সাপ্তাহিকী





মিল্কমেড দিয়ে বানানো ভিয়েতনামি কফি তো খেতে ভালো হবেই, মিল্কমেড আর চা (!) দিয়ে বানানো হংকং-এর কফিও ভালো হতে পারে, কিন্তু কাঁচা ডিম দেওয়া অস্ট্রিয়ান কফিটা কেমন হবে সে নিয়ে আমার সন্দেহ আছে।

There is an element of boredom which is inseparable from the avoidance of too much excitement, and too much excitement not only undermines the health, but dulls the palate for every kind of pleasure, substituting titillations for profound organic satisfactions, cleverness for wisdom, and jagged surprises for beauty… A certain power of enduring boredom is therefore essential to a happy life, and is one of the things that ought to be taught to the young.

                                        ---Bertrand Russell, The Conquest of Happiness

When the internet stops working, actually tries rebooting the router before calling a family member for help.
আমার এর থেকে ভালো বর্ণনা আর কেউ দিয়েছে বলে মনে পড়ে না।

দিল্লি মেট্রোতে ছবি তুললে অন্তত নব্বই শতাংশ ছবি চেতন ভগতের বইয়ের উঠবে।

আরাম করে সিনেমা দেখা বুঝি, তা বলে একেবারে শুয়ে? তাও প্রকাশ্যে?

সুপারমার্কেটের আইল ছাড়াও আরও কতরকম করে মানুষ খাদ্যসংগ্রহ করে, এবং সে সব খাদ্যাভ্যাস মানুষের সভ্যতার আকৃতিপ্রকৃতি কীভাবে নিয়ন্ত্রণ করে জানতে হলে ক্লিক করুন।


ইউনিকর্ন যে লুপ্ত প্রাণী সেটা যে আপনি জানেন আমি জানি, কিন্তু কেন লুপ্ত সেটা জানেন কি? আমি জানি। এই লিংকটায় ক্লিক করলে আপনিও জেনে যাবেন।


রক পেপার সিজারস খেলায় হেরে হেরে হদ্দ হয়ে গেছেন? এই লিংকে ক্লিক করুন এবং নিজের ভাগ্য বদলান।


এই মুহূর্তে বাইরের রোদ্দুরটা ঠিক এই গানটায় বর্ণনা করা রোদ্দুরের মতো।


Comments

  1. Eta amar sorbokaaler sorbosreshtho Chandrabindoo gaan mone hoy. Share korar jonyo dhonyobaad. :)

    ReplyDelete
    Replies
    1. হবেই তো্ বিম্ববতী, কে লিখেছে দেখতে হবে না? গানটা সত্যি সুন্দর, আমিও মানি।

      Delete
  2. Paleo diet er opor lekhata besh bhalo laglo. E chhada oi coffee-r post ta just superb. Ami nije coffee fan, tobe etobhabe khaoar kotha kohono mathai ashe ni. Immediately or koekta try kore felte ichhe korchhe!

    Tobe shobtheke bhabachhe oi Metro-te boi poda lok joneder opor apnar comment ta. Chetan Bhagat!! Ami opochhodo kori na, kintu if that is what 90% of young India wants, tahole ektu bhabbar bishoy boiki!! Ami jokhon Delhi te podashuno kortam, tokhon ar ektu diversity chhilo ei byapar ta te!!

    Any way, thanks as always!! Apni nishchoi eto dine dhore felechhen je ei Shaptahiki tai amar Abantor-e shob theke priyo section.

    iti
    Shuteertho

    ReplyDelete
    Replies
    1. এবং এটা ধরে ফেলে আমার যে কী আহ্লাদ হয়েছে/হয়, সেটা আপনি ধরতে পেরেছেন কি না সেটা আমি জানি না, তবে একটা কথা বলি, সাপ্তাহিকী যে মন দিয়ে পড়া হবে এটা আমি আজকাল লিংক বাছাবাছির সময় মাথায় রাখি। সবসময় ভালো লিংক হয়তো পাই না (বা ভালো মন্দের তফাৎ করা আমার দ্বারা হয়ে ওঠে না), তবুও আরকি।

      দেখুন সুতীর্থ, সত্যি কথা বলি, দিল্লির বাচ্চারা কী বই পড়ছে সে নিয়ে সুইপিং স্টেটমেন্ট দেওয়াটা আমার সাধ্য নয়, সাধ তো নয়ই। আমার স্যাম্পল অতি ছোট, মেট্রো। তবে সেখানে বাচ্চাদের হাতে যা দেখি তা হয় কলেজের নোটস না হয় হাফ গার্লফ্রেন্ড। তাই ফস করে নব্বই পার সেন্ট বলে বসলাম আরকি।

      কফির কয়েকটা তো আমি ট্রাই করছিই। ওই চা দিয়ে বানানো কফিটা খুব খেয়ে দেখতে ইচ্ছে করছে। যদি হয়ে ওঠে, জানাব কেমন লাগল।

      Delete
  3. I see, Bachchhader haate "Half Girlfriend" thakbe eta to besh shwabhabik. Ordhek bododer haateo thakle pore ektu chinta korar bishoy hoto!! Amar oboshyo ei jinish ta bhalo legechhe: ke ki podchhe sheta dekhe shomaj-er ekta khondo-chitro anka!! Hok na sample size chhoto, dekhben kichhdin pore loke ei data niye research korbe (jodi na alreay kore fele thaake!!)

    iti
    Shuteertho

    ReplyDelete
    Replies
    1. হাহা, আমি নিশ্চিত অলরেডি করে ফেলেছে, সুতীর্থ। আধখানা রিসার্চের সুযোগও আজকাল পড়ে পড়ে নষ্ট হয় না।

      Delete

Post a Comment