলিস্টের অনুপস্থিতি।
শুক্রবার বিকেল। শনিবার
সকাল।
ক্যান্ডি ক্রাশ। একাকীত্বে
সঙ্গ দেওয়ার জন্য। আমার মতো জন্মনিড়বিড়ের ভেতরের সুপ্ত কিলার ইনস্টিংক্টের ঘুম
ভাঙানোর জন্য।
সাইলেন্ট মোড।
স্প্যাম ফোল্ডার।
মুখপোড়ানো বেগুনি।
বুকজোড়ানো ঠাণ্ডা জল।
বারান্দাওয়ালা বাড়ি।
মেট্রোওয়ালা শহর।
অবান্তর।
আপনারা।
What about the list of things that you would be happy to miss?? The two lists need to be taken together, right!
ReplyDeleteShuteertho
ঠিক বলেছেন, সুতীর্থ। চাই আর চাই-না, এই দুয়ে না মিললে কিচ্ছু পুরো হওয়ার জো নেই। দেখি, সে রকম একটা লিস্ট বানানো যায় কি না। আইডিয়া দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
DeleteJhalmuri!!!! Especially train er journey te khub kaje dei..
ReplyDeleteহাই ফাইভ, অর্ণব। আমি তো ট্রেনে চড়লে নিয়ম করে কিছু একটা খাই, সে ক্ষিদে পাক আর না পাক। ঝালমুড়ি লিস্টের প্রথমেই থাকে, তারপর বাদাম চাক।
Deleteএ যে টেলিপ্যাথির ঠাকুরদাদা। কাল রাতেই ভাবছিলাম যে আপনি হয়ত থ্যাঙ্কসগিভিং বাবদ কিছু একটা লিখবেন।
ReplyDeleteদেখেছেন, কী রকম প্রেডিক্টেবল হয়ে পড়েছি? এটা ইয়ার্কি করলাম, অবান্তরের পাঠকরা যে আমার চালচলন আন্দাজ করতে পারেন তাতে আমি যারপরনাই খুশি হই। ওই রহস্য-রহস্য কী হয়-কী হয় ঢাকঢাক গুড়গুড় আমার মোটে পছন্দ না।
DeleteShonibaar sokaler moto bhalo somoy ar hoy na. Especially Dillir ei osamanyo abohaway. Barandabhorti sheeter roddur, gorom cha, ar shonibar sokal. Aha!
ReplyDeleteহক কথা, বিম্ববতী।
Deleteক্যান্ডি ক্রাশ আর ফ্রেন্ডলিস্টের অনুপস্থিতি টা মেলেনি।ফ্রেন্ডদের উপস্থিতি টা ঠিক আছে। শুধু বেগুনির জায়গায় অন্য চপ হলে ভালো ... বাকি সব মিলে গেছে .... অবান্তর এর সঙ্গে লেখিকা কেও লিস্ট এ ঢোকালাম। .. :)
ReplyDeleteহাহা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঊর্মি।
Deletear "Abantor" ke amader kachhe pouchhe debar jonye tomake "Thanks !!!" Kuntala. :-)
ReplyDeleteথ্যাংক ইউ থ্যাংক ইউ, ইচ্ছাডানা। মাই প্লেজার।
DeleteI am also thankful to Cinema, Anondomela and Shuktara
ReplyDeleteবাঃ, তিনটেই ভালো জিনিস, হীরক।
DeleteSesh charter jonne high five Kuntala. Ami Mumbai te thekechhi -- tai barandawala barir mormo hare hare bujhi.
ReplyDeleteহাই ফাইভ, রুণা। বারান্দা না থাকলে আমার কেমন যেন বাড়ি সম্পূর্ণ মনে হয় না।
Deletedarun list !!
ReplyDelete--Bratati.
ধন্যবাদ, ধন্যবাদ, ব্রততী।
DeletePoint 1.
ReplyDeleteহাই ফাইভ, তন্ময়। এটা না হলে আমি জাস্ট মারা যেতাম। লোকজনের বসের যা গল্প শুনি, অন্তরাত্মা শুকিয়ে যায়।
Deleteকন্টেক্সটহীন। তবু বলি। তোমার ছবিছাবায় অনেক পোস্ট থেকে ছবি হাওয়া।
ReplyDeleteজানি, খুবই স্যাড ব্যাপার হয়েছে। আগেরগুলো সারানোর ধৈর্য নেই, পরে যাতে এই ঘটনা না ঘটে তার ব্যবস্থা নিচ্ছি।
Delete