১০টি প্রশ্ন



১। ছোটবেলা কোথায় কেটেছে? 
রিষড়ায়।

২। ভালোবাসায় ভরসা রাখেন না ভরসা করতে ভালোবাসেন? 
ভরসা করতে ভালোবাসি।

৩। গাছেদের সঙ্গে কথা বলার ক্ষমতা অর্জন করতে চান না প্রাণীদের সঙ্গে? 
এটা ভীষণ শক্ত প্রশ্ন, কিছুতেই মনস্থির করতে পারলাম না, হাত তুলে দিলাম।

৪। খাবারের কোনও অদ্ভুত কম্বিনেশন পছন্দ করেন? 
শুক্তো থেকে চাটনি পর্যন্ত (পাঁপড় ছাড়া) সবকিছু রুটি দিয়ে খেতে পারি, ভালোবেসে খাই। 

৫। পাঁচটা জিনিস যা সারাদিন ভালো কাটায়।
অবান্তরে কমেন্ট, মায়ের ফোন, সম্পূর্ণ একলা থাকার কয়েকটা মুহূর্ত, অর্চিষ্মানের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত, ছুটি পাওয়ার অপেক্ষা।

৬। বিখ্যাত হতে চান? 
অবশ্যই। 

৭। শেষ কবে গোটা রাত জেগে কাটিয়েছিলেন? 
ভুলেই গেছি। 

৮। আপনার শৈশবের আপনি যদি আজকের আপনাকে দেখত তাহলে তার মনের ভাব কী হত? 
অবাক।

৯। আফসোস আছে কিছু? 
অনেক সময় নষ্ট করে ফেলেছি। এখনও করে চলেছি অবিরত। 

১০। জীবনে সেরা উপদেশ কী পেয়েছেন? 
পরিশ্রমের বিকল্প নেই।

*****

এই আমি আপনাদের সবাইকে ধাপ্পা দিলাম। এবার উত্তর দেওয়ার পালা আপনাদের। 



Comments

  1. ১। সল্ট লেক।
    ২। কোনোটাই না।
    ৩। গাছেদের সঙ্গে।
    ৪। ওমলেট দিয়ে মিষ্টি দই।
    ৫।জীবনানন্দ দাশ,ফুটবল, একাকীত্ব,গবেষণায় অবাক করা ডেটা, একটা দুর্ধর্ষ সেমিনার শোনা।
    ৬।বলা মুশকিল, তবে সম্ভবত হ্যাঁ।
    ৭।এই দিন পনেরো আগে,হাস্যকর কারণে।
    ৮।You've freaking grown up, mate, and you're freaking me out.
    ৯। স্মৃতিশক্তি/তথ্য মনে রাখার ক্ষমতাটা আরেকটু বাড়লে ভালো হতো।
    ১০। ভাবো,ভাবা প্র্যাকটিস করো।

    ReplyDelete
    Replies
    1. সময় করে উত্তর লেখার জন্য আর এত ভালো উত্তর লেখার জন্য ডবল থ্যাংক ইউ, সন্ময়। অমলেট দিয়ে দই বোধহয় সত্যজিৎ রায়ের এক কাকাও খেতেন, তাই না? আমি কখনও ট্রাই করিনি, করে দেখব।

      Delete
    2. খেতেন বোধহয়। ওই এক আজব ফ্যামিলি। দইয়ের মাথাটা নরম করে মাখনে ভাজা ওমলেট দিয়ে খাবেন, তূরীয় আনন্দ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। 😀

      Delete
    3. হাহা, এবার ট্রাই করতেই হবে।

      Delete
  2. ১. দক্ষিনেশ্বর এ
    ২.ভরসা করতে ভালোবাসি
    ৩.গাছ ও তো প্রাণ -ই। দুটোই।
    ৪.মুড়ি জল আর লুচি জল
    ৫. ভালো বই, হটাৎ খুঁজে পাওয়া কোনো ভালো গান,বৃষ্টি, বেড়াতে যাওয়ার প্ল্যান ফাইনাল হওয়া ,অবান্তরে নতুন পোস্ট
    ৬. চাই চাই চাই
    ৭.যাদবপুর ইউনিভার্সিটি ছেড়ে আসার দিন , আগের বছর
    ৮.অবাক
    ৯.ঠিক সময়ে যা করতে হতো তা সেই সময়ে মাথায় আসেনি
    ১০. Calvin: If people sat outside and looked at the stars each night, I'll bet they'd live a lot differently.
    Hobbes: How So?
    Calvin: Well, when you look into infinity, you realize that there are more important things than what people do all day.

