সাপ্তাহিকী
In any art you’re allowed to steal anything if you can make it better.
---Ernest
Hemingway
আপনার লয়জ্ঞান কেমন? আমার স্কোর হাজারে মোটে ন'শো পাঁচ।
এতদিনে বুঝলাম আমার বুদ্ধি এত কম কেন।
এইসব লেখাপত্র পড়লে আমার একটা কথাই মনে হয়। আট/ আঠেরোঘণ্টা ওয়ার্ক ডে মানেই কি সেই লোকটা আট বা আঠেরো ঘণ্টা কাজ করছে নাকি? আমার সারাদিনে সত্যি সত্যি করা কাজের সময় গুনলে আমি নিশ্চিত সেটা দু’ঘণ্টা পনেরো মিনিট মতো হবে। আমি না হয় ফাঁকিবাজ, কিন্তু আমার চারপাশেও তো লোকজনদের দেখি। যত না কাজ তার থেকে ফোন চেক করা বেশি। ওয়ার্ক আওয়ার দিয়ে ওয়ার্ক মাপার হাস্যকরতাটা এবার বন্ধ হলেই পারে।
এইসব লেখাপত্র পড়লে আমার একটা কথাই মনে হয়। আট/ আঠেরোঘণ্টা ওয়ার্ক ডে মানেই কি সেই লোকটা আট বা আঠেরো ঘণ্টা কাজ করছে নাকি? আমার সারাদিনে সত্যি সত্যি করা কাজের সময় গুনলে আমি নিশ্চিত সেটা দু’ঘণ্টা পনেরো মিনিট মতো হবে। আমি না হয় ফাঁকিবাজ, কিন্তু আমার চারপাশেও তো লোকজনদের দেখি। যত না কাজ তার থেকে ফোন চেক করা বেশি। ওয়ার্ক আওয়ার দিয়ে ওয়ার্ক মাপার হাস্যকরতাটা এবার বন্ধ হলেই পারে।
বাঁচা গেল। আরও একটা জিনিস পাওয়া গেছে যেটা সর্বজনীন। সাদাকালো,
নারীপুরুষ, বোকাবুদ্ধিমান, হোমোহেটেরো, লম্বাবেঁটে নির্বিশেষে যা খাটে।
জার্মানিতে বাষট্টি মাইল লম্বা সাইকেল চালানোর সুপার হাইওয়ে
হচ্ছে।
কিন্তু তবু আমার জার্মানির থেকে ফারো আইল্যান্ডে যেতেই
ইচ্ছে করছে বেশি।
"mote" 905 ta ki sarcasm? X|
ReplyDelete882 r beshi pelam na. obsoshyo mouse ta nei hate, dell r touchpad...
sml
এমা ছি ছি, সারকাজম একেবারেই নয়, এস এম এল। আমি ভাবলাম সবাই আমার থেকে বেশি পাবে, তাই নিজের হারটা আগেই স্বীকার করে নিয়ে 'মোটে' শব্দটা জুড়ে দিলাম।
DeleteIst ukti ta ami jhenpe nie fb te gyan bitoron korbo bhabchhi. tomar onumati achhe?
ReplyDeleteBratati.
হাহা, সাগ্রহ সম্মতি আছে ব্রততী। বিতরণ করে দাও।
Delete