কুইজঃ শব্দজব্দ (উত্তর প্রকাশিত)




উৎস গুগল ইমেজেস


ওয়ার্ড জাম্বল খেলাটা ছোটবেলায় খেলেছেন নিশ্চয়? বড়বেলায় সেই খেলাটাই খেলতে কেমন লাগে দেখার জন্য আজকের কুইজ। তবে খেলাটাকে বড়দের উপযুক্ত করার জন্য একটা অক্ষর কম দেওয়া আছে। আপনাদের কাজ হল সেই মিসিং অক্ষরটা খুঁজে এনে নিচের অক্ষরগুলোর সঙ্গে সাজিয়েগুছিয়ে একটা বাংলা শব্দ বানানো। শব্দের মানে থাকতে হবে, বলাই বাহুল্য।

চব্বিশ মিনিটও লাগবে না জানি, তবু আমি আপনাদের চব্বিশঘণ্টা সময় দিলাম। উত্তর বেরোবে দেশে সোমবার রাত বারোটায়। ততক্ষণ কমেন্ট পাহারা দেব আমি।

অল দ্য বেস্ট।

*****

১. ণ য় অ হা

২. র্ণ অ ধ

৩. মৃ ত ধ রা

৪. প উ গ সা   

৫. নী লে মি ম কা

৬. শ ড়ো টা কু প 

৭. ই ত্থ ল লা ক   

৮. শ্র স্থা গৃ হ  

৯. য়া ও র ড় স

১০. ডা ত্তা ল       

১১. দ্‌ ণ ড়ি ক্ষ বী      

১২. ন নি র্গা টু টু

১৩. তি তো রি ণী প

১৪. ট কে পি শ লি

১৫. পৌ নি পু ক

১৬. ৎ হো ব ন স ব

১৭. ষি  ষা ক ক ন

১৮. র্য ষ শ্ব

১৯. সা সা  রা র

২০. কু কু ৎ ৎ দ ল 



*****

উত্তর

১. অ গ্র হা য় ণ         
২. অ ধ ম র্ণ            
৩. অ ধ রা মৃ ত       
৪. উ প সা গ র          
৫. ক ম লে কা মি নী      
৬. কু ম ড়ো প টা শ         
৭. কু ল ত্থ ক লা ই            
৮. গৃ হ স্থা শ্র ম             
৯. ঘো ড় স ও য়া র       
১০. ডা ল কু ত্তা                   
১১. ত ড়ি দ্‌ বী ক্ষ ণ              
১২. দু র্গা টু ন টু নি         
১৩. প তি তো দ্ধা রি ণী          
১৪. পু লি শ পি কে ট     
১৫. পৌ নঃ পু নি ক (এখানে আমার বিসর্গটাকে একটা অক্ষর বলে ধরা উচিত ছিল। কিন্তু অভ্রতে শুধু বিসর্গ কী করে টাইপ করতে হয় জানি না বলে নঃ গোটাটাকেই বাদ দিয়েছিলাম। যারা উত্তরে 'পৌনপুনিক' লিখেছেন তাঁদেরকে আমি পুরো নম্বর দিচ্ছি।            
১৬. ব ন ম হো ৎ স ব      
১৭. ম ন ক ষা ক ষি         
১৮. ষ ড়ৈ শ্ব র্য         
১৯. সা রা ৎ সা র       
২০. হোঁ দ ল কু ৎ কু ৎ 

Comments

  1. ১) অগ্রহায়ণ
    ২) অধমর্ণ
    ৩) অধরামৃত
    ৪) উপসাগর
    ৫) কমলেকামিনী
    ৬) কুমড়োপটাস
    ৭) কুলত্থকলাই
    ৮) গৃহস্থাশ্রম
    ৯) ঘোড়সওয়ার
    ১০) ডালকুত্তা
    ১১)
    ১২) দুর্গাটুনটুনি
    ১৩) পতিতোদ্ধারিণী
    ১৪) পুলিশপিকেট
    ১৫) পৌনঃপুনিক
    ১৬) বনমহোৎসব
    ১৭)
    ১৮)
    ১৯)
    ২০)