    ReplyDelete
    Replies
    1. অ্যাঁ, লুচি জল? আজ আমাদের কয়েকটা লুচি বেঁচে গেছে, জল দিয়ে খাওয়ার চেষ্টা করে দেখব তো। আইডিয়া দেওয়ার জন্য থ্যাংক ইউ, সূচনা। তোমার দিন ভালো করা পঞ্চম আইটেমটা আমার গোটা মাস ভালো করে দিল। ক্যালভিন আর হবস-এর কথোপকথনের সত্যি জবাব নেই। হাই ফাইভ।

      Delete
    2. হাইফাইভ কুন্তলাদি। তুমি এতো মিষ্টি করে লেখো যে কি বলবো। ভাগ্গিস অবান্তর কে খুঁজে পেয়েছিলাম।

      Delete
    3. আরে থ্যাংক ইউ, সূচনা।

      Delete
  3. 1. Dum Dum Park, Kolkata.

    2. Dutoi. Bhorsa rakhi r kori.

    3. Thik bolte parbo na. Bodhhoi karo sathei noi.

    4. Na khub ekta noi. Thik jei karone fusion food amar bishal pochhonder noi.

    5. Ektu deri kore ghum theke otha, mon diye kaaj kora, bhalo adda mara pochhonder loker sathe, kichhukhon somoy shudhui nijer sathe katano, borer sathe sundar muhurto katano...

    6. Na khub ekta ichche nei. Tate nijer moto thakar anondo chole jaabe.

    7. Shokhe ermodhye gota raat jege na thakleo raat 3 te ba 4 te obdhi jegechhi. Tabe ermodhye proyojone jagte hoyechhe.

    8. Bodhhoi ektu abak hoto. Ja conviction chhilo segulo anek khetre rakhte parini bole.

    9. Amar choritrer modhye dirghosutrota thakar jonyo afsos hoi. Ki peyechhi r ki paini othoba ki hote partam r ki hoini sei niye bhabina karon amar kaachhe life is like a bundle of experience...

    10. Apnar sathe ekmot. Oitai jiboner mulmontro aar tar sathe probol ichchhashokti.

    ReplyDelete
    Replies
    1. বিখ্যাত হতে না চাওয়ার সংযম প্র্যাকটিস করা খুব শক্ত ব্যাপার সুস্মিতা। হিংসে করলাম। সময় নিয়ে উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  4. ১। ব্যারাকপুর।
    ২। এদের মধ্যে কোনোটাই না।
    ৩। এদের মধ্যে কারো সঙ্গেই না।
    ৪। নাঃ, খাওয়ার ব্যাপারে আমি তেমন অ্যাডভেঞ্চারাস নই।
    ৫। আমি রোজ ভালো থাকার মালমশলা ঠিক জুটিয়ে নিই, তার কোনো নির্দিষ্ট উপকরণ নেই।
    ৬। অবশ্যই।
    ৭। প্রায় বছর ছয়েক আগে, প্লেন ধরার চক্করে।
    ৮। "লোকটা এমন সুন্দরী বউ জোটাল কী করে?"
    ৯। কিছু-কিছু কাজ ঝোঁকের মাথায় না করলেই ভালো ছিল, কিন্তু করে ফেলেছি, এই আফশোস তো থাকেই।
    ১০। "এই তো জীবন, কালীদা।"

    ReplyDelete
    Replies
    1. হাহা, ভালো উত্তর, ঋজু। খেলায় অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  5. 1. Kolkata
    2. Bhorsha korte bhalobashi
    3. Gaach ba praanir shonge kotha bolte chai bole mone hoy na.
    4. Odbhut ki na jani na, ruti diye maacher jhol khete bhaloi lage, barite shobai bhabe pagol. Luchi-chini ar cha e toast dubiye khete odbhut bhalo lage
    5. Amar ashe pashe shobai bhalo thakle ar anonde thakle din ta automatically bhalo kate, ta chhara Anirban er banano shokaler coffee, amar bonjhhi ar bonpor kitti kalap er golpo shona, chhuti, office e taratari eshe, shobar ashar agey, abantor er post pora.
    6. Thik jani na.
    7. 2003 er shitkale ek din Dilli te.
    8. Cholbe.
    9. Chhotobelay pawa kichhu opportunity r thik kore advantage na newa.
    10. 1% inspiration ar 99% perspiration e hochhe success er chabikathi.

