হাহা, সরি সরি। নাঃ, এটা চুরি-লাইনে এসেছে। আমাদের অফিসের নিচে প্ল্যান্টারে লক্ষ লক্ষ এই গাছ হয়ে রয়েছে। একটা শক্তপোক্ত দেখে ডাঁটা তুলে এনেছি। অর্চিষ্মানের সেমিনার থেকে আনা একখানা ভয়ানক কায়দার কাঁচের বোতলে জল দিয়ে জানালার পাশে রেখে দিয়েছি। অলরেডি দুটো নতুন পাতা গজিয়েছে।
eta ki icecream? Mane kon flavour ki nam etc. Pasher batite ota ki? Chocolate sauce? Ei jayega ta ki khali Delhi tei ache? Bikel 4ter somoy office e bose eisob chobi dekhle moner opor khubi chap pore. :(
এটা আইসক্রিম সানডে, কুহেলি। চকোলেট ব্রাউনি, চকোলেট আইসক্রিম আর ভ্যানিলা আইসক্রিমের ত্র্যহস্পর্শ। ঠিকই ধরেছ, পাশেরটা চকোলেট সসই বটে। না না, ভারতের অন্যান্য শহরেও আছে এই দোকানটা। তুমি খোঁজ নিয়ে দেখ।
Keno? Keno? Keno?..eshab chobi dewar ki mane?..jaihok..oporer boita amar pora nei ..kemon?ar tar paser jon ki online eseche?darun dekhte toh!
ReplyDeleteহাহা, সরি সরি। নাঃ, এটা চুরি-লাইনে এসেছে। আমাদের অফিসের নিচে প্ল্যান্টারে লক্ষ লক্ষ এই গাছ হয়ে রয়েছে। একটা শক্তপোক্ত দেখে ডাঁটা তুলে এনেছি। অর্চিষ্মানের সেমিনার থেকে আনা একখানা ভয়ানক কায়দার কাঁচের বোতলে জল দিয়ে জানালার পাশে রেখে দিয়েছি। অলরেডি দুটো নতুন পাতা গজিয়েছে।
DeleteSan churro bhari bhalo jaiga. Amio majhey majhei jai.
ReplyDeleteএকমত, সোমনাথ।
DeleteEi boita amar ekkebare bhalo lage ni. Mone hoeche ekta anthropological paper likhte giye bhul kore novel likhe felechhe. Othocho Amitav Ghosh amar bhari favourite author. Tomar kamon laglo?
ReplyDeleteআমি এখনও পড়িনি, বিম্ববতী, অর্চিষ্মানের হলে পড়ব। আমার অবশ্য অমিতাভ ঘোষ বিশেষ ভালো লাগে না, তবে দেখা যাক এটা কেমন লাগে।
Deletebaba 2nd ar third photo ta 3 second er besi takano jacchena.. :P
ReplyDeleteসে কী রে, কেন?
DeleteDhut prochondo khide peye jache je... �
Deleteeta ki icecream? Mane kon flavour ki nam etc. Pasher batite ota ki? Chocolate sauce? Ei jayega ta ki khali Delhi tei ache? Bikel 4ter somoy office e bose eisob chobi dekhle moner opor khubi chap pore. :(
ReplyDeleteএটা আইসক্রিম সানডে, কুহেলি। চকোলেট ব্রাউনি, চকোলেট আইসক্রিম আর ভ্যানিলা আইসক্রিমের ত্র্যহস্পর্শ। ঠিকই ধরেছ, পাশেরটা চকোলেট সসই বটে। না না, ভারতের অন্যান্য শহরেও আছে এই দোকানটা। তুমি খোঁজ নিয়ে দেখ।
Delete