    দুঃখিত কুন্তলা, আর হল না।

    ReplyDelete
    Replies
    1. আরে মালবিকা, খবরদার দুঃখিত হবেন না। এত তাড়াতাড়ি এসে উত্তর দেওয়ার জন্যই আপনাকে প্রাইজ দেওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ।

      Delete
  2. ৭, ১০, ১২, ১৭, ১৯ এখনো নামেনি গো কুন্তলাদি। এগুলোতে কোনো টাইপো হয়নি তো? একটু দেখ না ! ১৭ নিয়ে কিন্তু আমার প্রবল সন্দেহ হচ্ছে।

    ReplyDelete
    Replies
    1. অফ কোর্স, সতেরো আর উনিশে আমি ভুল করেছি। ধরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, পিয়াস। ঠিক করে দিলাম। কিন্তু বাকিগুলো একেবারে ঠিক আছে। চেষ্টা চালিয়ে যাও, পেরে যাবে। এখনও অনেক সময় আছে।

      একটা কথা বলি, তালিকার কিছু শব্দ কিন্তু দুটো আলাদা শব্দের মিশ্রণ হতে পারে। উদাহরণঃ দোলন + চাঁপা = দোলনচাঁপা; চিত্ত + বৈকল্য = চিত্তবৈকল্য ইত্যাদি।

      Delete
    2. আহ, এইবার নেমে গেছে সবকটা। এই নাও!

      ১. অগ্রহায়ণ

      ২. অধমর্ণ

      ৩. অধরামৃত

      ৪. উপসাগর

      ৫. কমলেকামিনী

      ৬. কুমড়োপটাশ

      ৭. কুলত্থকলাই

      ৮. গৃহস্থাশ্রম

      ৯. ঘোড়সওয়ার

      ১০. ডালকুত্তা

      ১১. তড়িদ্‌বীক্ষণ

      ১২. দুর্গাটুনটুনি

      ১৩. পতিতোদ্ধারিণী

      ১৪. পুলিশপিকেট

      ১৫. পৌণপুনিক

      ১৬. বনমহোৎসব

      ১৭. মনকষাকষি

      ১৮. ষড়ৈশ্বর্য

      ১৯. সারাৎসার

      ২০. হোঁদলকুৎকুৎ

      তোমাকে বলা হয়নি, আমি হপ্তা দু'য়েক হল ফের দেশছাড়া হয়েছি। এই পরবাসে এসে ইস্তক চরম মনখারাপের মধ্যে 'অবান্তর'ই আমাকে যা একটু ভাল রেখেছে। অনেকগুলো পুরোনো পোস্ট পড়ে ফেললাম। শুধু তাই নয়, আসার পথেও সে আমার সঙ্গী ছিল। তোমারই দিল্লীর এয়ারপোর্টে বসে তোমারই বই থেকে 'জিন আছে পিছে' আর 'মণির জন্য' পড়তে পড়তে মনটা একসাথে ভাল আর খারাপ দুটোই হয়ে যাচ্ছিল, জানো !

      Delete
    3. ১ অগ্রহায়ণ
      ২ অধমর্ণ
      ৩ অধরামৃত
      ৪ উপসাগর
      ৫ কমলেকামিনী
      ৬ কুমড়োপটাশ
      ৭ পুলত্থকলাই
      ৮ গৃহস্থাশ্রম
      ৯ ঘোড়সওয়ার
      ১০ ডালকুত্তা
      ১১ তড়িদ্‌বীক্ষণ
      ১২ দুর্গাটুনটুনি
      ১৩ পতিতোদ্ধারিণী
      ১৪ পুলিশপিকেট
      ১৫ পৌনপুনিক
      ১৬ বনমহোৎসব
      ১৭ মনকষাকষি
      ১৮ ষড়ৈশ্বর্য
      ১৯ সারাৎসার
      ২০ হোঁদলকুৎকুৎ