    ReplyDelete
    Replies
    1. 3. kotha bujhte chai bole hoy na, khali mone hoy tader prochur complaints thakbe manush der niye.

      Delete
    2. হ্যাঁ সে তো থাকবেই, রাকা। তোমার ছোটবেলার তোমাকে দেখে প্রতিক্রিয়াটা পড়ে মুচকি হাসলাম। আর লুচিচিনি জিন্দাবাদ। ওই কম্বিনেশনকে হারানো শক্ত। যত্ন করে উত্তর লেখার জন্য থ্যাংক ইউ।

      Delete
  6. ১। ছোটবেলা কোথায় কেটেছে?
    Ultodangay

    ২। ভালোবাসায় ভরসা রাখেন না ভরসা করতে ভালোবাসেন?
    Bhalobashay bhorsha rakhi

    ৩। গাছেদের সঙ্গে কথা বলার ক্ষমতা অর্জন করতে চান না প্রাণীদের সঙ্গে?
    Gachh

    ৪। খাবারের কোনও অদ্ভুত কম্বিনেশন পছন্দ করেন?
    Jol-bishkut; Pauruti toast-chanachur

    ৫। পাঁচটা জিনিস যা সারাদিন ভালো কাটায়।
    Office er adda, lunch er pore r sondhyay carrom, golper boi - ei 3 te tei dibyi hoye jay

    ৬। বিখ্যাত হতে চান?
    Nah

    ৭। শেষ কবে গোটা রাত জেগে কাটিয়েছিলেন?
    31st December, raat 3:00 obdhi

    ৮। আপনার শৈশবের আপনি যদি আজকের আপনাকে দেখত তাহলে তার মনের ভাব কী হত?
    অবাক।

    ৯। আফসোস আছে কিছু?
    অনেক সময় নষ্ট করে ফেলেছি। এখনও করে চলেছি অবিরত।

    ১০। জীবনে সেরা উপদেশ কী পেয়েছেন?
    Faki na marar kotha. Odbhutbhabe, ami setai mere esechi etokal :D

    Besh mojadar laglo gota jinishta :)

    ReplyDelete
    Replies
    1. আপনিও দেখি বুদ্ধিমান মানুষ, অরিজিত। বিখ্যাত হতে চান না। টোস্ট চানাচুর তো কালটিভেট করে দেখতে হবে মনে হচ্ছে। ক্যারাম খেলতে পারেন জেনে হিংসে করলাম। আমি ছোটবেলায় দুয়েকবার চেষ্টা করেছিলাম, আঙুলে ব্যথার চোটে ক্ষান্ত দিয়েছি।

      Delete
  7. ১। ছোটবেলা কোথায় কেটেছে?
    রহড়ায়।

    ২। ভালোবাসায় ভরসা রাখেন না ভরসা করতে ভালোবাসেন?
    দুটোই।

    ৩। গাছেদের সঙ্গে কথা বলার ক্ষমতা অর্জন করতে চান না প্রাণীদের সঙ্গে?
    গাছেদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নেই। তাই কথা বললেও সেটা ইন্টারেষ্টিং হবার সম্ভাবনা কম। এদিকে ডলফিনের শরীর আর ব্রেনের রেশিও মানুষের কাছাকাছি। কাজেই দ্বিতীয চয়েস।

    ৪। খাবারের কোনও অদ্ভুত কম্বিনেশন পছন্দ করেন?
    মাঝে সাঝে যা ইচ্ছে হয় কম্বিনেশন বানিয়ে নি। কনডেন্সড মিল্ক দিয়ে চা

