সাপ্তাহিকী




এরকম একটা জানালা আর জানালার বাইরে অমন দৃশ্য যদি থাকত।


এরা বলছে আমি নাকি 'বুক নার্ড'।

পনেরো বছরের উইলিয়াম হারিয়ে যাওয়া মায়ান শহর আবিষ্কার করে ফেলেছে। কী করে করেছে সেটা ভালো করে বোঝা আমার এই পঁয়ত্রিশ বছরের কচি ব্রেনে সম্ভব নয়। আপনারা নিজেরা পড়ে নিন।

আমি জানতাম, দোষ আমার নয়।

তা বলে বাবামা’র সম্পর্কে এইরকম সত্যি আবিষ্কার করতে হয়নি ভাগ্যিস।

Bike in a backpack. ব্যাংগালোরের এক ডিজাইন কোম্পানির সৃষ্টি।

এই লিস্টের প্রথমে যে পাহাড়টার নাম, তার চুড়োয় আমি সর্বক্ষণ চড়ে বসে থাকি।

মাকাল ফলের উল্টোটা যদি কিছু থাকে তবে এই বাড়িগুলো সেই।

সব বাণীগুলোর সঙ্গে আমি একমত নই, তবে ক্যালিগ্রাফিটা চমৎকার।

এত কায়দার জায়গায় বসে পড়তে গেলে পড়ার বদলে আমি ঘুমিয়ে পড়ব।

তেরোটার একটা প্রশ্নও আমরা কেউ কাউকে করিনি। কপালে যে কী আছে কে জানে।








Comments

  1. aha! saptahiki'r gaan tow fatiye dilo! eke maru bihag tar opore roshanara begum er gola...jomjomat :)

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ, শম্পা। কম্বোটা ভালো।

      Delete
  2. দাদাগিরি দেখেন কি? আজকে ১৬ই মে দাদাগিরিতে আপনাদের ফেলুময়রার মালিক এসেছিলেন। ১৭০ বছরের পুরনো প্রতিষ্ঠান বললেন

    ReplyDelete
    Replies
    1. তবে? আপনারা তো ভাবেন রিষড়া একটা হেলাফেলার জায়গা।

      Delete
  3. Porer saptahikir suggestion https://implicit.harvard.edu/implicit/takeatest.html

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, চুপকথা।

      Delete
  4. As usual darun list Kuntala. Anekdin por abantor e ese miss hoe jawa post gulo gograse pore nilam. Tomar purono paray gechilam (NII) r bhabchilam rastay hothat Kuntala ke dekhte pele ki mojatai na hoy! belated happy marriage anniversary tomay r Archisman ke. Emni korei nischinte r anonde katuk tomader jibon. R mother' s day r lekhata khub resonate korlo. Ekkebare moner kotha likhecho. On the fun side erokom amaro asonkhyo bar hoeche je ma conclusion e pouchechhen ei particular rannata amar korai uchit noy because haat pure jabe ba aro chorom aghoton kichu ekta ghotabo. Bhalo theko. - Bratati.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, ব্রততী। মায়েরা ওইরকমই হন। সংশোধনের কোনও আশা নেই। কিন্তু আমার পুরোনো পাড়ার নামটা চিনতে পারলাম না তো। NII টা কী বস্তু?

      Delete
    2. Tomar russian spy er link ta pore stombhito hoye gelam. JNU campus er modhyei to Natl Inst of Immunology? setai bolchilam.- Bratati.

      Delete
    3. ওহ, আচ্ছা আচ্ছা। আসলে আমি এন আই আই শব্দটার সঙ্গে অত পরিচিত নইতো, তাই চট করে মাথায় আসেনি। জে এন ইউ গিয়েছিলে? চমৎকার।

      Delete
  5. JNU campus Er modhyei to natl inst of immunology tai jonyo bollam. Tomar ei Russian spy Er link ta pore stombhito hoe gelam. Bratati

    ReplyDelete

Post a Comment