      Delete
    4. পিয়াস, চমৎকার খেলেছে যথারীতি। অভিনন্দন। অবান্তর তোমাকে সঙ্গ দিচ্ছে জেনে খুব খুশি হলাম। তবে তুমি যে দিল্লি এয়ারপোর্টকে 'আমারই' বললে সেটাতে সত্যি বলছি সবথেকে বেশি খুশি হয়েছি। আশা করি তুমি অবান্তরকে আর অবান্তর তোমাকে আরও অনেক দিন সঙ্গ দেবে।

      প্রত্যুষা, হাততালি হাততালি! দশে দশ, একশোয় একশো। খেলায় নামার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এত ভালো খেলার জন্য অনেক অনেক অভিনন্দন।

      Delete
    5. আরে কী কান্ড! বোন তো দেখি আমার উত্তরের নিচেই নিজের উত্তরগুলো ছেপে দিয়েছে!

      আর কুন্তলাদি, শুধু এয়ারপোর্ট কেন? পুরো দিল্লিটাকেই তো তোমার বলে দিয়েছি!

      Delete
    6. সর্বনাশ! পিয়াসের বোন প্রত্যুষা! বোনও তো দেখি দাদার মতোই কুইজে ধুন্ধুম্বার। বাঃ বাঃ, দাদা হিসেবে তোমার গর্ব হওয়া উচিত, পিয়াস।

      Delete
    7. ও কিন্তু 'পুলত্থকলাই' লিখেছে ! হি হি !

      Delete
    8. হাহা, আমিও খেয়াল করিনি। তবে ওপরের কমেন্টে ধুন্ধুমার লিখতে গিয়ে আমি যে কাণ্ডটা করেছি তার তুলনায় প্রত্যুষার দোষ সামান্যই।

      Delete
    9. উফ, হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার জোগাড়! 'ধুন্ধুম্বার'টা খেয়ালই করিনি আগে! :-)

      Delete
    10. ধন্যবাদ... কুন্তলা দি...আর ওই ছোট্ট দোষ টা মাফ করে দিও...
      আর দাদা,চিরকাল আমার ভুল খুঁজে বের করা ছাড়া কি কাজ নেই তোর? :)

      Delete
  3. ১ অগ্রহায়ণ
    ২ অধমর্ণ
    ৩ অধরামৃত
    ৪ উপসাগর
    ৫ কমলেকামিনী
    ৬ কুমড়োপটাশ
    ৭ কুলত্থকলাই
    ৮ গৃহস্থাশ্রয়
    ৯ ঘোড়সওয়ার
    ১০ ডালকুত্তা
    ১১ তড়িদ্‌বীক্ষণ
    ১২ টুনটুনিবর্গা (নিশ্চয়ই হয়)
    ১৩ পতিতোদ্ধারিণী
    ১৪ কপিশকেটলি, কেশপুটলিপি
    ১৫ পৌনঃপুনিক
    ১৬ বনমহোৎসব
    ১৭ মনকষাকষি
    ১৮ ষড়ৈশ্বর্য
    ১৯ সারাৎসার
    ২০ হোঁদলকুৎকুৎ

    ReplyDelete
    Replies
    1. বর্গীর সঙ্গে টুনটুনির একটা সম্পর্ক আছে বটে, সে ব্যাটা ধান খেয়ে গেছে বলে খাজনা দেওয়া যাচ্ছে না এদিকে বর্গী দেশে হাজির ইত্যাদি ইত্যাদি, কিন্তু বর্গার সঙ্গে আছে কি না আমি জানি না। আর কেশপুটলিপির থেকে কপিশকেটলি শব্দটা আমার বেশি পছন্দ হয়েছে। বাকি আঠেরোটা ঠিক উত্তরের জন্য কনগ্র্যাচুলেশনস।

      Delete
    2. উঁহু, আপনি টুনটুনি আর বুলবুলি গুলিয়ে ফেলেছেন। টুনটুনিতে ধান খায়না বলেই জানি।