    ৫। পাঁচটা জিনিস যা সারাদিন ভালো কাটায়।
    সম্পূর্ণ একলা থাকার কয়েকটা মুহূর্ত, ছুটি পাওয়ার অপেক্ষা, রাতের ঘুমের সময়টা ৪ ঘন্টার ওপরে হলে, চ্যাটের সাথে খুনসুটির সময়, গল্পের বই পড়তে পারলে।

    ৬। বিখ্যাত হতে চান?
    অবশ্যই।

    ৭। শেষ কবে গোটা রাত জেগে কাটিয়েছিলেন?
    গতকাল। ভোর ৪:৩০ টেয় শুতে গেলে সারারাত জাগায় তো হল, নাকি?

    ৮। আপনার শৈশবের আপনি যদি আজকের আপনাকে দেখত তাহলে তার মনের ভাব কী হত?
    অবাক।

    ৯। আফসোস আছে কিছু?
    অনেক সময় নষ্ট করে ফেলেছি। এখনও করে চলেছি অবিরত।

    ১০। জীবনে সেরা উপদেশ কী পেয়েছেন?
    কোন কিছুতে হার মেনে নেওয়ার আগে নিজের সর্বশক্তি লাগিয়ে চেষ্টা করতে হয়। হারার আগেই হার মানতে নেই।

    *****

    ReplyDelete
    Replies
    1. গাছেরা ব্যাপক প্রাচীন। একদম যাচ্ছেতাই প্রাচীন। যদি ওদের গল্পগাছা ওরা নিজেদের মধ্যে সংরক্ষণ করে রেখে থাকে, আর যদি আদৌ কথা বলতে পারে তাহলে ওদের থেকে বিস্তর তথ্য জানা যাবে। ডলু গুলোকে ভীষণ ভালোবাসি, ওদের ভাষাও রয়েছে, বিভিন্ন ডায়ালেক্টও আছে, খানিকটা ধরাও গিয়েছে। 😀

      Delete
    2. ভিয়েতনামিজরা কনডেন্সড মিল্ক দিয়ে কফি বানায়, ভারি ভালো খেতে হয়, তবে চা কখনও খাওয়া হয়নি, চুপকথা। আমি চায়ে চিনি ছেড়েছি বহুদিন হল, অর্চিষ্মান এখনও মাঝে মাঝে খায়, ওকে একদিন গিনিপিগ বানানো যেতে পারে। তোমার ঘুমোতে যাওয়া আর আমার ওঠার সময় এক দেখতে পাচ্ছি। আর ওই যে শেষের সেরা উপদেশটার কথা বললে, ওটা যে কী জরুরি, আমার মধ্যে ওই ফাইটটা নেই বলে আমি আরও হাড়ে হাড়ে অনুভব করতে পারি।

      Delete
    3. আমিও সাধারণত দুধ চিনি ছাড়া গ্রিন টি খাই। এটা রবিবার সকাল স্পেশাল পাঞ্জাবি মশলা চা বানাচ্ছিলাম। চ্যাটের খুব প্রিয়। পুরো দুধের মধ্যে দারচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, তেজপাতা, সস্তা দামের কড়া চা পাতা আর চিনি দিয়ে ফোটাবে। খবরদার ভালো চা পাতা নিয়ে না যেন। কাপের তলায় এক চামচ কনডেন্সড মিল্ক দিয়ে তার ওপরে ওই ফুটন্ত চা টা ঢেলে সার্ভ করবে। একবার খেয়ে দেখো। মাঝেসাঝে খেতে মন্দ লাগেনা। আর ঠিকই ধরেছ, কনডেন্সড মিল্কের আইডিয়াটা ভিয়েতনামীদের থেকেই ধার করা।

      Delete
    4. আরে একেবারে রেসিপি! থ্যাংক ইউ থ্যাংক ইউ। বানাতেই হবে।

      Delete
    5. খেয়ে কেমন লাগল জানিও কিন্তু

      Delete
    6. ফোটানোর সময় একটু খানি আদাও ছেঁচে ওর মধ্যে দিয়ে দিও.

