সাপ্তাহিকী







Done is better than perfect.
(কথাটা কে বলেছিলেন জানি না, শুধু জানি এই মুহূর্তে আমার জীবনে এই উপদেশটির প্রয়োজনীয়তা অসীম। তাই নিজেকে মনে করানোর সঙ্গে সঙ্গে সাপ্তাহিকীতেও ছেপে দিলাম।)

খেলাটা দেখতে যত সোজা, কাজে তত নয়। 

হারকিউল পোয়্যারোর টাটকা উপন্যাস ‘ক্লোজড কাসকেট’-এর প্রথম দু’খানা চ্যাপ্টার পড়তে চান? ক্লিক করুন। 

রেমব্র্যান্ডট-এর টাটকা ছবিই বা বাদ থাকে কেন? দেখে নিন।

পৃথিবীর এই মুহূর্তের প্রাচীনতম লাইব্রেরির প্রতিষ্ঠার পেছনে ছিলেন এক মহিলা। জানতেন?

এবছরের পুলিৎজার প্রাপ্ত উপন্যাস 'দ্য সিমপ্যাথাইজার' আদতে ‘স্পাই' ঘরানার উপন্যাস, ভাবা যায়?


ঘাড়ের রোম খাড়া করা রাজনৈতিক থ্রিলার। কাল্পনিক নয়।

স্পষ্ট ইংরিজিতে লেখা আছে ‘জেনারেশনস’, আর আমি পড়ছি, মানে আমার মগজ পড়ছে ‘বছর’। পঞ্চান্ন বছরের পুরোনো ব্যবসার কথা শুনেছি, তাই মেনেও নিচ্ছি। কিন্তু পঞ্চান্ন প্রজন্মের পুরোনো ব্যবসা? আটশো সত্তর বছরের?

এঁদের বাবামা হাতের লেখা নিয়ে ছোটবেলায় এঁদের প্রাণ অতিষ্ঠ করেছিলেন মনে হয়।



  

Comments

  1. Done is better than perfect.... Ki bhalo r joruri katha..

    ReplyDelete
    Replies
    1. আমারও তাই মত, প্রিয়াঙ্কা।

      Delete

Post a Comment