      Delete
    3. এ হে হে হে। ঠিক ঠিক।

      Delete
  4. ১। অগ্রহায়ণ
    ২। অধমর্ণ
    ৩। অধরামৃত (দারুণ ট্রিকী)
    ৪। উপসাগর
    ৫। কমলেকামিনী
    ৬। কুমড়োপটাশ
    ৭। কুলত্থকলাই
    ৮। গৃহস্থাশ্রম
    ৯। ঘোড়সওয়ার
    ১০। ডালকুত্তা
    ১১। তড়িদ্‌বীক্ষণ (নিশ্চিত হতে পারছি না, তড়িৎবীক্ষণ জানতাম। সন্ধি-টন্ধি কবে হজম হয়ে গেছে)
    ১২। দুর্গাটুনটুনি (অসম্ভব সুন্দর এই শব্দটা আমি জানতামই না - গুগল্‌ বাবা বলছেন এরকম একটি শব্দ আসলেই আছে)।
    ১৩। পতিতোদ্ধারিণী
    ১৪। পিকেটপুলিশ
    ১৫। পৌনপুনিক (একটা বিসর্গ মিসিং কি?)
    ১৬। বনমহোৎসব
    ১৭। মনকষাকষি
    ১৮। ষড়ৈশ্বর্য
    ১৯। সারাৎসার
    ২০। হোঁদলকুৎকুৎ

    ReplyDelete
    Replies
    1. মিসিং, মিসিং, আবির। আমারই দোষে। সে দোষ স্বীকারও করেছি। কিন্তু তুমি দারুণ খেলেছ, হাততালি হাততালি। আমিও তড়িৎবীক্ষণই জানতাম, সংসদ অভিধানে দেখলাম তড়িদ্‌বীক্ষণও হয়, কাজেই ওইটাই দিলাম। দুর্গাটুনটুনি শব্দটা কী ভালো না? আমার টুনটুনি শব্দটাই পছন্দের, সামনে দুর্গা জুড়ে তার রূপ আরও খুলেছে। খেলায় অংশ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

      Delete
    2. তিন নম্বরটার সম্পর্কে মন্তব্যটা একদম ঠিক। খুব উপভোগ্য-ও বটে।

      Delete
    3. দুর্গাটুনটুনি শব্দটা আমার দারুন ভালো লেগে গেছে। সেই কচিবেলার "বাক্যরচনা কর"-র মত মনে হচ্ছে কোথাও একটা ব্যাবহার করে ফেলি!

      Delete
  5. ১. ণ য় অ হা-অগ্রহায়ণ

    ২. র্ণ অ ধ-অধমর্ণ

    ৩. মৃ ত ধ রা-অধরামৃত

    ৪. প উ গ সা -উপসাগর

    ৫. নী লে মি ম কা-কমলেকামিনী

    ৬. শ ড়ো টা কু প- কুমড়োপটাশ

    ৭. ই ত্থ ল লা ক -কুলত্থকলাই

    ৮. শ্র স্থা গৃ হ -গৃহস্থাশ্রম

    ৯. য়া ও র ড় স-ঘোড়সওয়ার

    ১০. ডা ত্তা ল-ডালকুত্তা

    ১১. দ্‌ ণ ড়ি ক্ষ বী- তড়িদবীক্ষণ

    ১২. ন নি র্গা টু টু-দুর্গাটুনটুনি

    ১৩. তি তো রি ণী প-পতিতোদ্ধারিণী

    ১৪. ট কে পি শ লি-পুলিশপিকেট (এটা কি বাংলা শব্দ?)

