সাপ্তাহিকী
আলোকচিত্রীঃ Jennifer Macneill (লিংক পাঠিয়েছে তিন্নি)
If A is a success in life, then A equals x plus y plus z. Work is x; y is play; and z is keeping your mouth shut.
--- Albert Einstein
ই-বুকের থেকেও প্রযুক্তিগতভাবে উন্নত বই কী বলুন দেখি? বুক-বুক।
এবার গুয়াহাটি গেলে একবার আই আই টি ক্যাম্পাসে যাব ভাবছি।
(লিংক সৌজন্য সুগত)
আমাদের ড্রয়ারে অন্তত সাতখানা ব্যাটারি গড়াগড়ি খাচ্ছে।
কোনটা যে ব্যবহারযোগ্য সেটা বোঝে কার সাধ্য। এবার থেকে এই কায়দাটা অ্যাপ্লাই করব ভাবছি।
ভূমিকম্প মাপার জন্য রিখটার স্কেলের ব্যবহার বন্ধ হয়ে গেছে
সেই সত্তরের দশকে। জানতেন?
ইমোজির সাহায্যে
পৃথিবীর বিখ্যাত উপন্যাসগুলোর প্রথম লাইন যদি কেউ আঁকে? চিনতে পারবেন?
সকাল যদি এমন সুন্দর গান শুনে শুরু করা যায় তাহলে অন্তত
বিকেল পর্যন্ত ভালো না গিয়ে পারে না।
apanar blog pore mugdho holam.....ar amar o blog likhte ichhe korchhe........koto baje samay nosto hoy protidin.........sei samay tuku o toh kaj e lagano jete pare......
ReplyDeleteআরে থ্যাংক ইউ সুমন। আপনিও ব্লগ শুরু করুন না। আর যদি করেন মনে করে লিংক পাঠাবেন, পড়ব।
Deletekichhu tukro tukro katha valo laga, valobasa diye likhte suru korlam
Deletehttp://tukitakikathara.blogspot.in/
বাঃ বাঃ, দারুণ ব্যাপার সুমন। আনকোরা নতুন ব্লগের জন্য অনেক অনেক অভিনন্দন। নিশ্চয় পড়ব আপনার ব্লগ। লিংক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
DeleteThank you. apni porle khub khushi hobo.
Deleteখুব ভালো লাগলো সবকটা লিংক। ব্যাটারীর ব্যাপারটা বেশ কাজের। ইমোজি গুলোর মধ্যে গোটা দুয়েক চিনতে পারলাম, সিনেমার মধ্যে আরেকটু বেশি। বুক-বুকের ভিডিওটা কালকেই দেখলাম, আপনার কথাই মনে পড়েছিল দেখে।
ReplyDeleteআমি তো ইমোজি মোটে একটা চিনতে পেরেছি, প্রথমটা। বুক-বুক দেখে খুব মজা পেয়েছি।
Deleteimogee ta dekhe bhari dukkho holo :( ami age bhabtam ami imogee bujhte parina, tai parbona, akhon dekhchi adhek boi pora i nei, tai parlam na :( :( surprisingly, poragulor beshir bhag i perechi, sobcheye mojar chilo anna karenina r ta :)
Deleteএই তালিকার অনেক বই আমারও পড়া নেই, স্বাগতা। যেগুলো পড়া ছিল সেগুলোও পারিনি।
Delete