চেনেন নাকি?







Comments

  1. Didi naki?
    -Ramyani.

    ReplyDelete
    Replies
    1. তুমি তো প্রতিভাবান, রম্যাণি! আমাকে উত্তরটা বলার পর আমি খানিকক্ষণ মুখ হাঁ করে ছিলাম। আমি সিরিয়াসলি ভেবেছিলাম সন্ধ্যা রায় গোছের কোনও ফিলিমস্টার হবেন বুঝি।

      Delete
  2. Replies
    1. ওপরের মন্তব্য দ্রষ্টব্য, হীরক।

      Delete
  3. Replies
    1. শট একেবারে অব্যর্থ হয়েছে, তিলকমামা।

      Delete
  4. Banerjee kul-er dui heroine : Kuntala aar ...

    ReplyDelete
    Replies
    1. সোমনাথ, আমার কথা না হয় ছেড়েই দিলাম, দুই হিরোইনের মধ্যে ওঁর পাশে বসার জন্য তুমি আমাকে খুঁজে বার করেছ জানলে উনি কেঁদে ফেলবেন।

      Delete
    2. Somnath er comment pore khub haslum.
      -Ramyani.

      Delete
  5. Eta ki kono somoy didir sommondho korar jonney tola hoyechilo?

    ReplyDelete
    Replies
    1. ছবিটা দেখে আমার এক্স্যাক্টলি আমার এই কথাটা মনে এসেছিল, রুণা। আমার মা মাসিদেরও যে সম্বন্ধের ছবিগুলো তোলা হয়েছিল সেগুলো ডিটো এই রকম। এই রং, চোখমুখের এই ভাব, মায় শাড়ির রংগুলো পর্যন্ত এক।

      Delete
  6. পেলে কোথায় এমন ছবি? :O -সায়নী

    ReplyDelete
    Replies
    1. বাবা পাঠিয়েছে, সায়নী।

      Delete
  7. Replies
    1. এই রে, আমি এই কমেন্টটা ঠিক বুঝতে পারছি না। আপনি যদি রসিকতা করে থাকেন তবে ঠিক আছে, কিন্তু যদি সত্যি অবাক হয়ে থাকেন তবে বলি, না, মমতা ব্যানার্জি আমার পিসি নন। ব্যানার্জিটা নেহাত কাকতালীয়।

      Delete
    2. Nirvejal roshikota kuntala. Didi r gushtitey tomar moto roshikjoner joNmo hotey parena.... genetotWey aatkabey.

      Delete
    3. কি জানি, আমি এই ব্যাপারটাতে আপনার সঙ্গে একমত হতে পারছি না। রসবোধের কথা জানি না, তবে দিদি যে অসম্ভব শক্তিশালী লোক সেটা তো বোঝাই যায়। উনি খুব খারাপ লোক হতে পারেন, কিন্তু এক জীবনে একা হাতে যা করেছেন, সেটা আমার এই দশটা পাঁচটা কেরানি জিনের দ্বারা হয়ে উঠত বলে মনে হয় না।

      Delete
    4. bhalo mondo swobdo duto etotai apekkhik je manush sommondhey korar maanei nei, amar kachey. Tobey kina tumi prokarantorey amar sathey sohomot prokaash i korecho. aar amra sokolei "ek jibon" i to baanchi je jaar moto kore.
      khub golmele kotha ki?!

      Delete
  8. eta soja chhilo, ek jholok dekhei chena jay didi ke- Bratati.

    ReplyDelete
    Replies
    1. আমি কেন চিনতে পারিনি কে জানে, ব্রততী। সবাই যখন বলছে দেখেই চেনা যাচ্ছে, তখন আমার মনে হচ্ছে, সত্যি তো, দেখেই চেনা যাওয়ার মতোই তো। কিন্তু প্রথম যখন দেখেছিলাম তখন একেবারে চমৎকৃত হয়ে পড়েছিলাম।

      Delete
  9. Sorbonash. Puro 'hubba' hoye gelam.

    ReplyDelete
    Replies
    1. যাক, আমার দলে একজনকে পাওয়া গেল।

      Delete

Post a Comment