    ১৫. পৌ নি পু ক-পৌনঃপুনিক

    ১৬. ৎ হো ব ন স ব-বনমহোৎসব

    ১৭. ষি ষা ক ক ন-মনকষাকষি

    ১৮. র্য ষ শ্ব-ষড়ৈশ্বর্য

    ১৯. সা সা রা র-সারাৎসার

    ২০. কু কু ৎ ৎ দ ল –হোঁদলকুৎকুৎ


    ReplyDelete
    Replies
    1. আরে কেয়া বাত, অদিতি। দারুণ খেলেছেন। পুলিশপিকেট মোটেই বাংলা শব্দ নয়, কিন্তু বাংলা লেখায় ব্যবহার হয়। যেমন ধরুন ষড়ৈশ্বর্য, সারাৎসার, তড়িদ্‌বীক্ষণ এগুলোও বোধহয় সংস্কৃত কথা (আমি নিশ্চিত নই তবে মন বলছে) কিন্তু বাংলা বলেই চালিয়ে দেওয়া যায়।

      বাংলাই হোক, ইংরিজিই হোক কি সংস্কৃত, আপনি সবক'টাই পেরেছেন, সে জন্য অনেক অনেক অভিনন্দন। আর খেলায়/ অবান্তরে অংশ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ তো সবসময়েই থাকে, এখনও রইল।

      Delete
  6. ১. ণ য় অ হা = অগ্রহায়ণ
    ২. র্ণ অ ধ = অধমর্ণ
    ৪. প উ গ সা = উপসাগর
    ৬. শ ড়ো টা কু প = কুমড়োপটাশ
    ৮. শ্র স্থা গৃ হ = গৃহস্থাশ্রম
    ১২. ন নি র্গা টু টু = দুর্গাটুনটুনি
    ১৩. তি তো রি ণী প = পতিতোদ্ধারিণী
    ১৫. পৌ নি পু ক = পৌন:পুনিক
    ১৬. ৎ হো ব ন স ব = বনমহোৎসব
    ১৮. র্য ষ শ্ব = ষড়ৈশ্বর্য
    ১৯. সা সা র রা র = সারাৎসার

    ReplyDelete
    Replies
    1. বাঃ বাঃ কৌশিক, দারুণ খেলেছেন, অভিনন্দন। আপনি তো শক্ত শক্ত শব্দগুলোই সব পেরেছেন দেখছি।

      Delete
  7. 1. agrahayan
    2. adhamorno
    3. odhoramrito
    4. uposagor
    5. komolekamini
    6. kumropotash
    7. uff ki kothin..... parlam na
    8. grihosthashrom
    9. ghorsawar
    10. dalkutta
    11. toridbikkhon
    12. borgatuntuni
    13. potitoddharini
    14. policepicket
    15. pounopunik
    16. bonomohotsab
    17. monkoshakoshi
    18. shoroishworjo
    19. saratsar
    20. hodolkutkut

    ReplyDelete
    Replies
    1. ইস, আর একটা হলেই ষোলোকলা পূর্ণ হত, হীরক। হয়নি যে তাতে কিছু ক্ষতি হয়নি অবশ্য। তুমি দারুণ ভালো খেলেছ, অসংখ্য অভিনন্দন জেনো।

      Delete
  8. মনে হয় পেরেছি, তবে জানিয়ে রাখা উচিত যে এটা টীম এফর্ট, পৌলমীর সাহায্য ছাড়া পারতামনা।
    ১. অগ্রহায়ণ
    ২. অধমর্ণ
    ৩. অধরামৃত
    ৪. উপসাগর
    ৫. কমলেকামিনী
    ৬. কুমড়োপটাশ
    ৭. কুলত্থকলাই
    ৮. গৃহস্থাশ্রম
    ৯. ঘোড়সওয়ার
    ১০. ডালকুত্তা
    ১১. তড়িদ্‌বীক্ষণ
    ১২. দুর্গাটুনটুনি
    ১৩. পতিতোদ্ধারিণী
    ১৪. পুলিশপিকেট
    ১৫. পৌনপুনিক
    ১৬. বনমহোৎসব
    ১৭. মনকষাকষি
    ১৮. ষড়ৈশ্বর্য
    ১৯. সারাৎসার
    ২০. হোঁদলকুৎকুৎ

