সাপ্তাহিকী




To ride a bicycle is in itself some protection against superstitious fears, since the bicycle is the product of pure reason applied to motion. Geometry at the service of man! Give me two spheres and a straight line and I will show you how far I can take them. Voltaire himself might have invented the bicycle, since it contributes so much to man's welfare and nothing at all to his bane. Beneficial to the health, it emits no harmful fumes and permits only the most decorous speeds. How can a bicycle ever be an implement of harm?
                                       ---The Lady of the house of Love, Angela Carter

মানুষের ইতিহাসের প্রথম যুদ্ধ?


অনেক লেখকই অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র লেখেন, কিন্তু হাতে গোনা কয়েকজন নিজেদের লেখার মতো, কি তাঁর থেকেও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠতে পারেন। এডগার অ্যালেন পো তাঁদের মধ্যে একজন।

অনেক লেখকই নিরালায় লেখা পছন্দ করেন। রোয়াল্ড ডালের বাড়ির বাগানে লেখার জন্য আলাদা শেড ছিল, থুরো- বনবাস তো লিজেন্ড হয়ে গেছে, কিন্তু তা বলে সবাই যে এই নিরালা সাধনার পক্ষপাতী তেমনও নয়। যেমন স্টিফেন কিং। আরেকজন লেখকও একলা লিখতে গিয়েছিলেন, তাঁর অভিজ্ঞতার কথা পড়ে দেখতে পারেন।

তিনি আগাগোড়াই জানতেন।

নিজেকে খুঁজে বার করাই সবথেকে শক্ত কাজ, একথাটা আমিও মানি। তা বলে ঢাকঢোল পিটিয়ে সার্চ পার্টিতে যোগদান করতে হবে?   

শুধু ইংরিজিকে দোষ দিয়ে কী হবে, আমাদের বাংলাও সেক্সিজমে কিছু কম যায় না।

আরেকটা সেক্সিস্ট লিংক।

লিস্টের অন্য কোথাও যদি যাওয়া নাও হয়, তামিলনাড়ু তো যাওয়া যেতেই পারে।

আমি পাণ্ডাটাণ্ডা কিছু দেখতে পাচ্ছি না, আপনি পাচ্ছেন কি?


মানলাম মাত্র সাড়ে তিনটে দিন, তাও গোটা জীবনের নিরিখে।  সেটুকুও কীভাবে খরচ করছেন সেটা তো দেখতে হবে।

পাঁচ নম্বর সিক্রেটটা আমি জানতাম না। আপনি জানতেন?

এটা আমারও প্রশ্ন অনেকদিনের।



Comments

  1. বাকি লিঙ্কগুলো পরে দেখছি, তবে পান্ডাটা দেখতে হলে চশমা খুলে স্ক্রীনের দিকে তাকান।

    ReplyDelete
    Replies
    1. কী কাণ্ড। এ তো স্পষ্ট দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।

      Delete
  2. অন্বেষা সেনগুপ্তFebruary 2, 2016 at 2:19 AM

    ইস ওই চাকরিটা আমায কেউ দেবে??

    ReplyDelete
    Replies
    1. হাহা, অ্যাপ্লাই করেই দেখুন না, অন্বেষা।

      Delete

Post a Comment