Dis or Dat: পুজোসংখ্যা
উৎসঃ গুগল ইমেজেস
সাবেকি না আভা গার্দঃ সাবেকি
প্রবাসী না পাড়ারঃ পাড়ার
সপ্তমীর সকাল না অষ্টমীর রাতঃ সপ্তমীর সকাল
অষ্টমীর লুচি না নবমীর পাঁঠাঃ অষ্টমীর লুচি
ইঁদুর না কলাবউঃ কলাবউ
কার্ত্তিক না গণেশঃ গণেশ
লক্ষ্মী না সরস্বতীঃ সরস্বতী
সিংহ না মহিষাসুরঃ মহিষাসুর, মহিষাসুর, মহিষাসুর।
বাগবাজার না বোসপুকুরঃ বাগবাজার
কলেজস্ট্রিট না কুমারটুলিঃ কুমারটুলি
গাড়ি চেপে না পদব্রজেঃ পদব্রজে
ফুচকা না এগরোলঃ ফুচকা প্লাস এগরোল
অঞ্জলি না সন্ধিপুজোঃ অঞ্জলি
জিনস না ধুতি/শাড়িঃ ধুতি/শাড়ি
দেবীবরণ না ধুনুচি নাচঃ ধুনুচি নাচ
কাটাফল না লুচিসুজিঃ লুচিসুজি
দূর্বা না বেলপাতাঃ দূর্বা। উঁহু, বেলপাতা। বেলপাতা, ফাইন্যাল।
শিউলি না কাশফুলঃ ক্লোজ আপে শিউলি, লং শটে কাশফুল
লিমকা না থামস আপঃ লিমকা
কর্নেটো না চকোবার না কর্নেটোঃ কর্নেটো। (চকোবারের থেকে খাওয়া শক্ত এমন কোনও খাদ্যবস্তুর সঙ্গে আমার এখনও মোলাকাত হয়নি।)
সানগ্লাস না ক্যাপবন্দুকঃ ক্যাপবন্দুক
কুইজ কমপিটিশন না প্রদীপ জ্বালানো প্রতিযোগিতাঃ প্রদীপ জ্বালানো প্রতিযোগিতা।
যদিও আমি কোনওবার চারটের বেশি জ্বালাতে পারিনি। হোপলেস।
ঢাক না কাঁসিঃ কাঁসি
প্রদীপ না চামরঃ প্রদীপ
পুজোর গান না পূজাবার্ষিকীঃ পূজাবার্ষিকী। আমাদের আমলে অবশ্য পুজোর গান সেভাবে
হয়নি, যেমন আমার মায়েদের সময়ে হত। তবে হলেও মনে হয় পূজাবার্ষিকীই বাছতাম।
(পুজোর সিন) কাহানি না উৎসবঃ উৎসব
রবীন্দ্রসংগীত না আশা/কিশোরঃ আশা/কিশোর
দুপুরে ভোঁস ভোঁস করে ঘুমিয়ে হোলনাইট ঠাকুর দেখা না দুপুরবেলা বালিশ জাপটে
শুয়ে টিভিতে সোনার কেল্লা জয় বাবা ফেলুনাথ দেখে রাতে অকাতরে ঘুমঃ দুপুরবেলা বালিশ জাপটে শুয়ে
টিভিতে সোনার কেল্লা জয় বাবা ফেলুনাথ দেখে রাতে অকাতরে ঘুম
নাড়ু না নিমকিঃ নাড়ু
গুড়ের নাড়ু না চিনির নাড়ুঃ গুড়ের নাড়ু
সাবেকি না আভা গার্দঃ সাবেকি
ReplyDeleteপ্রবাসী না পাড়ারঃ ঠাকুরদার যেটা প্রবাসী, আপনার সেটাই পাড়ার। কোনও তফাত নেই
সপ্তমীর সকাল না অষ্টমীর রাতঃ সপ্তমীর সকাল
সিংহ না মহিষাসুরঃ মহিষাসুর
গাড়ি চেপে না পদব্রজেঃ গাড়ি চেপে
অঞ্জলি না সন্ধিপুজোঃ অঞ্জলি
জিনস না ধুতি/শাড়িঃ ধুতি/শাড়ি
কাটাফল না লুচিসুজিঃ লুচিসুজি
লিমকা না থামস আপঃ থামস আপ
কর্নেটো না চকোবার না কর্নেটোঃ কর্নেটো
সানগ্লাস না ক্যাপবন্দুকঃ ক্যাপবন্দুক
কুইজ কমপিটিশন না প্রদীপ জ্বালানো প্রতিযোগিতাঃ কুইজ কমপিটিশন