    ReplyDelete
    Replies
    1. দেখেছেন, দুজনে মিলে কেমন অজেয় হয়ে উঠেছেন? আপনাকে আর পৌলমীকে, দুজনকেই অনেক অনেক অভিনন্দন আর ধন্যবাদ।

      Delete
  9. ১. অগ্রহায়ণ
    ২. অধমর্ণ
    ৩. অধরামৃত
    ৪. উপসাগর
    ৫. কমলেকামিনী
    ৬. কুমড়োপটাশ
    ৭. কুলোত্থকলাই
    ৮. গৃহস্থাশ্রম
    ৯. ঘোড়সওয়ার
    ১০. ডালকুত্তা
    ১১. বদ্‌ড়িবীক্ষণ
    ১২. টুনটুনির্গান = টুনটুনির গান? দুর্গাটুনটুনি?
    ১৩. পতিতোদ্ধারিণী
    ১৪. পুলিশপিকেট
    ১৫. পৌনঃপুনিক
    ১৬. বনমহোৎসব
    ১৭. মনকষাকষি
    ১৮. ষড়ৈশ্বর্য
    ১৯. সারাৎসার
    ২০. হোঁদলকুৎকুৎ

    ReplyDelete
    Replies
    1. কৌশিক, দারুণ খেলা হয়েছে, দুর্গাটুনটুনিটাও হয়েছে বলেই ধরে নেওয়া যায়, কিন্তু আমার যে শব্দটা নিয়ে কৌতূহল জাগছে সেটা হচ্ছে বদ্‌ড়িবীক্ষণ।

      খেলার জন্য অনেক অনেক ধন্যবাদ।

      Delete
    2. বদ্‌ড়িবীক্ষণটা এক্কেবারেই আমার স্বরচিত শব্দ, ভাবলাম ওই বার্ড ওয়াচিং এর মত হবে আর কি। তবে তড়িদ্‌বীক্ষণটা তার থেকে অনেক ভাল শব্দ নিশ্চয়।

      Delete
  10. 1. Agrohayan 2. Adhomarno 3 Adhoramrito 4. Uposagor 5. Kaminikomole 6 kumropotash. 7. kulotthokolai 8. Grihosthasrom 13. patitoddharini 15. pounahpunik 16. bonmahotshab 20.hodolkutkut

    ReplyDelete
  11. abar post aro duto additional diye 1. Agrohayan 2. Adhomarno 3 Adhoramrito 4. Uposagor 5. Kaminikomole 6 kumropotash. 7. kulotthokolai 8. Grihosthasrom 9. ghorsaoar 13. patitoddharini 15. pounahpunik 16. bonmahotshab 17.monkoshakoshi 20.hodolkutkut

    ReplyDelete
    Replies
    1. বাঃ, প্রায় মেরে এনেছিলেন তো চুপকথা। আর একটু ভাবলেই বাকিগুলোও বেরিয়ে যেত। খেলার জন্য অনেক অনেক ধন্যবাদ।

      Delete
    2. office er lunch break e khelchhilam to..tai r time pelam na.. :(

      Delete
    3. নেক্সট বার, চুপকথা।

      Delete
  12. 24 minit timer diye cheshta korlam. 14 nombor ta holo na shudhu.

    ReplyDelete
  13. Hoyeche. Ota to bangla shobdo na !!!

    ReplyDelete
    Replies
    1. আরে বা, একশোয় একশো, সোমনাথ। অভিনন্দন।

      Delete
  14. ১. অগ্রহায়ণ
    ২. অধমর্ণ
    ৩. অধরামৃত
    ৪. উপসাগর
    ৫. কমলেকামিনী
    ৬. কুমড়োপটাশ
    ৭. কুলত্থকলাই
    ৮. গৃহস্থাশ্রম
    ৯. ঘোড়স্ওয়ার
    ১০. ডালকুত্তা
    ১১. তড়িদ্ বীক্ষণ
    ১২. দুর্গাটুনটুনি
    ১৩. পতিতোদ্ধারিণী
    ১৪. পুলিশপিকেট
    ১৫. পৌন ঃপুনিক
    ১৬. বনমহোৎসব
    ১৭. মনকষাকষি
    ১৮. ষড়ৈশ্বর্য
    ১৯. সারাৎসার
    ২০. হোঁদলকুৎকুৎ

