ইমোশন মাখো মাখো, নিজের পকেটে রাখো।
শেষ কবে বাংলা সিনেমা দেখে উচ্ছ্বসিত হয়েছি? এই
আধঘণ্টা আগেই। শেষ কবে বাংলা সিনেমা দেখে নিন্দে করার মতো কিচ্ছু খুঁজে পাইনি
(এমনকি মিরকে নিয়েও না)? সেও এই আধঘণ্টা আগেই। আপনারা সবাই এতদিনে দেখে ফেলেছেন
নির্ঘাত। তবু যদি আমার মতো কেউ থেকে থাকেন, ক্রমাগত দাগা খেতে খেতে শেষমেশ
বাংলা সিনেমা দেখাই ছেড়ে দিয়েছেন, তাঁদের জন্য নিচের লিঙ্কটা রইল। (সে লিঙ্ক এখন আর কাজ করছেনা, তাই তুলে দেওয়া হল।)
যদি ভালো লাগে তবে সে ধন্যবাদ সুগতর প্রাপ্য।
আর শাশ্বত, শাশ্বত, শাশ্বত...এতদিন কোথায় ছিলেন?
hyan go, darun legeche ekta notun bangla cinema dekhe anekdin por! khub bhalo
ReplyDeleteদারুণ কিনা বল আত্রেয়ী?
Deletejust fatafati ghyama akta cinema!
ReplyDeleteঘ্যামা বলে ঘ্যামা?
Deleteকদলীবালা রকস!
ReplyDeleteসে যতই রক করুক না কেন, হাতকাটা কাত্তিকের কাছে সব পোলাপাইন।
Deleteamar fave character kintu bapu bhootnath bhaduri!
ReplyDeleteহাহা শম্পা, সেটা প্রত্যাশিত।
Deleteকি অসাধারণ সিনেমা বলুন! আমায় ধন্যবাদ দিয়ে কি হবে, সব ধন্যবাদ অনীক বাবুর প্রাপ্য|
ReplyDeleteআর হাত কাটা কাত্তিক যেন ঠিক মন্দার বোসের ছোট ভাই, তাই না?
সুগত, মন্দার বোসের ছোটভাই বলতে একটু বাধোবাধো ঠেকছে, তবে মামাতো কিংবা পিসতুতো ভাই হতেই পারে, এনি ডে।
Deleteamar ek-khan che'r T shirt achey...seta pora ebar bhoge
ReplyDeletegelo :((
aar saswata kintu hebby dichhey...kahani, nobel chor...finally bapi'r megh er tolar theke chand er phali ta beriye ashchey!
হাহা শম্পা, হ্যাঁ ওই টি শার্টের মায়া এবার ত্যাগ করাই ভালো। আমি নোবেল চোর দেখিনি গো। মিঠুনদার ভয়ে। শাশ্বত ভালো করেছেন বুঝি?
Deleteki je bolo na....mithun-da holo bangali'r gorbo!
ReplyDeleteekdike "maine aise janwar ko mara jo gaon ka sabse khatarnak janwar hai" (mrigaya) anyadike "police er pyadani tin degree, public er 104 degree" (fatakeshto)...
erokom range kothay pabe :)))
আরে সেটাই তো শম্পা, উনি কখন কোন রেঞ্জে বিচরণ করবেন সেটা গেস করাই মুশকিল, গেছোদাদার মতো। আমার আবার সব রেঞ্জ হজম হয় না। কাজেই ভয়ে ভয়ে দূরে দূরে থাকি।
Deleteei bar noboborsher din adda te sobar kachhe khub proshonsha sune por din e cinema ta dekhe fellam.... sotti e bangla cinema dekhe erokom pet fata hasi onek din por haslam... hath kata kartik r sei bangal hature kobrej..... dujon ke bhison mone dhorechhe... :) :)
ReplyDeleteআমার অবশ্য গরিব আদমি আত্মারামকেও টু গুড লেগেছে গোবেচারা। অ্যাকচুয়ালি সবাই ভালো। ডারপো থেকে শুরু করে ভুতোরিয়া। একটা খুব খারাপ রসিকতা করবো? একেই বোধহয় বলে "ভূত বাছতে গাঁ উজাড়।" ভেরি সরি, কিন্তু সামলানো গেল না আরকি।
DeleteOh ami ei cinema ta dekhe fan hoye gechi! Ki odbhut bhalo cinema! Mojar + satirical + sarcastic + informative!! Dekhe khushi holam, bangali'r sei witty/intelligence ta ekhono puro poriman e ache :D
ReplyDeleteহ্যাঁ রিয়া, সত্যি সত্যি ভালোলাগা সিনেমা।
Delete