সাপ্তাহিকী
এম্পায়ার স্টেট বিল্ডিং-এর চূড়ো থেকে পৃথিবীটাকে দেখতে কেমন লাগে? ঠিক এইরকম।
এমারজেন্সি।
". . . overdoing email can be as detrimental to your IQ as smoking weed." ইয়ার্কি নয়, সিরিয়াসলি।
যেসব আবিষ্কার না হলে মানবসভ্যতা এক ইঞ্চি এগোতে পারত না।
বিজ্ঞানের কথাই উঠল যখন তখন মাছ বনাম মাধ্যাকর্ষণের লড়াইয়ে কে জিতল জেনে নিন।
শুধু হাই তোলা সংক্রামক কে বলে?
যদি আপনি আমার মতো হন, আর আপনারও যদি জামাকাপড়ের তুলনায় হাওয়াই চটি বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে এই লিংকটায় অবশ্যই ক্লিক করবেন।
আলো দিয়ে আঁকা।
আপনাদের কথা জানিনা, আমি DJ Dave-এর ভয়ানক ফ্যান হয়ে গেছি। তাই এসপ্তাহেও তাঁর গান রইল। গানও বলতে পারেন, জ্ঞানও।
ঠিক আছে তবে, এসপ্তাহের মতো আসি? সোমবার আবার দেখা হবে। আপনারা সবাই ভালো হয়ে থাকবেন, বাবা মায়ের কথা শুনে চলবেন, সিগারেট কম খাবেন। টা টা।
একদম ওপরের ভূতুড়ে ছবিটা তুলেছেন Jamie. যেখানে সেখানে নয়, খোদ প্যারিসের ফ্যাশন সপ্তাহে।
লিঙ্কগুলো খুব খুব খুব ভাল |
ReplyDeleteএম্পায়ার স্টেট বিল্ডিং-এর চূড়োর বর্ণনাটা অনবদ্য| চোখ-কান থাকলেই কি আর সব কিছু দেখা-শোনা যায়? আমরা কি আর চোখ চশমা সব নিয়েও ঐরকম দেখতে পারব কোনদিন?
আবিষ্কারের মধ্যে আমার কোনটা সবচেয়ে ভাল লেগেছে বুঝেছেন নিশ্চয়? শুয়ে শুয়ে গল্পের বই পড়ার চশমাটা |
আলো দিয়ে আঁকার চেষ্টা মাঝে মধ্যে আমিও করি| পিকাসো বাবুর মতন হয়না, বলাই বাহুল্য! এখানে আর এখানে দুটো নমুনা দেখতে পাবেন|
বড্ড ভাল ছবি তোলেন জেমি| কলকাতা লন্ডন হতে পারবে কিনা জানিনা, কিন্তু ওনার তোলা লন্ডনের ছবি দেখে কলকাতার কথা মনে পড়ে গেল|
যা বলেছেন সুগত। চশমা থাকলেই যদি দেখা যেত, তাহলে আমার জীবনে আর সমস্যা থাকত না। আবিষ্কারটা আমারও মিলেছে। আপনার লিঙ্কগুলো ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগল। থ্যাঙ্ক ইউ।
Deleteআপনার আলোর ছবিগুলো দেখলাম। টু গুড।
Deleteas usual darun link gulo! amar sobtheke besi bhalo legechhe oi gaan er link ta!
ReplyDeleteগানটা ভালো কিনা বল আত্রেয়ী? সুগত তো আইফোনের মালিক এখন, কাজেই ওনাকে আর কিছু বলার নেই আমাদের, এখন যত্রতত্র অ্যাপস চেক করাটা ওনার হক্কের ব্যাপার, কিন্তু তুমি কিন্তু খবরদার এই বদভ্যেসটার শিকার হয়ো না।
Deleteekkebare na! ami gan tar somorthon e. tahole ekta gopon kotha boli ei sutre. gan tar video dekhte dekhte bes koyekbar Sugata dar kothai mathay esechilo. se ajkal almost sarakhoni oi gps dekhe noyto campus er e building theke oi building geleo pedometer on kore chole! :(
Deleteহাহাহাহা সুগত? জি পি এস? পেডোমিটার? আত্রেয়ী হাটে হাঁড়ি ভেঙে দিল তো?
DeleteHyan gaantar kotha likhte bhule giyechhi. Besh bhalo. Ami ekhono sei stage e pounchhoini, karon amar iPhone thakleo taate data connection nei, ar text korteo extra poisa laage. GPS ta ekta novelty - ekta chhotto jantro prithibir map e amay "You are Here" likhe dekhachchhe seta mojar byapar na? Ar pedometer ta roga hobar jonyo... Atreyee janena, o ekhane asar aage amar ekta chhotto digital pedometer chhilo jeta sarakkhon amar tNyake gNoja thakto. Setar battery furiyechhe, ar amio mota howa shuru korechhi.
Deleteআপনার ব্লগ বেশ কিছুদিন হলো ফলো করছি ! ভালো লাগে বেশ ! লিঙ্কগুলো র জন্য ঠিক কি দিয়ে সার্চ করেন যদি জানান :-P :-) | বেশ নতুন |
ReplyDeleteআরে কাইটরানার, থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। আমি যেটা করি সেটা আপনিও করতে পারেন। ধরুন আমার একটা লিঙ্কে ক্লিক করলেন, করে একটা সাইটে পৌঁছলেন, এবার সেই সাইটটা ঘুরে দেখুন। অর্থাৎ কিনা, ধরা যাক এই পোস্টের একদম ওপরের লিঙ্কটার কথা। হেলেন কেলারের চিঠি। ক্লিক করলে আপনি পৌঁছবেন Letters of Note ওয়েবসাইটে। এবার ঘুরে দেখুন। আপনার পছন্দের কিছু পেলে সেটার লিঙ্ক সেভ করে রাখুন। এরপর যখন ইচ্ছে হবে ব্যবহার করবেন।
Deleteআমিও লোকের ব্লগ থেকে ঘুরেঘুরে এই সাইটগুলোয় যাই। এছাড়া, কিছু কিছু ভিডিও, খবর এমনি চোখে পড়লেও জমিয়ে রাখি। তবে সত্যি বলছি, বেশিরভাগটাই ওপরে যেভাবে বললাম, সেভাবে পাওয়া, অন্য ব্লগারের ল্যাজ ধরে ধরে।