    সুতীর্থ

    ReplyDelete
    Replies
    1. হাততালি হাততালি, সুতীর্থ। কুইজের পাতায় আপনাকে দেখে যে কী ভালো লাগল। খুব ভালো খেলেছেন, অভিনন্দন।

      Delete
  15. tomake onnyo kothao msg korar upaay nei taai ekhanei bolchi , blogger writer Abhijit Roy er mrittyue niye kichu likhbe na ? ghotona tay bhishon bhabe mon bharakranto hoye aache , amar blog nei , tomar moto lekhar khomota o nei thakle sekhane likhtaam . Aajke ei 21st century te bose akjon sikhkhito muktomona manush ke sudhu pran dite hobe karon se taar nijer biswas niye banchte cheyeche bole ? ki kore eta mene neya jaay !

    ReplyDelete
    Replies
    1. ঘটনাটি খুবই দুঃখজনক, অনিন্দিতা।

      Delete
    2. Kuntala ghotonatir thekeo beshi dukhkhojonok holo aaj amader moto liberal educated manushera ki nidarun bhabe bibekhin hoye porchi ebong sei sathe bheeto sontroshto . othocho erokom to hobar katha chilo na , aaj to amader anek anek beshi logical - ratioanal aar sahosi hobar katha . Amra aaj sudhu adhunik noi , ottyadhunik --- amader jibon jatray , kintu chintadharay ? aschorjyo rokom bhabe sikhkhito manushera tader songbedonshilota hariye felche . Sot sahos - bibek - songbedonsheelota hariye fele amra dhere dhere kon ondhokaar jogoter dike egiye jachchi bhebe bhoy hoy !

      Ekhanei shesh noy Kuntala dukhkher aro akta boro karon aache Ta holo ei je amader moto so-called sikhkhitera bhalo bhabe benche thakar jonnye je apraan chesta kore cholechi hajar rokomer protibade fete porte chaoa onubhuti guloke dhama chapa diye , somosto rokomer bitorkito bishoy theke ga banchiye . Tarporeo ki amra nischchidro nirapotta pachchi ? Ke kobe kokhon kothay ki obosthay porbo keu janina . Jara kokhono kothao osabdhan hoyna , ga banchiye cholte khoob bhalo bhabe jane tarao rehaai paay na anekta se rokom i jerokom bhabe nazi ra eehudi nidhon jogge mete uthechilo . Nijeder pochondo moto gore tola sadher jogot ta je kokhon taaser ghorer moto bhenge porbe taar konoi thik nei , tao amra fool's paradise e thakte ki bhaloi na basi ! Ei prithibi te kothao keu aar nirapod noy . Kuntala Sobtheke boro dukhkho etai je manob jatir moddhye theke khoob druto goti te sundor - bhishon dorkari manobik gun gulo bilupto hoye jahche .

      Delete
  16. Amar tao team effort (gota poribar). Ashole ei ekta dhandha (proti robibashoriyo te jeta beroi) amader shokoler khub priyo. Tai shobai mile neme poda gyalo!!!

    By the way, todidbeekhon ta ki electrolysis? Amar obhidhan-e shobdo ta pachhi na.

    Shuteertho

    ReplyDelete
    Replies
    1. তড়িদ্‌বীক্ষণ হচ্ছে যে যন্ত্রে তড়িত্প্রবাহ ধরা পড়ে। বেশ, তবে আপনাকে দেওয়া অভিনন্দন আর ধন্যবাদ ফিরিয়ে নিয়ে আপনার পুরো পরিবারকে দিলাম।

      Delete
    2. I see: Ammeter.

      Thanks
      Shuteertho

      Delete

Post a Comment