পুজোর গান না পূজাবার্ষিকীঃ পূজাবার্ষিকী
(পুজোর সিন) কাহানি না উৎসবঃ কাহানি
রবীন্দ্রসংগীত না আশা/কিশোরঃ রবীন্দ্রসঙ্গীত
দুপুরে ভোঁস ভোঁস করে ঘুমিয়ে হোলনাইট ঠাকুর দেখা না দুপুরবেলা বালিশ জাপটে শুয়ে টিভিতে সোনার কেল্লা দেখে রাতে অকাতরে ঘুমঃ দুপুরবেলা ভোঁস ভোঁস করে ঘুমিয়ে হোলনাইট ঠাকুর দেখা
বেশিরভাগই মিলেছে, দেবাশিস। ভেরি গুড।
DeleteEki. Sonar Kella dekhbe kano? Nidenpokkhe Joy Baba Felunath dyakho. Pujor theme ta bojay thakbe!
ReplyDeleteআরে আমি ভাবছিলাম সোনার কেল্লা কেটে জয় বাবা ফেলুনাথ করে দেব। ভুলেই গিয়েছিলাম। ভাগ্যিস মনে করিয়ে দিলে, বিম্ববতী। থ্যাংক ইউ। দাঁড়াও ঠিক করে দিই।
Deleteসাবেকি না আভা গার্দঃ সাবেকি
ReplyDeleteপ্রবাসী না পাড়ারঃ পাড়ার
সপ্তমীর সকাল না অষ্টমীর রাতঃ সপ্তমীর সকাল
অষ্টমীর লুচি না নবমীর পাঁঠাঃ অষ্টমীর লুচি + নবমীর পাঁঠা
ইঁদুর না কলাবউঃ কলাবউ
কার্ত্তিক না গণেশঃ গণেশ
লক্ষ্মী না সরস্বতীঃ সরস্বতী
সিংহ না মহিষাসুরঃ সিংহ।
বাগবাজার না বোসপুকুরঃ বাগবাজার
কলেজস্ট্রিট না কুমারটুলিঃ কুমারটুলি
গাড়ি চেপে না পদব্রজেঃ পদব্রজে
ফুচকা না এগরোলঃ ফুচকা + এগরোল
অঞ্জলি না সন্ধিপুজোঃ অঞ্জলি + সন্ধিপুজো
জিনস না ধুতি/শাড়িঃ ধুতি/শাড়ি
দেবীবরণ না ধুনুচি নাচঃ ধুনুচি নাচ
কাটাফল না লুচিসুজিঃ লুচিসুজি
দূর্বা না বেলপাতাঃ দূর্বা + বেলপাতা
শিউলি না কাশফুলঃ শিউলি+ কাশফুল
লিমকা না থামস আপঃ থামস আপ
কর্নেটো না চকোবার না কর্নেটোঃ চকোবার
সানগ্লাস না ক্যাপবন্দুকঃ সানগ্লাস
কুইজ কমপিটিশন না প্রদীপ জ্বালানো প্রতিযোগিতাঃ প্রদীপ জ্বালানো প্রতিযোগিতা
ঢাক না কাঁসিঃ ঢাক
প্রদীপ না চামরঃ প্রদীপ
পুজোর গান না পূজাবার্ষিকীঃ পূজাবার্ষিকী
(পুজোর সিন) কাহানি না উৎসবঃ উৎসব
রবীন্দ্রসংগীত না আশা/কিশোরঃ আশা/কিশোর + রবীন্দ্রসংগীত
দুপুরে ভোঁস ভোঁস করে ঘুমিয়ে হোলনাইট ঠাকুর দেখা না দুপুরবেলা বালিশ জাপটে শুয়ে টিভিতে সোনার কেল্লা জয় বাবা ফেলুনাথ দেখে রাতে অকাতরে ঘুমঃ দুপুরবেলা বালিশ জাপটে শুয়ে টিভিতে সোনার কেল্লা জয় বাবা ফেলুনাথ দেখে রাতে অকাতরে ঘুম
নাড়ু না নিমকিঃ নাড়ু + নিমকি
গুড়ের নাড়ু না চিনির নাড়ুঃ গুড়ের নাড়ু
হাহা ইচ্ছাডানা, আপনি নাড়ু নিমকি আশা হেমন্ত কাউকেই ছাড়তে চান না দেখছি। গুড গুড।
Deleteekdom.. pujor kdin kichhu chharan nei... puro moja upobhog kore nite hobe... jatota para jai :-D.
