সাপ্তাহিকী




লিংকে ক্লিক না করে যদি বলতে পারেন এটা কীসের ছবি তাহলে আমি মেনে নেব, আপনি প্রতিভাবান।


Not speaking and speaking are both human ways of being in the world, and there are kinds and grades of each. There is the dumb silence of slumber or apathy; the sober silence that goes with a solemn animal face; the fertile silence of awareness, pasturing the soul, whence emerge new thoughts; the alive silence of alert perception, ready to say, “This… this…”; the musical silence that accompanies absorbed activity; the silence of listening to another speak, catching the drift and helping him be clear; the noisy silence of resentment and self-recrimination, loud and subvocal speech but sullen to say it; baffled silence; the silence of peaceful accord with other persons or communion with the cosmos.
                                     ---Paul Goodman, novelist, poet, playwright, psychiatrist.

Toy Story সম্পর্কে আয়ান র‍্যান্ড বলেছেন, At last, a full-length feature about the inherent value of possessions. ওঁর করা ছোটদের ছবির আরও সমালোচনা পড়তে হলে ক্লিক করুন।

সতেরোশো পঁচানব্বই সালে পোঁতা গুপ্তধন টাইম ক্যাপসুল খুঁড়ে তোলা হল এই দু’হাজার চোদ্দয়। ভেতরে কী ছিল জানতে আগ্রহ হচ্ছে না?

গুগল যখন ছিল না তখন মনে কোনও প্রশ্ন জাগলে লোকে কার কাছে যেত? লাইব্রেরিয়ান, অফ কোর্স।

আমার আর অর্চিষ্মানের, দুজনেরই চাই এ জিনিস। আপনাদেরও কি চাই না? বুকে হাত দিয়ে বলুন দেখি?

ইন্টারস্টেলার আমার মোটে ভালো লাগেনি। সিনেমাটা দেখার পর থেকে নোলানকেও একটু একটু খারাপ লাগছিল, কিন্তু এ খবরটা পাওয়ার পর থেকে ভালোলাগা আবার এক লাফে বেড়ে গেছে।


দু’হাজার পনেরোয় কেন, সারা জীবনেও আমার এ সব জায়গায় যাওয়া হবে না। মানে, সশরীরে। মনে মনে চলে যাওয়ার জন্য ভাগ্যিস কোনও ভিসা নেই।

আপনি তো মোনালিসাকে দেখেই উৎফুল্ল, মোনালিসা কী দেখছে সেটা নিয়ে কখনও মাথা ঘামিয়েছেন?

এই লেখাটা অনেক পুরোনো, আগেও পড়েছি, হঠাৎ চোখে পড়ল তাই সাপ্তাহিকীতে দিয়ে দিলাম। হ্যারি পটার সিরিজের আসল নায়ককে নিয়ে লেখা। নেভিল লংবটম? উঁহু, ভুল, তবে কাছাকাছি গেছেন।

আচ্ছা একটা ক্লু দিচ্ছি, অনেক জন্ম আগে এই আসল নায়কের সঙ্গে পুরাণের এক মহা শক্তিশালী চরিত্রের (যে আবার বেলজিয়ান এক সত্যসন্ধানীর নাম চুরি করেছে) অ্যাফেয়ার ছিল।   

কঞ্চ রিপাবলিকের নাম শুনেছেন? কিংবা দ্য রিপাবলিক অফ মোলোসিয়া? আজ সকালের আগে আমিও অবশ্য শুনিনি।

হ্যাপিনেসের খোঁজে হাতড়ে মরছেন? গাত্রোত্থান করে আধঘণ্টা দৌড়ে আসুন, পেয়ে যাবেন।

ব্যস, এ সপ্তাহের সাপ্তাহিকী শেষ। শুধু গান শোনাটাই যা বাকি।


Comments

  1. Apanr Interstellar valo lage ni??? Tauba Tauba!!!

    ReplyDelete
    Replies
    1. ভালো লাগল না তো, অর্ণব।

      Delete

Post a Comment