সাপ্তাহিকী
Quality is not an act, it’s a habit.
---Aristotle
এই লিংকটা আগে দিয়েছি কি না মনে করতে পারছি না। তাই আরেকবার দিয়ে দিচ্ছি। দ্য বুক সিয়ার।
একবিংশ শতকের শ্রম আইনঃ দ্য রাইট টু ডিসকানেক্ট। আমি ঝাণ্ডা উড়িয়ে সঙ্গে আছি।
বই পড়তে পারাটা যে কত বড় প্রিভিলেজ এই খবরগুলো পড়ে সে সত্যিটা মাঝে মাঝে ঝালিয়ে নেওয়া দরকার।
দ্য মোস্ট সাকসেসফুল ফিমেল এভারেস্ট ক্লাইম্বার অফ অল টাইম। আপনার চোখে যে মানুষটার ছবি ভেসে উঠছে তার সঙ্গে বোধহয় বাস্তবের খুব একটা মিল নেই।
ভুঁড়ি আর মুড়ি (চানাচুরের সঙ্গে এ মুড়ি যায় না)-র অবিচ্ছেদ্য সম্পর্কের ব্যাপারে আমার মা আমাকে চিরদিন সতর্ক করে এসেছেন।
গেরো পাকাতে পছন্দ করেন? তাহলে এ লিংক আপনার কাজে লাগতে পারে।
এই ব্রিজে আমি চড়তে রাজি নই। আপনি?
Bichchiri ekta ghan ghan e mood niye ghum bhanglo. Tarpor er cotton candy r post. Thank you.Mood bhalo kore debar jonoy.
ReplyDeleteসে কী, শনিবার সকালে খারাপ মুড কেন, প্রিয়াঙ্কা? বুড়ির চুল ব্যাপারটা খেতে আমার বিশেষ ভালো লাগে না, কিন্তু বানানোটা ফ্যাসিনেটিং। বিশেষ করে যদি এইরকম কায়দা করে বানানো হয়। তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
DeleteThis comment has been removed by the author.
Deleteইস, নাঃ সত্যি মুড খারাপের কারণ আছে দেখছি, প্রিয়াঙ্কা। তবে মাসখানেকের ব্যাপার যখন সহ্য করে নাও, তারপর তুমি ঘুরেবেড়িয়ে খেয়েদেয়ে বাকিদের জ্বলিয়েপুড়িয়ে মারবে, এই আশীর্বাদ করলাম।
Deleteসাসপেন্স নিয়ে লেখার ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু যদি বিশদে বল তাহলে আবার সে জিনিস লেখার চেষ্টা করতে পারি।
আরে সব্বাই বেড়াতে যাচ্ছে, বিয়েবাড়িতে খাচ্ছে...। রেস্টোর্যান্ট এ গিয়ে চাইনিস, অওধি গপাগপ সাঁটাচ্ছে---- আমার এখন সব বারণ মাস খানেক এর জন্য। দু দুটো বিয়ে বাড়ি মিস হয়ে গেল...।আজকে সকাল সকাল বন্ধ ুরা টা টা করে টাকি বেড়াতে গেল আমার বাড়ির ওপর দিয়ে। হিংসায় লাল নীল বেগুনী হয়ে যাচ্ছি এসব দেখে, মুড এর কি দোষ----বেচারা আর কত সইবে।
Deleteআমি অবান্তরের পুরোনো পোস্ট গুলো পড়ছি আজকাল---- খুব মজা আসছে। তুমি অনেক দিন সাসপেন্স থ্রিলার লিখছো না, ওগুলো মিস করছি।
বাই দ্য ওয়ে আজকাল প্রচূর সময়, তাই আমি হাবিজাবি লিখছি বসে বসে--- খুব ডিস্ট্রেসিং। "লেখার" মোটিভেশন কুন্তলা দেবী। "হাবিজাবি" টা আমার ট্যালেন্ট।
হ্যাপি উইকেন্ড।
গল্পটার নাম মনে পড়ছে না। যাতে বর বৌ কে খুন করে ফেলল, প্রথমে ভাবা হয়েছিল বৌ পাগল হয়ে যাচ্ছে, স্বপ্নের মধ্যে গলা টিপে ধরচে দেখছে। কিন্ত ু সেটাই আসল এ সত্যি---পাগলামিটা বরের বংশগত।
Deleteসেরকম গল্প।
ওহ, হাহা, মনে পড়েছে, প্রিয়াঙ্কা। তোমার ভালো লেগেছে ওই বাজে গল্পটা? তাহলে আরও কয়েকটা চেষ্টা করে দেখা যেতে পারে।
Delete