Deleteসবকটা এক শুধু এইগুলো ছাড়া:
ReplyDeleteলিমকা না থামস আপঃ থামস আপ
কর্নেটো না চকোবার না কর্নেটোঃ চকোবার
পূজাবার্ষিকী সবসময় ভালো.. তবে আজকাল লেখাগুলো খুব খুব বাজে লাগে। . এবার ও দেশ পড়ে মুড অফ.. .
আমার দেশ এখনও পড়া হয়নি, ঊর্মি। তোমার সঙ্গে বেশিরভাগই মিলেছে দেখে খুশি হলাম।
Deleteসবাই হীরের আংটির কথা মনে করালো তাই সিনেমাটা আর একবার দেখে নিলাম.. অবান্তর পড়ার উপরি লাভ .. :)
Deleteতবে? তবে?
Deleteশুধু এই দুটো আলাদা:
ReplyDeleteরবীন্দ্রসংগীত না আশা/কিশোরঃ সকালে রবীন্দ্রসংগীত, বিকেলের পর আশা/কিশোর।
ঢাক না কাঁসিঃ ঢাক
আচ্ছা, কাহানি না উৎসব এর প্রশ্ন তে কাহানি র বদলে হীরের আংটি থাকলে হত না? একটু শক্ত হত আমার পক্ষে একটা পছন্দ করতে ।
হীরের আংটি থাকলে আমার পক্ষেও বাছা শক্ত হয়ে যেত যে, পাপারাৎজি। আর শক্ত কাজ করতে আমি একটুও ভালোবাসি না। তাই কাহানির আমদানি।
Deleteis koto din bade abar dis or dat.... :D
ReplyDeleteami abosyo bolbo saptami ashtamir bodole shashthi.... saradin...... sara pujor te ota e beshi bhalo lage amar...
- Gobechara...
ষষ্ঠীকে অনেকে শুনেছি পুজোর মধ্যেই গণ্য করে না, গোবেচারা। কী অন্যায় ভাবো দেখি?
Deleteবেরিয়ে ফিরে এসে ক্যাচ আপ করার একটা লিস্ট থাকে, যেমন - অফিস ও পার্সোনাল ইমেল, facebook এ সবার সব আপডেট পরে ফেলা, বিশ্ব সংসারের সব খবর নেওয়া। এবার সেই লিস্ট এ যোগ হয়েছিল অবান্তর এর সব পোস্টগুলো (মানে লাস্ট ৫ দিনের) পড়ে ফেলা :) অল caught up now - দারুন সব লেখা উপহার পেলাম - পুজোর শুভেচ্ছা রইলো।
ReplyDeleteওহ, আপনি কোথাও গিয়েছিলেন বুঝি, কাকলি? আশা করি যে উদ্দেশ্যে গিয়েছিলেন সে উদ্দেশ্য সফল হয়েছে। আপনার ক্যাচ আপের লিস্টে ঢুকতে পেরে অবান্তর আহ্লাদিত। আপনিও আমার আর অবান্তরের পক্ষ থেকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
DeleteThis comment has been removed by the author.
