বিলম্বিত সাপ্তাহিকী
একটা বিশেষ (এবং ন্যায্য)
কারণে এবারের সাপ্তাহিকী ছেপে উঠতে পারিনি। কিন্তু এ সপ্তাহেই সাপ্তাহিকীর জন্য যত
ভালো ভালো লিংক জোগাড় হয়েছিল। সেগুলো আপনাদের দেখানোর জন্য সামনের শনিবার পর্যন্ত
অপেক্ষা করতে ইচ্ছে করল না। আশা করি আপনাদের ভালো লাগবে।
--- Mark TwainIt is better to keep your mouth closed and let people think you are a fool than to open it and remove all doubt.
মানুষের জীবনে পরিস্থিতিই
যে শেষ কথা নয়, বেবি হালদার তার জলজ্যান্ত প্রমাণ।
ফার্গো আমার অন্যতম, অন্যতম,
অন্যতম প্রিয় ছবি। আর ফ্রান্সেস ম্যাকডারমন্ড অভিনীত মার্জ চরিত্রটি আমার অন্যতম,
অন্যতম, অন্যতম প্রিয় চরিত্র। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে জানি, সিনেমাটা একবার দেখলে
আজীবন আর ভোলা যায় না। কিন্তু সেটা যে এমনভাবে কারও মাথা বিগড়ে দিতে পারে, সে কথা
আমি জানতাম না।
ফোটো তোলা যে শুধু চোখের
সামনে ক্যামেরা ধরে শাটার টিপে যাওয়া নয়, সে ফোটোর আকার আয়তন অবস্থান পরিমিতি ত্রিকোণমিতিও যে মাথায় রাখতে লাগে, সেটা আর
মনে থাকে কই? মনে করিয়ে দেওয়ার জন্য এঁর থেকে ভালো লোক পাওয়া মুশকিল।
এতদিন কফির ছবি/ভিডিওর লিংক
দেখেছেন সাপ্তাহিকীতে, এবার কফি দিয়ে আঁকা ছবির লিংক দেখুন।
আজকাল সবাই দেখছি খুব এই খেলাটা খেলছে। আপনিও খেলেছেন নাকি?
এই ছবিটা দেখে একটু গা কেমন
কেমন করতে পারে, তবু দেখুন। ইন্টারেস্টিং।
আগে এই গানটা সাপ্তাহিকীতে
দিয়েছি কি? মনে পড়ছে না। দিলেও ক্ষতি নেই, এ গান যতবার শোনা যায় ততই ভালো।
eta amar daroooooonnnnnn priyo gaan. ebar eta lucknow r meye rita ganguly'r golay shono :)
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=y5NOBFbAFR4
রীতা গাঙ্গুলি তোমার দ্যাশের লোক, শম্পা! তাঁর গানের কথা মনে পড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, শম্পা।
DeleteGanguly ra Lucknow'r khub naam kora poribaar. Abar anyadike oder original bari je Rajshahi setao onara shob samay bolten. Rita aar Gita dujonei khub talented. Gita Ghatak (Ritwick) family'r ekjon ke biye koren. Enara probashi mohol e besh role model chilen.....bangla, hindi, urdu teen dikey besh tukhor chilen!
Deleteযাদের গুণ থাকে তাদের সবদিকেই থাকে, এটা আমি অনেক দুঃখের পর বুঝেছি, শম্পা। ভগবানের গুণবিতরণের সিস্টেমে ন্যায়বিচার নেই।
Deleteবেবি হালদার-er kotha shunechhi. Onar Atmokotha Alo Andhari pora hoye otheni ekhono. Sankha Ghosh bhumika likhechhilen boitar. Samproti Bangla Academy puroskar-o pelen uni.
ReplyDeleteOnyo linkgulo daruuuun :)
-Sayan
দুঃখের বিষয়, আমি বেবির কথা জানতাম না। আসলে সেলিব্রিটিদের খবরাখবর রাখতে এত সময় চলে যায় যে অন্য কারও দিকে আর তাকানোর ফুরসৎ হয় না। লিংকগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম, সায়ন।
DeleteLink gulo khub bhalo re. Koto ki jante pari. Baby halder er kotha amio jantam na re.
ReplyDeleteকত লোক কত কাজ করে সেই ভেবেই আমি হাঁ করে থাকি, ভট্টা। বেবি হালদারের গল্পটা সত্যি পড়ার মতো।
DeleteEi gaan ta keno priyo?
ReplyDeleteএই রে, কারণ তো ভেবে দেখিনি। শুনতে ভালো লাগে তাই বোধহয়।
Delete