      Delete
    7. অলরাইট, চুপকথা।

      Delete
  8. সন্ময়দা যদি গাছ কথা বলতে পারে তাহলে ইন্টারেস্টিং হবে। কিন্তু তারা কথা বলতে পারে কিনা তো সেটাই জানিনা।

    ReplyDelete
    Replies
    1. আমাদের বোধগম্য ভাষায় পারে না। কিন্তু নিজেদের মধ্যে কিছু তথ্য চালাচালি করে। Bernd Heinrich এর "The trees in my forest" বইটা বেশ ভাবিয়ে তুলেছে। পড়ে দেখতে পারো।

      Delete
    2. পড়ে দেখতে হবে। দেখি কিন্ডল লাইব্রেরিতে পাই কিনা।

      Delete
    3. কিন্ডল ভার্শন আছে। ভারি চমৎকার বই। উনি কাকেদের ব্যবহার ও বুদ্ধিমত্তা নিয়েও বই লিখেছেন। তার একটা এখন পড়ছি। কাকেরা চিরকালই আমার কাছে পরম বিস্ময়প্রদ প্রাণী। ভদ্রলোক পেশায় biologist ছিলেন, অধ্যাপনা করতেন।

      Delete
    4. কিন্ডল ভার্শান শুধু নেই-ই, কাগজের বইয়ের থেকে সেটা এত বেশি সস্তা (ভারতে) যে না কেনা ক্রাইম মনে হচ্ছে। এই কথোপকথনটা দেখে আমি খোঁজ নিতে গিয়েছিলাম সেখানে ওই মাইন্ড অফ দ্য র‍্যাভেন বইটাও দেখলাম। সন্ময়ের কাছে দুটো প্রশ্ন আছে। এক নম্বর, শুরু করতে হলে কোনটা দিয়ে শুরু করা ভালো, গাছ না কাক। দু'নম্বর, জীববিজ্ঞানে মূর্খ হলেও কি বইগুলোর রসাস্বাদন করা যাবে?

      Delete
    5. গাছ বা কাকের মধ্যে যে আপনার বেশি প্রিয় তাকে দিয়েই শুরু করতে পারেন। তবে আমাকে জিজ্ঞাসা করলে বলবো যে গাছ দিয়েই শুরু হোক, কারণ ওই বইটার মধ্য দিয়ে লেখকের সাথে আমার মতে বেটার পরিচয় হবে, ওনার thought process এর সাথে বেটার connect করা যাবে।
      জীববিজ্ঞানে অনভিজ্ঞ হলেও বইয়ের রসাস্বাদনে কোনো অসুবিধা হবে না। বরং আগ্রহ জন্মাবার সম্ভাবনা বেশি। আমি botany মোটেই ভালোবাসতাম না, সেই আমিই দেখুন রেকমেন্ড করে বেড়াচ্ছি।
      আরেকটা কাজ করতে পারেন, bookbub বলে একটা site আছে। সেখানে একটা account খুলে নিজের পছন্দসই genre ও বিষয়ের উপর বই এর ক্যাটেগরিতে টিক মেরে দেবেন। যখনই সেই জাতীয় বই ডিসকাউন্টে থাকবে, কিনে নিতে পারবেন। কিন্ডল, ibooks, google সব জায়গা থেকে। আমি হাস্যকর রকম কম দামে এখান থেকে ভালো সব বই পেয়েছি।

      Delete
    6. উত্তরের সঙ্গে সঙ্গে এত কাজের কথা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ, সন্ময়। আমি 'গাছ'টা কিনছি আর বুকবাব-এ অ্যাকাউন্টও খুলছি। থ্যাংক ইউ।

      Delete


    7. বুকবাবে আমারও অ্যাকাউন্ট আছে. অবিশ্বাস্য কম দাম

      Delete
    8. ইস, আমার সব কম দাম মিস হয়ে গেল এতদিন, আর মিস হতে দেওয়া যাবে না।

      Delete
    9. ei tathyagulo jananor janyo anek dhanyabad !

