সাপ্তাহিকী
একেই কি বলে সভ্যতা?
হিংসে হিংসে, সব হিংসে।
আর আপনি ভাবছিলেন কিনা ডায়েটিং করে আর দৌড়ে রোগা হবেন?
সুতো দিয়ে বেঁধে রাখে থুতু দিয়ে চেটে।
ভর দিতে ভয় হয় ঘর বুঝি পড়ে
আর সবশেষে এই গানটা রইলো। একটাই উপদেশ, ভিডিওটা দেখে অনুপ্রাণিত হয়ে বিপদে পড়বেন না যেন। আপনাদের সপ্তাহান্ত খুব ভালো কাটুক। পরের সপ্তাহে আবার দেখা হবে। টা টা।
আপনাকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই কুন্তলা| খুব খুব ভাল কাটুক এ বছরটা|
ReplyDeleteআপনার লিঙ্কগুলো, বলাই বাহুল্য, অনবদ্য|
ওই "ফ্রী হাগস" অলাদের আমিও দেখেছি নিউ ইয়র্কে| ফটো তোলা ছাড়া অন্য কিছু করার চেষ্টা করিনি অবশ্য|
আপনাকেও শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা সুগত।
Deleteআহা, বেজায় খুশি হলুম ভিডিও টা দেখে...
ReplyDelete