Deleteমহৎ উদ্দেশ্য ছিল বটে - ফল কালারস্ আর ভাল্লুক দেখা। ১১০ % সফল! লেক এর জলে জলকেলি করা চারটি moose ১০% যোগ করলো :)
Deleteবাঃ বাঃ, ভেরি গুড।
Deleteপ্রায় সবকটাই মিলেছে। তবে আমি ঢাক পছন্দ করি, আর কাহানির পুজোর দৃশ্যটা উত্সবের সঙ্গে তুলনায়ই আসেনা। হীরের আংটি বললে, হীরের আংটি বাছ্তাম।
ReplyDeleteহাই ফাইভ।
DeleteAmi duto pointe nijer motamot debo: Prabasher pujo na parar: Prabasher -- goto unish bochhor Kolkatar pujo na dekhe prabasher pujotai amar parar pujo hoye giyechhey. Ar naru ta chinir chai! Tomake ar Abantorer pathak kul ke pujor agam subhechha janai!
ReplyDeleteতোমাকেও অনেক অনেক শারদীয়া শুভেচ্ছা, রুণা।
Deletetomar shathe pray shab kata-tei mil...tabe amar nimki, nadu dutoi chai r both gur r chini-r. pujoshankhya-j gan o boi dutoi habe jakhan dutor-i man abar swarnojug-er mato habe.
ReplyDeleteneway tomake o Abantor-er shabbai-ke amar pujo-r shubheccha...bhalo kore ghure, kheye deye, boi pore, cinema dekhe ananda kore shabai bhalo theko....
তোমাকেও অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, দেবশ্রী। তোমার পুজোও খুব ভালো কাটুক।
Deleteanekgulo mileche, jegulo meleni: college street+kumortuli, jeans (dhuti dekhte bhaloi, parbar practice nei sutarang...), durba, kashful, thums up (limka hate gune bala jabe kata kheyechhi), dhak, chamor (akta hypnotic byapar achhe dolanor madhye!). :) Sayak
ReplyDeleteহাহাহা, চামর দোলানোর ব্যাপারটা ভালো বলেছ। পুজোয় দেখা হবে আশা করি।
Deletehmm. amar pray sob ak, shudhu ota dhaak hobe, r kahani r utsab er kono competition i hote parena, ota hobe hirer angti. r oi dupure cinema ar rattire ghum er bapartay ato jon amar moto choose korche dekhe amar khub ahlad hoche! ami jantam prithibite ami i aka bishwa-kure je raate hete hete thakur dekhte motte bhalobase na :)
ReplyDeletepujo bhalo katuk tomar ar archisman dar. pujor ato age thekei amon pujo-pujo rob tule mon kharap kore dile, ami to porer sopta theke ar edike aschi i na :)
হাহাহা, স্বাগতা, পরের সপ্তাহে আমিও এদিকে আসছি না, কারণ আমি যাচ্ছি ও দিকে, অর্থাৎ কি না কলকাতার দিকে। তুমি কি ওখানে কোনও প্যান্ডেলে যাচ্ছ নাকি? তোমার আর শ্রমণের পুজোও খুব ভালো কাটুক, এই কামনা রইল।
DeleteMitinmashi aar Dipkaku ei poRe uthlaam. Aar gatokaam aamaader Columbia r paRar pujoy gelaam. Aaj saptamir luchi khelam dupure aar raattire ashtomir panthar mangsho khabo. Akta weekend-i chhuti chhilo aamar bar -er puro maas-e. Taai pujor spirit -e luchi mangsho sab akdine sere felechhi. Kaaj sesh. Tumi tomar paRar pujoy anek anondo koro. PaRar pujo naa probaaser pujo - uttorta hochhe Asam-er chhotobelaar paRar pujo.
ReplyDeleteAmita
ছোটবেলার পুজো জিন্দাবাদ, বলুন অমিতা? আপনার পুজো তো লুচিমাংস সহযোগে দারুণ কেটেছে দেখছি। ভেরি গুড। তবে বিজয়াটা এখনই করছি না, আমার পুজোটা সেরে আসি, তারপর করব।
Delete