সাপ্তাহিকী
Stickman!
একটি অনবদ্য ব্লগের যাত্রা শেষ হল এ সপ্তাহে।
সত্যি নাকি? মাকে জিজ্ঞেস করতে হবে তো।
প্লেনে চাপার অভিজ্ঞতা। সামান্য অন্য পারস্পেক্টিভ থেকে।
গাছে চড়ার আগে মাথায় রাখবেন।'
সবজান্তা ঠাকুমা।
সবশেষে এ সপ্তাহের গান। যোগা প্যান্টস পরে অরগ্যানিক কেল স্যালাড খেতে খেতে শুনলে বেশি আনন্দ পাবেন।
একদম ওপরে ডেজো হফম্যানের তোলা ছবিতে ক্যাসিয়াস ক্লে-র (তখনও মহম্মদ আলি হননি) বজ্রঘুষির আঘাতে কুপোকাত হচ্ছেন, কারা আবার, বিটলস।
এ সপ্তাহের মতো নটেগাছ মুড়োল অবান্তরের। সোমবার আবার দেখা হবে, ততদিন আপনারা সবাই ভালো হয়ে থাকবেন। টা টা।
bah, darun link gulo! best legechhe amar sobjanta thakumar upodesh gulo :P
ReplyDeleteআমারও আত্রেয়ী।
DeleteApni esab kotha theke jogaR koren bolun to? Protyektai khub bhalo!
ReplyDeleteসারাদিন আর কোন কাজ করি না তো। আপনাদের ভালো লাগলেই ভালো।
Deletethakuma abar zindabad.. kintu "never said" keno?
ReplyDeleteআরে নেভার সেইড, মানে হচ্ছে, এই উপদেশগুলো শিল্পীর ঠাকুমা বাস্তবে "নেভার সেইড", কিন্তু বলা উচিত ছিল আরকি।
Delete