      Delete
  9. 1. Allahabad, Meerut, Moradabad, Patna, Forbesganj (jeta'r uchharon holo faarbuus gonj, Lucknow

    2. Bhorsha korte bhalobashi

    3. Pranider sange

    4. Jol diye Biskoot

    5. Chutir din, Brishti, Khichuri with Aloo-Phulkopi-koraishuti-baghabari ghee-dim bhaja, khabar por shuye shuye goyenda kahini pora, bikele aaro brishti :)

    6. Ekebarei na

    7. 31 December of gotobochor

    8. Chaliye jao :)

    9. Anek samay noshto korechhi....roj kore cholechhi.

    10. Don't take anything personally....no one thinks as much about you as you do!!!

    ReplyDelete
    Replies
    1. এই শেষের পয়েন্টটা যে কী সত্যি আর মনে রাখা কী শক্ত। তুমি লিখলে বলে নতুন করে নিজেকে মনে করালাম, শম্পা। তুমি কত জায়গায় থেকেছ! আর তোমার ভালোলাগার দিনটার জন্য হায়েস্ট হাই ফাইভ।

      Delete
  10. সবকিছু রুটি দিয়ে খেতে পারি, ভালোবেসে খাই

    ekta powerful high five...ei bepartay

    prosenjit

    ReplyDelete
    Replies
    1. হাই ফাইভ, প্রসেনজিৎ।

      Delete
  11. ১। ছোটবেলা কোথায় কেটেছে?
    হাওড়ায় গ্রামের বাড়িতে , কোলকাতায় হস্টেলে।

    ২। ভালোবাসায় ভরসা রাখেন না ভরসা করতে ভালোবাসেন?
    একই প্রশ্ন দুভাবে করা না? ভালোবাসায় ভরসা করলেই তো ভরসা করা যায়...আমি ভালোবাসায় ভরসা করি, তাই ভরসা করতেও ভালোবাসি।

    ৩। গাছেদের সঙ্গে কথা বলার ক্ষমতা অর্জন করতে চান না প্রাণীদের সঙ্গে?
    গাছেদের সাথে। গাছেদের কথা যেদিন আমরা শুনতে পাবো আমরা জ্ঞানী হয়ে যাবো।

    ৪। খাবারের কোনও অদ্ভুত কম্বিনেশন পছন্দ করেন?
    সব কিছু মুড়ি দিয়ে খেতে ভালোবাসি, সব চেয়ে শিহরিত আইটেম তার মধ্যে মাছ ভাজা আর জল মুড়ি।

    ৫। পাঁচটা জিনিস যা সারাদিন ভালো কাটায়।
    কাজের এপ্রিশিয়েশন , খুব ভালো বই , নিজের সাথে উপভোগ করতে পারি এমন মুহূর্ত জন্ম নিলে ,ঘুরে বেড়াতে পেলে, সকালেই জানা আজ কোনো দায়িত্ব নেই কাজ নেই।

    ৬। বিখ্যাত হতে চান?
    অবশ্যই।

    ৭। শেষ কবে গোটা রাত জেগে কাটিয়েছিলেন?
    অফিসের কাজে লাস্ট সপ্তাহেই এক দু দিন।

    ৮। আপনার শৈশবের আপনি যদি আজকের আপনাকে দেখত তাহলে তার মনের ভাব কী হত?
    অবাক।

    ৯। আফসোস আছে কিছু?
    অনেক কিছু নষ্ট করেছি নিজের স্বভাব দোষে , অনেক বোকামি করেছি, অনেক ভয় পেয়ে নিজের সাথে অন্যায় করেছি...।

    ১০। জীবনে সেরা উপদেশ কী পেয়েছেন?
    এগোলেই পথ তৈরী হয় আর ডিসিপ্লিন ছাড়া কিছু হয়না।

    ReplyDelete
    Replies
    1. আমার বাবাও ডিসিপ্লিনের ভক্ত, প্রদীপ্ত।গাছেদের সঙ্গে কথা বলতে পারলে আমার অনেক উপকার হত, এটা আমারও মনে হয়।

      Delete
  12. ১। ছোটবেলা কোথায় কেটেছে?
    পাঁচ বছর বয়স অবধি হুগলি, তারপর এলাহাবাদ।

    ২। ভালোবাসায় ভরসা রাখেন না ভরসা করতে ভালোবাসেন?
    ভরসা করতে ভালোবাসি।

    ৩। গাছেদের সঙ্গে কথা বলার ক্ষমতা অর্জন করতে চান না প্রাণীদের সঙ্গে?
    গাছেরাও প্রাণী, তবে প্রশ্নটা বুঝেছি। আমি গাছেদেরই বাছলাম। হাজার হাজার বছরের পুরোনো কোনও গাছের জীবনের গল্প শোনার লোভ সামলাতে পারছিনা।

    ৪। খাবারের কোনও অদ্ভুত কম্বিনেশন পছন্দ করেন?
    ভাত-ডাল দিয়ে ডালমুট। টমেটো কেচাপ দিয়ে ডালমুট মেখে। এছাড়া রুটি দিয়ে সবকিছু আমিও খেতে পারি।

    ৫। পাঁচটা জিনিস যা সারাদিন ভালো কাটায়।
    ব্লগে কমেন্ট (এটা প্রায় আজকাল হয়ইনা), ভালো কোনও ছবি তোলার মুহূর্ত পাওয়া, একা থাকার কিছু মুহূর্ত, রাতে ভালো ঘুম, রিসার্চের কাজে ভাল কিছু ঘটা।

    ৬। বিখ্যাত হতে চান?
    অবশ্যই।

    ৭। শেষ কবে গোটা রাত জেগে কাটিয়েছিলেন?
    মনে নেই। তবে কনফারেন্স পেপার জমা দেওয়ার ডেডলাইনের আগে এটা হয় অনেকসময়ই।

    ৮। আপনার শৈশবের আপনি যদি আজকের আপনাকে দেখত তাহলে তার মনের ভাব কী হত?
    অবাক।

    ৯। আফসোস আছে কিছু?
    অনেক সময় নষ্ট করে ফেলেছি। এখনও করে চলেছি অবিরত।

    ১০। জীবনে সেরা উপদেশ কী পেয়েছেন?
    মারফি'স ল কে সত্যি বলে মেনে চলতে হবে। অর্থাৎ যে কোনও কাজে কিছু গোলমাল হবে সেটা ধরে নিয়েই বিকল্প ব্যবস্থা প্ল্যান করে এগোনো উচিত।

    ReplyDelete
    Replies
    1. আমার একটা প্ল্যানই হয় না, প্ল্যান বি করতে হলেই হয়েছে। ডালমুট দিয়ে ভাত ডাল ট্রাই কিরে দেখতে হবে।

      Delete
  13. ১। ছোটবেলা কোথায় কেটেছে? 
    ইছাপুর, উত্তর ২৪ পরগনা

    ২। ভালোবাসায় ভরসা রাখেন না ভরসা করতে ভালোবাসেন? 
    ভরসা করতে ভালোবাসি।

    ৩। গাছেদের সঙ্গে কথা বলার ক্ষমতা অর্জন করতে চান না প্রাণীদের সঙ্গে? 
    গাছেদের সঙ্গে, গাছেরা বড় একলা।

    ৪। খাবারের কোনও অদ্ভুত কম্বিনেশন পছন্দ করেন? 
    সবকিছু রুটি দিয়ে খেতে পারি, ভালোবেসে খাই।

    ৫। পাঁচটা জিনিস যা সারাদিন ভালো কাটায়।
    মায়ের ফোন, সম্পূর্ণ একলা থাকার কয়েকটা মুহূর্ত, সারাদিনে যে কোনো সময়ে বই পড়া, ছুটি পাওয়ার অপেক্ষা, আয়েশ করে চা খাওয়া।

    ৬। বিখ্যাত হতে চান? 
    অবশ্যই। 

    ৭। শেষ কবে গোটা রাত জেগে কাটিয়েছিলেন? 
    ভুলেই গেছি। 

    ৮। আপনার শৈশবের আপনি যদি আজকের আপনাকে দেখত তাহলে তার মনের ভাব কী হত? 
    এটা কে বে!

    ৯। আফসোস আছে কিছু? 
    অনেক সময় আর সুযোগ নষ্ট করে ফেলেছি। এখনও করে চলেছি অবিরত।

    ১০। জীবনে সেরা উপদেশ কী পেয়েছেন? 
    হাল ছেড়ো না।

    ReplyDelete
    Replies
    1. তোমার সঙ্গে অনেক কিছু মিলেছে দেখে ভালো লাগল, প্রিয়াঙ্কা।

      Delete

Post a Comment